ইন্টারনেটের মাধ্যমে কী ধরনের ক্রাইম হয়

বিসমিল্লাহি রহমানের রাহিম

সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষ

আসসালামুয়ালাইকুম

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন

আপনারা যাতে ভাল থাকেন এবং সুস্থ থাকেন এটাই আমরা চাই

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা
আজ আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করব এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন

ইন্টারনেটের মাধ্যমে কী ধরনের ক্রাইম হয় আলােচনা করা হলো

ইন্টারনেটকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ক্রাইম সংঘটিত হয় । নিচে এ ধরনের অপরাধ নিয়ে আলােচনা করা হলাে
i . বিনা অনুমতিতে কোনাে প্রােগ্রামের মাধ্যমে অন্যের কম্পিউটার । নেটওয়ার্কে প্রবেশ করে অন্যের কম্পিউটার ব্যবহার করা বা ক্ষতিসাধন করা ।

ii. তথ্য ও যােগাযােগ প্রযুক্তির মাধ্যমে কোনাে ব্যক্তির গতিবিধি অনুমতি ছাড়া ট্র্যাক বা অনুসরণ করা । এভাবে ট্র্যাকিং করে অন্যের কম্পিউটার নিয়ন্ত্রণ করা বা চেষ্টা করাকে সাইবার । আক্রমণ বলে , যা তথ্য ও যােগাযােগ প্রযুক্তির অনৈতিক বিষয় ।

iii . সফটওয়্যার পাইরেসির মাধ্যমে বিনা অনুমতিতে কারও সফটওয়্যার কপি করা । অন্যের সফটওয়্যারকে নিজের নামে বিতরণ করা কিংবা সামান্য পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়াও অনৈতিক বিষয় ।

iv . ওয়েবসাইট হ্যাকিং করে অথবা ইন্টারনেটভিত্তিক ব্যক্তিগত তথ্য হ্যাকিং করে কোনাে ব্যক্তি , জাতি বা দেশের ক্ষতিসাধন । করা । এছাড়া সামাজিক অপরাধগুলাে করার পেছনে তথ্য ও প্রযুক্তি , ব্যবহার করা , তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কোনাে ব্যক্তিকে সামাজিকভাবে হেয় করা , মানসিক চাপে রাখা কিংবা দূরবর্তী । এলাকা থেকে কোনাে কিছুকে নিয়ন্ত্রণ করা , যা সমাজে বা । ব্যক্তিবিশেষে ক্ষতির কারণ হতে পারে ইত্যাদি ।

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা ইন্টারনেটের মাধ্যমে কী ধরনের ক্রাইম হয়
বিষয় টা আপনারা সবাই বুঝতে পারছেন

মানুষের ইচ্ছা থাকলে উপায় হয় আপনার যদি ইচ্ছা করেন তাহলে এই পোস্টটা সহজেই বুঝতে পারবেন এই পোস্টের ভিতরে আমি কি দেখেছি
একটু মনো যোগ দিয়ে পড়েন

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আজ কে আপনাদের মাঝে একটা গুরুত্ব পূর্ণ একটা পোস্ট শেয়ার করছি আশাকরি আপনাদের সবার ভালো লাগবে

আমার কোন ভুল হলে আমাকে মাফ করে দিয়েন

আল্লাহতালা আমাদের সৃষ্টি করেছেন তার হেদায়েতের জন্য
আসুন আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি এবং সৎ পথে চলি মানুষের সেবা করি মানুষের উপকার করি

জীবনে সৎ পথে চলুন মানুষের সেবা করুন এবং
মানব জীবনে এগিয়ে যান

আজকের পোষ্ট টি পড়ে কেমন লাগলো?

কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কে

যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন।

আজ এ পর্যন্তই ভাল থাকেন সুস্থ থাকেন জীবনে এগিয়ে যান

আল্লাহ হাফেজ

Related Posts

9 Comments

মন্তব্য করুন