ইসলামিক ক্যাপশন বাংলা, ১৫ টি ইসলামিক স্ট্যাটাস

ইসলামিক ক্যাপশন বাংলা, ১৫ টি ইসলামিক স্ট্যাটাস – ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম আমাদের বাঁচতে শেখায়। ভালো থাকতে শেখায়। নেকি অর্জনের পথ চেনায়। কেবল দুনিয়াতে নয়, আখিরাতেও উত্তম জীবন লাভের কথা ইসলামে বলা আছে।

অনেকেই আছেন ফেসবুক কিংবা সামাজিক যোগাযগ মাধ্যমে ইসলামিক পোস্ট দেখেন। ইসলামিক স্ট্যাটাস দেন। ক্যাপশন ব্যবহার করেন। খুবই ভালো কথা। কিন্তু ভালো মানের ক্যাপশন তো খুঁজে পেতে হবে। আজকের এই পোস্টে আমরা আলোচনা করবো ১৫ টি ইসলামিক স্ট্যাটাস অথবা ক্যাপশন। বাংলায় ইসলামিক স্ট্যাটাস চাইলে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে হবে।

ইসলামিক ক্যাপশন বাংলা, ১৫ টি ইসলামিক স্ট্যাটাস

| “মোনাজাতে ঝড়ে পড়া চোখের পানি কখনো বিফলে যায়না।”—হযরত মুহাম্মদ (সঃ)

মহানবী (সঃ) সবসময় আমাদের আল্লাহর দরবারে দোয়া করতে বলেছেন। বান্দার অশ্রু আল্লাহ কখনো বিফলে যেতে দেন না। কারণ তিনি মহান।

বুকের মাঝে অনেক কষ্ট জমে আছে? আল্লাহর দরবারে দুহাত তুলে মোনাজাত করুন। আপনার কষ্টের কথা কেউ না শুনলেও আল্লাহ ঠিকই শুনবেন। তিনি সর্বশ্রোতা আর মহান।

| “প্রত্যেক বিশ্বাস ঘাতকের জন্য কেয়ামতের দিন একটা করে পতাকা থাকবে, যার দ্বারা বিশ্বাসঘাতক চেনা যাবে।”—আল কোরআন।

এই দুনিয়া আর পার্থিব আইন থেকে বাঁচলেও পরকালে কি করবেন? কেয়ামতের দিন সকল সত্য উন্মোচিত হবেই। তাই পরেরবার থেকে কাউকে ধোঁকা দেয়া বা বিশ্বাসঘাতকতা করার আগে একটু ভাববেন।

|”তুমি তোমার মা’কে খুশি রাখো। আল্লাহ তোমাকে খুশি রাখবেন।”—হযরত মুহাম্মদ (সঃ)

| “মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।” – মহানবী হযরত মুহাম্মদ (সঃ)

ইসলামে মা তথা পুরো নারী জাতিকে মর্যাদা দেয়া হয়েছে। মাকে খুশি রাখা আর তার সেবাযত্ন করতে বলা হয়েছে। এতে আল্লাহ খুশি হোন।

| “পানি বসে খাওয়া সুন্নত ।”—হযরত মুহাম্মদ (সা:)

আমরা কাজের মধ্যে থাকলে তাড়াহুড়োয় অনেক সময় দাঁড়িয়ে পানি পান করি। এটি উচিত নয়। যত কাজই থাকুক, খাওয়া একটি ইবাদত। আল্লাহর নিয়ামত। তাই বসে সুষ্ঠুভাবে পানি পান করতে হবে।

| “ভয় পেও না আমি তোমাদের সাথেই আছি, আমি সব শুনি এবং দেখি।”— আল-কুরআন।

এখানে আল্লাহর কথা বলা হয়েছে। তিনি সবকিছু দেখেন, শোনেন এবং জানেন। তাঁর কাছে কিছুই গোপন থাকে না। তাই সর্বশক্তিমান আল্লাহর উপর ভরসা রাখুন। উনার নির্দেশ মেনে চলুন। সৎপথে থাকুন।

| “সর্বোত্তম জিকির হলো । লা ইলাহা ইল্লাল্লাহ”— সহিহ বুখারী [৩৩৮৩]

অবসর বা বৃথা বসে না থেকে আল্লাহর জিকির করুন। এটিও একটি ইবাদত। জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করলে তিনি খুশি হোন আর বরকত দেন। মনে রাখবেন-

| “অলস মষ্তিস্ক শয়তানের আস্তানা।”- আল হাদিস

বেকার বসে থাকলেই যত বাজে চিন্তা মাথায় ভর করে। তাই বেশি বেশি আল্লাহকে স্মরণ করুন।

| “মিথ্যা হতে দূরে থাক কেননা মিথ্যা চেহারাকে কালো করে দেয়।”— হযরত মুহাম্মদ (সা:)

মিথ্যা বলা পাপ। মিথ্যেবাদীকে কেউই প্রকৃত অর্থে পছন্দ করে না।

১০| “আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করো। দেখবে খারাপ সময়গুলো ও আল্লাহর। পক্ষ হতে রহমত মনে হবে।”

বদল যদি করতে হয় নিজেকে তাহলে আল্লাহর জন্যে করো। দ্বীনের পথে ফিরে আসো। ইসলামের আলোয় আলোকিত হও।

১১| “যখন বান্দার জ্বর হয়, তখন গুনাহ গুলো ঝড়ে পড়তে থাকে।”— হযরত মুহাম্মদ(সাঃ)

১২| “তোমারা শুক্রবারকে ভয় করো। কারণ কোনো এক শুক্রবারে কিয়ামত হবে।”—হযরত মুহাম্মদ(সাঃ)

১৩| শেষ বিচারের দিন। আমাদের জন্য একমাত্র সুপারিশকারি হলেন হযরত মোহাম্মদ (সাঃ)।

১৪| “যার চরিত্র নিয়ে মহান আল্লাহ তালা প্রসংশা করে ছিলেন। তিনি হলেন হযরত মুহাম্মদ(সা:)”

১৫| “ভরসা আর বিশ্বাস রাখো। নিশ্চয়ই আল্লাহ মহান এবং দয়ালু।”- আল কোরআন

কিছু ফেসবুক ভাইরাল ইসলামিক স্ট্যাটাস /  ক্যাপশন:

ফেসবুকে ভাইরাল হয়েছে এমন কিছু স্ট্যাটাস নিচে উল্লেখ করা হলো যেগুলো প্রচুর শেয়ার করা হয়েছে।

|“দেহের রোগের ঔষধ ফার্মেসিতে থাকলেও। মনের রোগের ঔষধ আল কোরআনে আছে।”

হৃদয় ভাঙ্গা নিয়ে বিভিন্ন স্ট্যাটাসের প্রেক্ষিতে এই পোস্টটি ভীষণ ভাইরাল হয়েছিলো।

|“সুখী সেই তো যে পাঁচ ওয়াক্ত। নামাজে পরো আর কোরআন তেলোয়াত করে।”

সুখী জীবন লাভের সঠিক আর শ্রেষ্ঠ উপায় বাতলে দেয়া হয়েছে এই ক্যাপশনে।

| “ফজরের নামাজ বিহীন।একটি সকাল কখনোই শুভ হতে পারে না।”

অনেকেই শুভ সকাল লিখে ফেসবুকে স্ট্যাটাস দেয়। অথচ ভোরে উঠে নামায পড়তে তাদের অনীহা। মূলত তাদের উদ্দেশ্য করে লেখা পোস্টটি ভাইরাল হয়েছে।

| আপনি যতোই সরল পথে চলুন, তারপরও কিছু মানুষ আপনি এমন পাবেন, যারা আপনার বাঁকা ছায়া নিয়েও সমালোচনা করবে।— শায়খ আহমাদ মূসা জিবরিল (হাফিযাহুল্লাহ)

এই স্ট্যাটাসটি জীবনের সাথে মিলে যায় আর প্রচুর পছন্দ করেছিলো মানুষ ক্যাপশনটি।

| শুক্রবার মানেই গুনাহ মাপের আরো একটি সুযোগ! জুম্মা মোবারক।

| ইসলাম একমাত্র ধর্ম। যেখানে হাসলে সওয়াব, কাঁদলে গুনাহ্ মাফ।—সুবহানআল্লাহ

| ১৮০ কোটি মানুষের কলিজার টুকরা আমাদের প্রিয় নবী । হযরত মুহাম্মদ (সাঃ)

কিছু ইসলামিক স্ট্যাটাস  

সুবহানাল্লাহ – আল্লাহ পবিত্র

আল হামদুলিল্লাহ – সমস্ত প্রশংসা আল্লাহর

লা – ইলাহা ইল্লাল্লাহ – আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই।

আল্লাহু আকবর – আল্লাহ মহান।

পৌঁছে দাও কালেমার দাওয়াত।

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সঃ)

কয়েকটি বাংলা ভাইরাল ইসলামিক স্ট্যাটাস

“ঘুমানোর আগে আল্লাহ’র কাছে মাফ চেয়ে নিবেন।”

“হতেও তো পারে আজ আপনার শেষ রাত।”

” জান্নাত লাভ করার দোয়া- আল্লাহুমা ইন্নী আসআলুকা রিদ্ধা কাওয়াল জান্নাত।”

“চোখের পানি তাহাজ্জুত নামাজের মুনাজাতে ফেলো।

দেখবে পুরো জীবনটাই বদলে যাবে ইনশাল্লাহ।”

“পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটিও এতিম হয়ে জিবন কাটিয়েছেন।— হযরত মোহাম্মদ (সঃ)”

“বান্দা যতবার বলে আল্লাহুম্মাগফিরুল্লাহ,

মহান আল্লাহ ততবার বলেন মাফ করে দিলাম।”

“আমরা প্রতিদিন ৮৬৪০০ সেকেন্ড সময় শ্বাস নেই। এর জন্য আল্লাহর কাছে হাজারো শুকরিয়া।”

“দোয়া ব্যাতিত কোন কিছুই ভাগ্য কে পরিবর্তন করতে পারে না।”

“নিয়মিত নামাজ মানুষের রিজিক বৃদ্ধি করে। আলহামদুলিল্লাহ”

“একজন মুমিন-ই জানে। মুসলিম হয়ে জন্ম নেওয়াটা কত ভাগ্যের!”

“জান্নাতের প্রথম দরজা খুলবেন।—হযরত মুহাম্মাদ (সাঃ)”

ইসলামিক ফেসবুক স্ট্যাটাস ২০২১

“আল্লাহ চাইলে আমাকে আরো খারাপ রাখতে পারতো। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।”

“নামায পড়তেই থাকুন। হতাশ হবেন নাহ। বিশ্বাস রাখুন আল্লাহ সব কষ্ট দূর করবেন।”

“ডান চোখ হতে বাম চোখের যতটা দূরত্ব, মৃত্যু তার চেয়ে নিকটে।”— হযরত মুহাম্মাদ সাঃ।

“Successful তো সেই দিন হবো। যেদিন পুলসিরাত পাড় করে জান্নাতে যাবো।”

“চার্জ ছাড়া যেমন মোবাইল বন্ধ

ঠিক তেমনি নামাজ ছাড়া জান্নাতের দরজা বন্ধ।”

“নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না।

কারণ আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না।”

“পৃথিবীতে সব সম্পর্কের শেষ আছে । কিন্তু বান্দার সাথে আল্লাহর সম্পর্ক শেষ নাই।”

“প্রতি মিনিটে কত মানুষ মারা যায়, কিন্তু শুকরিয়া যে আল্লাহ্ আমাকে আপনাকে সুস্থ রেখেছেন। বলেন আলহামদুলিল্লাহ্।”

উপসংহার:

এই ছিলো কিছু প্রচলিত আর ভাইরাল হওয়া ফেসবুক স্ট্যাটাস অথবা ক্যাপশন। আপনি চাইলে আপনার পরের পোস্টে এর মধ্যে যে কোনো একটা ক্যাপশন ব্যবহার করতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

Related Posts

8 Comments

মন্তব্য করুন