আমি তোমাকে বড় ভালোবাসি

আজও অপেক্ষায় আছি
তোমাকে ভালবাসি বলে,
বড় রাগ, অভিমান করে
সেদিন তুমি চলে গেলে।

তুমি ফিরেও তাকালে না
আমার মুখও পানে,
অশ্রু ভরা চোখ
ছিল হাজারো কষ্ট মনে

মনে কি পড়ে না
আমারি কথা,
সময়ে, অসময়ে দিয়েছ
যত ব্যথা।

করেছিলে যখন ভুল
দিয়েছিলাম ক্ষমা করে,
তবে আজ কেন তুমি আমায়
একা রেখে চলে গেলে।

তোমাকে আজও,
খুব মনে পড়ে।
সময়ে, অসময়ে
জেগে থাকা ঘুমের ঘোরে।

তুমি যখন পাশে ছিলে
কি মধুর ছিল দিনগুলো,
আজ বড় একা লাগে
আমি হয়েছি আজ অগুছালো

<

সবকিছুতেই তোমাকে খুজি
ভাবি দিনরাত
কিভাবে দিলে তুমি আমাকে
এত বড় আঘাত।

আমার জন্য কি একবারও
কষ্ট হয়না,
এতদিন অভিনয় করেছ?
দেখিয়েছ তোমার আয়না

চাদ ভরা রাতে দুজনে জেগে ছিলাম
তোমার মনে কি নেই?
যাকে ভালবাসে ছিলাম
তুমি কি সেই?

ভাবতে অবাক লাগে
বদলে গেছো তুমি,,
মাঝে মাঝে ভাবি
তোমাকে কিভাবে ভালবেসেছি আমি ??

তোমাকে নিয়ে আজও
আমি সপ্ন দেখি,,
আমার হ্রদয়ে আজও
শুধু শুধুমাত্র তোমার ছবি আকি।।।।

তুমি ফিরে আসবে বলে
আজও বকুল ফুলের মালা গাথি,,,,,,
আমি সত্যি বলছি
আজও তোমাকে বড় ভালোবাসি।।

তোমাকে খুব ভালবাসি বলে
ছুটে আসি বার বার
তোমার অপেক্ষায় আছি
তুমি ফিরে আসবে কবে আবার।।।

তোমার জন্য জেগে আছি
রাত জাগা পাখির মত

অপেক্ষায় আছি ভালবাসবে তুমি

আগে বেসেছিলে যত।

তুমি ছিলে আমার প্রথম প্রেম

তুমিই আমার শেষ
তোমায় ছাড়া
লাগছে না তো বেশ

তুমি,
আমার নীল আকাশে
সাদা মেঘের ভেলা।
তুমি,
সর্ষে মাঠে,
হলুদের খেলা।

তুমি,
শিশির ভেজা ঘাসে,
আমার শীতের সকাল।
তুমি,
আমার চায়ের কাপে ভরা
রঙিন বিকেল।

তুমি,
আমার জানালায়,
উকি মারা চাঁদ।
তুমি,
হাসনাহেনা গন্ধ ভরা জ্যোৎস্না মাখা রাত।

তুমি,
আমার সকালকে জাগা
ভোরবেলার পাখি।
তুমি,
পাশে থাকবে সর্বক্ষণ
এই ভরসাই থাকি।

Related Posts

22 Comments

  1. +++++++তবুও++++++
    ম.ম.রবি ডাকুয়া
    —————-
    একদিন পরিত্যক্ত হবে পরিচিত,
    তবু প্রতিদিন অপরিচিত চিত্যে
    হয় পরিচয় দিতে।
    লাগাম হীন ঘোড়া আর
    পালকহীন পাখির ওড়া।
    আমি এমন জেনে গেছি
    সকালের প্রেম না পেলে গড়ায়না দুপুর
    বিকেলের রোদ,
    মানবতা না পেলে জীবন বোধ।
    আমার না বলা কথা তোমাকে সাথে চায়,
    আমার ভালবাসা যেন তোমাকে পাশে পায়।
    জানিনা বাসো কিনা তবু মন ভালবেসে যায়,
    আমার কিছু স্বপ্ন তোমার তুলিতে আঁকা হয়।
    সবাই জানে প্রেম মানে
    ঘর বাধার স্বপ্ন খানিক,
    প্রেম খুড়ছে বুকের মানিক।
    কেউ জানেনা চলছে যে রেল
    পড়ছে খাদে,
    উড়ছে বোমারু বিমান প্রত্যঘাতে
    পাইলট তবু সিট বেল্ট বাধে।
    পরাজিত আমি জীবন যুদ্ধে,
    ভাগ্য তবু ঈশ্বর প্রদত্ত,
    বিশ্ব তবু ভাগ্য খুঁজে মত্ত।
    নিঃশ্বাসের কাছে এসে আমারো স্বপ্ন চষে,
    তোমার মন যমুনায় জল সেচে।
    একটু অচেনা অপেক্ষার পথে চলো,
    ভালবাসি শুধু বলো।
    ভালবাসা মানে শুধু দরজা বন্ধ দেয়া নয়,
    গাঢ় আধারে হারিয়ে ফেলা নিজেদের,
    একটু উষ্ণতার হারানো জেদের।
    ভালবাসা মানে মেঘ গুলো সরিয়ে আলো আসা।
    তোমার চারপাশে কত কাদা জলে ভাসে,
    প্রেমিক স্রোত,
    আমি পাশে আছি ভুলতে ক্রোধ,
    সেই তোমার পুরনো রোদ।
    আমাকে ‍ছুয়ে দেখো বাঁচার আনন্দ,
    বুকের ভেতরকার চরকার মত ঘোরে,
    ক্ষুধার কুচকাওয়াজ।
    জানি তুমি অনেক সুখি,
    তবু আমার অনন্দ নিজেকে দেখে দুঃখি।
    অগন্তু প্রেমিকের ভিড়ে তবু বলি ,
    এসো ভালবেসে এক সাথে চলি।
    দেয়ালে লেখা শ্লোগানের চেয়ে চটক তোমার টিপ,
    দূর থেকে দেখা চোখ দুটো যেন
    নিরাশ্রয় আমার দ্বীপ।
    তবু বুকের ভেতর পোষা খাচার ময়না,
    আমার কথা যদি সে কয়না।
    আকাসটা ভালবেসে উড়াল যে দেয় সে,
    মন ছেড়ে কোন বনে তবু যায় সে।
    আস্থার রাস্তায় আমি দাড়াই ,
    তুমি দাড়ানো কোন গাছ তলায় ?
    বুকের ক্ষত মোছা যায় কত।
    তোমাকে পেলে আবার কোকিলের গান শুনবো,
    ফেলে রাখা কিছু তারা গুনবো,
    কবিতা লিখতে বসে আজো একলা লাগে,
    ডান বামে শুধু শূন্যতা জাগে।
    তোমার বুকের মলাটে ,
    শরীরের ভাজে পাড়ায় তল্লাটে,
    লুকিয়ে থেকে চোখ অনেক প্রেম শিখেছে।
    ঈশ্বর আমায় কথা দিয়ে কথা রাখবে ,
    দিন এমনি যাবে।
    তোমার গান শুনে আজো অনেক নেশা পায়,
    আমার এমন পেশা ,
    কাজের রাজ্য পাইনি আজো।
    তোমার কথা ভেবে মাঝে মাঝে
    আঝোরে কাঁদি আমি।
    আমার কিছু কথা হারিয়ে গেছে মানি ব্যগে
    খুলনা-মোংলা মহাসড়কে,
    আর ওই পশুরের ঘোলা জলে
    খেলা চলে কিশোরীর ,
    স্রোতে ভাসায় কি শরীর,
    জীবন জিবিকার তাগিদে।
    দিনের পরে রাত ইশারায়,
    বাধ্যগত প্রেম তবু আচড়ে পড়ে
    তোমার পরে।
    সেদিন রাতের তোমার ক্লান্ত দেহ
    ফুড়ে সুখ খোঁজে কেহ,
    তুমিও সুখ বুঝে নেও অনিহায়।
    তোমার ভবিতব্য কিছু কাব্য
    একাই একার ছন্দ হারায়,
    তুমি নাকি সমাজের বিশুদ্ধ পাড়ায়।
    খোলা পিঠে ব্লাউজের শাড়ি মুড়ে
    বধু সাজা শরীর,
    কখনো সাজানো পেশাক জরির,
    আমিও অনেক আগের থেকে ভাল,
    তুমিও থেকো
    মনে হয় সারাক্ষনি রাত পোহালো।
    অগনিত মানুষের মাথা গুনে গুনে
    আর কথা শুনে বলতে তুমি জনসাধারণ,
    একজনই যে ছিল তোমার কাছে অসাধারন।
    এখনো একটা শহর আছে,
    যেথা তোমার দৃষ্টি না পেলে বৃষ্টি নামেনা।
    রাস্তার ধারে কত গাঞ্জার ধোয়া ওড়ে,
    প্রেম শুধু তোমার পায়ে মাথা কুটে মরে।
    এই সময় জুড়ে ,
    দেখি অনেক কবি ধুলো হয়ে উড়ে,
    সেই ধোয়ায় কিছু দেখতে পাইনা,
    তোমার মুখ যেন উৎসুক সেখানে চাইনা।
    এখনো মানুষের সাথে মানুষ কানামাছি খেলে ,
    মানুষ ভিড় করে মানুষের কোলাহলে,
    মানবাতা শুধু ঢাকা থাকে ম্যনহোলে।
    কত শরীর দেখে হাটু গেড়ে বসে চোখ,
    না খেয়ে বাঁচে কত লোক,
    মরে যাওয়া কত মরার আগে
    কে করে কার শোক।
    ওরা বলো কাকে ঈশ্বর ডাকে,
    তোমার আমার মত নিরুপায়।
    ঘুম চোখ
    তবু পৃথিবী দেখা হয়না
    হয়না দেখা এতো লোক।
    বিকাল কে তুমি শিখালে
    সন্ধ্যার সাথে থাকতে,
    এতো যাত্রি সাথে
    তবু রাত্রি বড় একা লাগে।
    রাজনীতির আস্তাকুড়ে সব বস্তা মুড়ে
    দরিদ্রতা ক্ষমতায় গেলে ক্ষুধা বেড়ে চলে,
    তাই সবার গদি টলমলে,
    দলাদলির চোখ গুলো
    কেমন সার্চ লাইট হয়ে জ্বলে।
    রাত্রির কাছে সপে দেয়া ক্লান্তি মোড়া দেহ খানা
    কখন গনতান্ত্রিক হয়ে যাবে,
    তখন বুঝবে সম অধিকার।
    সময় কাটেনা চেয়ে চেয়ে ক্ষমায়,
    না পেয়ে হারানো তোমায়।
    কথায় কথায় তোমার দুচোখে বৃষ্টি,
    কেমনে হবে তোমায় দিয়ে কিছু সৃষ্টি।
    ব্যঙ্গাচির মত মানুষ যেন উড়ে যায় চিল
    ক্ষুধার্তের মত চাওয়ার মিছিল।
    যা নাই তা চাই,
    পেট চলেনা তবু খালি পেটে,
    ফিরছে তবু একই পুরনো ঠিকানর বাড়ি
    কেউবা কাটায় সময় রাস্তায় হেটে।
    মরতে হবে কবার বলো ,
    ঘরে আগুন দিয়ে পেড়াও আলু।
    জীবন যখন চলছেনা আর,
    দোষ দিয়ে কি হবে রাস্তার।
    জীবন মানে যন্ত্রনা গান,
    জীবন মানে মৃত প্রাণ।
    তবু চলছি তুমি আমি দোটানা তে,
    ঘটছে যা ওটানা তে।
    তবু জীবন মানে উচ্ছে খাওয়া,
    জীবন মানে পাগলা হাওয়া।
    গন্ত্যব্যহীন চলছে যে যার,
    নামছে ঠিক যেটুক ভেজার।
    তবু তোমার জলকে ছলে,
    সাতার চলে।
    তবু সখি এতো জল আনলো কে বল
    তোর ওই হরিণ চোখে,
    মুছতে গেলে প্রেম তোর আমার জানবে লোকে।
    আকাশ পানে তাকিয়ে কেবল
    তোলে বোল রং বদলালে
    দিন রাত্রির নাম তোলপাড় তোল।
    লোহার আস্তরন জংধরা
    ঠেকাতে পারেনা রং,
    তোমার আমার মন ।
    আমার মনের চালা যায় উড়ে
    তোমার মনের ঝড়ে।
     

মন্তব্য করুন