এইচটিএমএল,শিখি পার্ট-৫

আজকের পাঠে আমরা এইচটিএমএল এর হেডিং এর সম্পর্কে জানবো।এইচটিএমএল হেডিং আউটলাইন সরবরাহ করে অর্থাৎ লেখাকে বিভিন্ন সেকশনে ভাগ করে। হেডিং এলেমেন্ট হচ্ছে কন্টেইনার এইচটিএমএল ডকুমেন্ট অবশ্যই এর শুরু এবং শেষ থাকতে হবে ।হেডিং গুলো h1  থেকে h6 দ্বারা নির্দিষ্ট করে দেওয়া হয়।h1 ব্যবহার করলে সবচেয়ে বড় হেডিং প্রদর্শিত হয় আর h6 ব্যবহার করলে সবচেয়ে ছোট হেডিং প্রদর্শিত হয়।h1 থেকে h6এর মধ্যে থাকা ট্যাগ গুলো ব্যবহার করে হেডিং কে ক্রমান্বয়ে বড় থেকে ছোট আকারে প্রদর্শন করানো যায়। আগের প্রোগ্রামিং এর ব্যবহার দেখি

 

<html>
<head>

<title> my </title>

</head>
<body>
<h1> learn html </h1> [এখানে h1 সবচেয়ে বড়]
<h2> learn html </h2> [এখানে h1 থেকেh2 ছোট]
<h3> learn html </h3> [এখানেh2  থেকে h3ছোট]
<h4> learn html </h4>[এখানেh3  থেকে h4ছোট]
<h5> learn html </h5>[এখানে h4 থেকে h5ছোট]

<h6> learn html </h6>[এখানেh6 সবথেকে ছোট]

</body>
</html>

এখন ফাইলটি সেভ করি ইন্টারনেট এক্সপ্লোরারে রান করলে উপরের চিত্রের মত আউটপুট পাব।

সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন।

Related Posts