ইন্টারনেট এক আলাদিন প্রদিপ এর নাম

বর্তমান যুগ বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ।বিজ্ঞান দিয়েছে বেগ এবং কেড়ে নিয়েছে আবেগ।প্রযুক্তির এক অন্যতম বড় কল্যাণ হল ইন্টারনেট।ইন্টারনেটের অবদান এর কথা বলে শেষ করা যাবেনা। ইন্টারনেট আমাদের জীবনযাএা কে সহজ করে দিয়েছে। করেছে আমাদের কল্যান।আমরা বহু কঠিন কাজ সহজ করে দিয়েছে এই ইন্টারনেট।যদিও তার কিছু অপকারি দিক রয়েছে। তবুও উপকারী দিকই বেশি।                          এখন সকল কথার প্রথমে আসে ইন্টারনেট কি?ইন্টারনেট বা অন্তজাল হল সারা পৃথিবী জুড়ে বিস্তৃত পরস্পরের সাথে সংযুক্ত কতগুলো কম্পিউটার নেটওয়ার্ক এর সমষ্টি যেখানে  আইপি বা ইন্টারনেট প্রটোকল এর মাধ্যমে ডাটা বা তথ্যের আদান প্রদান করা।

১৯৬০ইং সালে মার্কিন  সামরিক বাহিনীর গবেষণা সংস্থা এডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি  বা আরপা পরিক্ষামূলক ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারের মধ্যে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলে।  এ সময় তথ্য আদান প্রদান বৈজ্ঞানিক এবং প্রতিরক্ষা কাজের মধ্যে ছিল। ১৯৬২ সালে এমাইটি এর জন্য গ্লোবাল নেটওয়ার্ক এর প্রস্তাব করা হয়। যার ফলে DARPA গ্লোবাল নেটওয়ার্ক এর জন্য কাজ শুরু করে দেয়। ১৯৬৯ সালে ডারপা গ্লোবাল নেটওয়ার্ক এর আওতায় কিছু বিশ্ববিদ্যালয় এবং গবেষণাগারে পরিক্ষামুলক ভাবে  যোগাযোগ ব্যবস্থা  গড়ে তুলে।ফ্যাকেট সুইচিং এর উপর তৈরি করা এই নেটওয়ার্ক আরপানেট নামে পরিচিত ছিল।এতে প্রাথমিক ভাবে যুক্ত ছিল                      স্টানফোড   ইউনিভার্সিটি                   ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া এট লস এঞ্জেলস                                           ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া এট সান্তা বারবারা                                           ইউনিভার্সিটি  ইফ ইউটাহ  পরে ১৯৮৩ সালে সারা বিশ্বর জন্য  খুলে দেয়া হয়।এভাবে ক্রমে ইন্টারনেটের উন্নতি সাধিত হয় এবং ক্রমেই ইন্টারনেট সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ইন্টারনেটের মাধ্যমে আমরা যেকোনো খবর খুব দ্রুত দেখি।  আমরা ঘরে বসে খাবার অর্ডার করতে পারি।

ইন্টারনেট হল  বিশ্বব্যাপি ছড়িয়ে থাকা একটি নেটওয়ার্ক যা কম্পিউটার কে কিছু ভারচুয়াল কাজ করার অনুমতি দেয়।

 

 

 

Related Posts