ইন্টারনেট cookies আমাদের জন্য কতটা উপকারী

আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমরা সবাই বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির যুগে বসবাস করছি। প্রযুক্তিনির্ভর এই পৃথিবীতে বর্তমানে আমূল পরিবর্তন আনতে সক্ষম হয়েছে আমাদের হাতে থাকা স্মার্টফোন। এই স্মার্ট ফোনের সাহায্যে আমরা বর্তমানে কিনা করে থাকি!

আর সেই স্মার্টফোন মোটেও স্মার্ট নয় যদি তাতে ইন্টারনেট ব্যবহার করা না হয়। আমরা সবাই কমবেশি আমাদের স্মার্ট ফোনে ইন্টারনেট ব্যবহার করে থাকি। কেউ ব্যবহার করে সিম কোম্পানির ডাটা অথবা কেউ ব্যবহার করে ওয়াইফাই। আমরা ইন্টারনেট ব্যবহার করার জন্য যা কিছুই করি না কেন সবচেয়ে মূল্যবান অ্যাপ যার মাধ্যমে ইন্টারনেট সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তা হল আমাদের ফোনে থাকা ইন্টারনেট ব্রাউজারটি।

ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে সার্ফ করে থাকি। আমরা যে সকল ওয়েবসাইট সার্ফ করি তাদের সবগুলো একই রকম হয় না। প্রত্যেকের সাথে প্রত্যেকের কমবেশি পার্থক্য বা অমিল রয়েছে। কিন্তু এইসব ওয়েবসাইটের মধ্যে অনেক ওয়েবসাইট আমাদেরকে একটি নির্দিষ্ট জিনিস এলাও না করা পর্যন্ত তাদের ওয়েবসাইটে প্রবেশ করতে দেয় না। আর সেই জিনিসটি হল cookies।

হ্যাঁ, এটি কোন খাবার জিনিস না। এর সম্পর্কে আমাদের ধারণা খুবই অল্প। কি এর কাজ, এর মাধ্যমে আমাদের উপকার অথবা ক্ষতি হয় কিনা তাতে আমাদের বিন্দুমাত্র মাথাব্যথা নেই। আবার অনেকেই আছে ব্রাউজার থেকে এগুলোকে বিদায় করতে পারলে বাঁচে। তারা মনে করে তারা তাদের ব্রাউজারটিকে না জানি খুব বড় কোন অপকার হওয়া থেকে রক্ষা করতে পেরেছে।

আসুন আজকে আমরা এই অদ্ভুত বিষয়টি সম্পর্কে জেনে নেই:

cookies কে আপনি http cookies, ব্রাউজার cookies অথবা ইন্টারনেট cookies ই ভাবেন না কেন এটি হলো ওয়েব সার্ভার দ্বারা তৈরিকৃত ডাটার ছোট ছোট ব্লক যা একটি ওয়েবসাইট প্রোভাইড করে থাকে। একজন ইন্টারনেট ব্যবহারকারী যখন কোন ওয়েবসাইটে প্রবেশ করে তখন তার কাছে পারমিশন চাওয়া হয় যে সে যেন ওয়েবসাইট সার্ফ করার পূর্বে এই cookies এলাও করে নেয়। এটি এলাও করার মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারী তার মোবাইলের অথবা কম্পিউটারের ব্রাউজারটিতে cookies এর জায়গা করে দেয়। এখানে একটি অথবা একাধিক cookie জায়গা করে নিতে পারে।

ঐ cookies ওয়েব পেজে থাকা দরকারি ফাংশন গুলোকে ইন্টারনেট ব্যবহারকারীর সামনে তুলে ধরতে সাহায্য করে। এর মাধ্যমে ওয়েবসাইটটি তার ব্যবহারকারীদের পছন্দ-অপছন্দ, তাদের আগ্রহ কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে সক্ষম হয় এবং পরবর্তীতে ঐ গ্রাহককে তার পছন্দ অনুযায়ী বা দরকার অনুযায়ী ফাংশন প্রবাহিত করতে সক্ষম হয়। এমন কি কোন ওয়েবসাইটে লগইন করার ক্ষেত্রে যে সকল তথ্য প্রদান করা হয় cookie সেই সকল তথ্য মনে রেখে পরবর্তীতে লগইন করার সময় সহায়তা প্রদান করে।

যেহেতু cookies আপনার অনলাইন সার্ফিংয়ের ওপর নজরদারি করে তাই এর মাধ্যমে আপনার তথ্য চুরি করা সম্ভব।
এর যেমন ভাল দিক রয়েছে তেমন কিছু অপকারও রয়েছে। তাই এটিকে আপনার ব্রাউজারে এলাও করার সময় প্রথমে চিন্তা করবেন যে ওয়েবসাইটে আপনি প্রবেশ করছেন সেখানে এটি এলাও করার মাধ্যমে আপনার তথ্য চুরি হওয়ার সম্ভাবনা আছে কিনা। যদি থাকে তবে সেই অনুযায়ী আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন।
আশা করি পোস্টটি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ।

Related Posts

43 Comments

মন্তব্য করুন