আযানের সময় কুকুর কেন ঘেউ ঘেউ করে?

আসসালামুআলাইকুম। প্রিয় পাঠকবৃন্দ! আশা করি সবাই ভালোই আছেন। আপনারা কি বলতে পারবেন  মসজিদের মিনার থেকে যখন আযানের ধ্বনি ভেসে আসে তখন কুকুরগুলি হাঁক পাড়ে কেন?

# আযানের সময় কুকুরগুলো  ঘেউ ঘেউ করে করে কারন তখন শয়তানগুলি আযানের শব্দশুনে  স্থানত্যাগ করে দৌড়াদৌড়ি করতে থাকে আর সে সেব দৃশ্য দেখে কুকুরগুলো মানুষকে সতর্ক করার জন্য অথবা ভয় পেয়ে হাঁক পাড়তে থাকে।

এ বিষয়ে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বর্ণনা করেছেন যে,  আপনি যদি রাতে অথবা অন্য কোন সময় কুকুরের  ডাক শুনেন তখন আল্লাহর কাছে শয়তান থেকে   আশ্রয় প্রার্থনা করুন। কেননা তারা শয়তান কে দেখতে পায়।  (আহমদ ও আবু দাউদ)

এছাড়া  জনশ্রুতি অনুযায়ী আরো কিছু কারনের কথা উল্লেখ রয়েছে। আযানের সময় যখন শয়তান দৌড়াদৌড়ি শুরু করে তখন তাদের থেকে মানুষের সতর্ক করার জন্য তারা ঘেউ ঘউ করে।

বিভিন্ন সূত্র হতে পাওয়া কিছু কারন খুঁজে পাওয়া যায়।    কারনগুলি হলো ঃ

১.কুকুর তার মালিককে বাঁচানোর জন্যে হাঁক ডাক পাড়ে যাতে তার মালিকের কোন ক্ষতি না হয়।

<

২.আযান দিলে শয়তান খুবই বিরক্তি প্রকাশ করে এবং তার জন্য কোন উপায়ন্তর না দেখে স্হান ত্যাগ করতে বাধ্য হয়।

৩. স্বাভাবিক ভাবেই কোন কুকুর চায় না তার এলাকায় অন্য কোন প্রানী রাজত্ব করুক!  তাই হাঁক-ডাকের   মাধ্যমে  তার উপস্থিতির প্রমান করে।

৪.এ ছাড়াও অপরিচিত কোন ব্যাক্তি বা প্রাণি দেখেও কুকুর ঘেউঘেউ করতে পারে যাতে ওই অপরিচিত  ব্যাক্তি বা প্রানী দ্বারা কুকুরের মালিকের কোন ক্ষতি না হয়।

৫. এছাড়াও কুকুর হাঁক-ডাকের  মাধ্যমে নিজের এলাকায় আধিপত্যের জানান দেয়।

সম্মানিত পাঠকবৃন্দ!  আযানের সময় কুকুরের  হাঁক-ডাক হাদিস দ্বারা স্বিকৃত বিধায় এ সময় বাইরে না বের হওয়ায় সমীচীন হবে।

কুকুর যখন হাঁক পাড়ে তখন করনীয় ঃ

১. এ সময় প্রত্যেক ব্যক্তির উচিৎ হবে ঘরে অবস্থান করা।

২. এ সময় আল্লাহর কাছে শয়তান হতে আশ্রয় চাওয়ার জন্য প্রার্থনা করতে থাকা।

৩.আযানের সময় আযানের দোয়া পড়া।

৪. ছোট শিশুদেরকে ঘরের বাইরে বের হতে না দেওয়া  ।

৫. যথা সম্ভব দোয়া দুরুদ পড়া।

প্রিয় পাঠকবৃন্দ  , আযান দিলে কুকুর কেন ঘেউ ঘেউ করে ; এ সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে অবশ্যই জানাবেন।

অবশেষে বলতে চাই, আল্লাহ আমদেরকে সকল প্রকার বালা-মুসিবত থেকে দূরে সরিয়ে রাখুন। আর করোনার এ দুঃসময়ে সবাই ঘরে অবস্থান করুন ;নিজে সুস্থ থাকুন এবং অন্য সুস্থ থাকতে সাহায্য করুন। ধন্যবাদ।।

লেখক-

মোঃ জিল্লুর রহমান

জাককানইবি

Related Posts

17 Comments

মন্তব্য করুন