আর যাই হোক,রাগী মানুষের মনটা অনেক ভালো হয়,,

জীবনের বেশির ভাগ প্রিয় জিনিস গুলো হারাতে হয় রাগের কারনে।ন্যাকামী করতে না পারা,একটুতেই রেগে যাওয়া মানুষ গুলো আসলে অনেক সুন্দর হয়।তবে অতিরিক্ত রাগ এবং মুড সুইং করার কারনে,বেশির ভাগ সময়ই এদের মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়।রাগী মানুষ হয়তো রাগে আপনাকে অনেক কিছু বলবে।কিন্ত এর জন্য সে নিজেই বেশি কষ্ট পাবে।হয়তো উপর দিয়ে রাগটা আপনাকে দেখাবে।কিন্তু ভিতরে ভিতরে নিজেই পুড়ে যাবে।

ভালো থাকতে থাকতে এদের মুড হুট করেই সুইং করে,সেকেন্ডের মধ্যে এদের রাগ চলে আসে।কিন্তু এত রাগ কোথা থেকে আসে,সেটা ওরা নিজে ও জানে না।বেশি রাগ উঠলে নিজেকে কন্ট্রোল করতে পারে না।ফলে বেশির ভাগ সময়ই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে।এই রাগের কারনে এদের না কারো সাথে ভালো সম্পর্ক হয়,না কারো সাথে প্রেম হয়।যদি ও ভাগ্যেক্রমে প্রেম হয়ে ও যায়,তবে সেটা বেশি দিন টিকে না।রাগী মানুষরা যাকে একবার ভালোবাসে,সবটা দিয়েই ভালোবাসে।যে রাগী মানুষটার রাগটাকে একটু মানিয়ে চলতে পারে,তারাই তার সেই ভালোবাসাটাকে উপভোগ করতে পারে।তবে রাগ কমে গেলে,এদের মতো ভালো আর শিশুর মতো মানুষই হয় না।রাগ করার দুই মিনিট পরেই আফসোস করে,কি করলাম,কেনো করলাম,এমনটা না করলে ও পারতাম।তখন এরা অনেকটা শিশুর মতো হয়ে যায়।একটু আদর আর একটু ভালোবাসা দিয়ে বুঝালে,তখন এরা সব করতে রাজি।

অতিরিক্ত রাগের কারনে এরা না করতে পারে একটু ন্যাকামি,না করতে পারে ঢং।যার কারনে এদের প্রেম তো হয়ই না,আবার কারো সাথে যদি বন্ধুত্ব ও হয়,সেটা ও বেশি দিন টিকে না।
প্রেম করতে হলে তো অবশ্যই একটু লুতুপুতু,ন্যাকামি,ঢং করতে হয়।সেটা কখনো রাগী মেয়েকে দিয়ে হয় না।রাগী মানুষ গুলো কখনো কাউকে ঠকাতে জানে না।ওরা নিজেকে ঠকবে।কিন্তুকে ঠকাবে না।এরা যদি কখনো কোনো খারাপ কাজ বা কখনো কোনো ভুল করে,সেই ভুলের জন্য এদের বিবেক এদের প্রতিনিয়ত কষ্ট দেয়।অতিরিক্ত রাগ থাকলে কোনো সম্পর্কই ভালো থাকে না,কোনো সম্পর্কই বেশি দিন টিকে না।তবে রাগী মানুষ গুলোর মন অনেক সুন্দর হয়।এদের সাথে সব কিছু মানিয়ে একটু বুঝিয়ে এদের সাথে থাকতে পারলে,একটা ভালো মনের মানুষ পাবেন।সবচেয়ে বেশি অবাক বিষয় হলো এদের ভিতর মায়া অনেক বেশি থাকে।একবার যদি সংসার জীবনে ঢুকে যায়,তাহলে খুব ভালো সংসারী ও হয়ে উঠে।

Related Posts

31 Comments

মন্তব্য করুন