উত্তরসহ দারুণ মজার কিছু প্রশ্ন

এবার নিয়ে এলাম দারুণ মজার কিছু প্রশ্ন। আশা করি সবার ভালো লাগবে।

১•
এমন একটি বাংলা শব্দ যা তিন অক্ষরের, তবু দুই অক্ষরে লেখা যায়।মাঝেমাঝে চার অক্ষরে লেখা যায়।

২•
সপ্তাহের কোন চারটি দিন একই অক্ষর দিয়ে শুরু হয়?

৩•
পাঁচ অক্ষরের সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ কোনটি?

৪•
আমরা জানি সাধারণত দুইটি দলের অংশগ্রহণে একটি খেলা হয়।কোন খেলায় একই সময়ে অনেক দল অংশগ্রহণ করে?

৫•
কোন খেলায় যারা পিছে যায় তারা জয় লাভ করে? (উল্টো দৌড় না)

৬•
এমন দুইটি ফুলের নাম বলো যে ফুলগুলির নামের মধ্যে একই অক্ষর বিরাজমান।

৭•
কখন কোন সুস্থ মস্তিস্কের লোক জাগরণে ফোনে একা একা কারো সাথে কথা বলে? মানে ওপাশে কেউ নাই। এমন কি সংযোগ ও নাই।

৮•
কে শিরশ্ছেদের পর আবার শির ফিরে পায়?

৯•
তার নামটাই অমুকের জিনিস। (কার এবং জিনিসটার নাম বললে ধাঁধার উত্তর হয়ে যাবে।)কিন্তু জিনিসটা অমুকের না এবং জিনিসটার সাথে অমুকের কোন সম্পর্কও নাই।সেই অমুকের জিনিসের নামটা কি?

  1. ১০•
    আসলাম সাহেব বিরাট বড়োলোক মানুষ। অঢেল টাকার মালিক। একদিন তিনি তার নিজের ঘরে শুয়ে আছেন। হঠাৎ এক ঝড় এসে উড়িয়ে নিয়ে গেল তার ঘর। কিভাবে সম্ভব?

১১•
এমন একটি বৃক্ষের নাম বলতে হবে যাকে মুঠিতে রাখা যায়।

১২•
পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যে রূপান্তরিত হয়ে অন্য একটি প্রাণীতে পরিণত হয়। বলতে হবে প্রাণী দুইটির নাম কি?

১৩•
গাছে থাকলে এক নাম,
গাছ থেকে পাড়লেও ঐ নাম,
খোসা ছাড়ালে আরেক নাম,
রান্না করলে আরেক নাম।
নাম কি তার?

১৪•
কোন জিনিস অন্যকে দিলেও রাখতে হয় নিজেরই?

১৫•
W,X,Y,Z চার বান্ধবী জন্মদিনের পার্টিতে তাদের চার ছেলে A B C D কে নিয়ে এসেছে। চার ছেলের বয়স ১, ২, ৩ ও ৪। কোন ছেলের মা কে এবং তাদের বয়স কত যদি :
X- এর ছেলের জন্মদিনের পার্টি
B-সবথেকে বয়েসে বড় নয়
Y-এর ছেলে A-হয়েছে বছর খানেক আগে
Z-এর ছেলে পরের জন্মদিনে ৩ বছর হবে।
C-থেকে D- বয়সে বড়।
W-এর ছেলে সবথেকে বড়।
Z-এর ছেলের থেকে C- বয়সে বড়।

<b>উত্তর</b>

১• “এমন” একটি বাংলা শব্দ যা (এ ম ন) তিন অক্ষরের, “তবু ” (ত আর ব ) দুই অক্ষরে লেখা যায়।”মাঝেমাঝে” (ম ঝ ম ঝ )চার অক্ষরে লেখা যায়। এটা আসলে প্রশ্ন না। বলা হচ্ছে।

২• Tuesday, Thursday, today, tomorrow

৩• smile. কারণ এতে মাইল আছে।

৪• নৌকাবাইচ

৫• দড়িটানা

৬• শাপলা, পলাশ

৭• অভিনয়ে

৮• ব্যাঙের ছাতা

৯• বালিশ। শির মানে মাথা থেকে আলাদা হয় আবার ফিরে পায়।

১০• তিনি বেড়াতে গিয়ে তার তাবুর ঘরে শুয়েছিলেন।

১১• পাম ট্রি

১২• শুঁয়োপোকা থেকে প্রজাপতি

১৩• ধান, চাল, ভাত

১৪• কথা

১৫• Y_A_1; Z_B_2; X_C_3; W_D_4.

Related Posts

36 Comments

মন্তব্য করুন