ইংরেজিতে বেশি বেশি translation করার কিছু অভিনব কৌশল আয়ত্ত করুন।

নিচের বাক্যগুলোকে translate করুনঃ

১. মানুষ মানুষের সাথে যত মিশবে সে ততই শিখবে-
২. আমাদের ইচ্ছেটাই প্রার্থনা হোক
৩. যারা সময়কে অবহেলা করে তারা সফল হতে পারে না –
৪. আমি নিজেই বিষয়টি বুঝি না-
৫. আমি আমার নিজেকেই পছন্দ করি না –

৬. আমার আরবি উপর অল্প বিদ্যা আছে-
৭. মায়ের সাথে উচ্চস্বরে কথা বলোনা কারণ মা তোমাকে কথা বলা শিখিয়েছেন-
৮. যিনি কাজটি করেন-
৯. যে কাজটি করে-
১০. যারা কাজটি করে-

১১. জ্ঞানীরা অপরকে সহজেই বুঝতে পারে-
১২. আমার একজন শিক্ষক আছে স্কুলে ইংরেজি পড়ায়-
১৩. আমাদের বাড়িতে একজন শিক্ষক আছে ইংরেজি পড়ায়-
১৪. আমি বাগানে যাওয়ার সময় তাকে হাঁটতে দেখেছিলাম-
১৫. আমি তাকে বাগানে হাঁটতে দেখেছিলাম-
১৬. অপেক্ষা করার কোন মানে হয় না-

নিচের বাক্যগুলোর মতো আরও শত শত বাক্য তৈরি করে translate করুনঃ

১৭. আমাকে কাজটি করতে হবে-
১৮. তাকে কাজটি করতে হবে-
১৯. আমাকে কাজটি করতে হয়েছে-
২০. আমাকে কাজটি করতে হয়েছিল-
২১. আমাকে কাজটি করতে হবে-

২২. তোমাকে কাজটি করতে হবে-
২৩. আমাকে অবশ্যই কাজটি করতে হবে-
২৪. আমাকে কাজটি করতে পারতে হবে-
২৫. তাকে কাজটি করতে পারতে হবে-
২৬. আমাকে কাজটি করতে পারতে হয়েছিল-

২৭. তাকে কাজটি করতে হতেও পারে-
২৮. তাকে কাজটি করতে হতেও পারত-
২৯. আমাকে একজন শিক্ষক হতে হবে-
৩০. আমাকে বাধ্য হতে হয়েছে-
৩১. তাকে ধনী হতে হবে-

৩২. তাকে বাধ্য হতে হয়েছে-
৩৩. আমাকে বাধ্য হতে হয়েছিল-
৩৪. আমাকে বাধ্য হতে হবে-
৩৫. তোমাকে বাধ্য হতে হবে-
৩৬. আমাকে অবশ্যই বাধ্য হতে হবে-

৩৭. আমার একটি গাড়ি থাকতে হবে-
৩৮. আমার একটি গাড়ি থাকতে হয়েছিল-
৩৯. তার একটি গাড়ি থাকতে হবে-
৪০. বাড়িতে একটি গাড়ি থাকতে হবে-
৪১. বাড়িতে দুইটি গাড়ি থাকতে হবে-

Related Posts