এই কাজগুলো না করলে প্রিয় মানুষ কখনো ছেরে চলে যাবে না।

আশা করি সবাই ভালো আছেন।আমাদের প্রায় অনেকের জীবনেই প্রিয় মানুষ থাকতে পারে।আবার কাওর সাথে ভালোবাসাও থাকতে পারে।কিন্তু আমাদের মধ্যে এমন কিছু গুন আছে বা এমন কিছু কথা ফেলি যা আমাদের প্রিয় মানুষটার সাথে সম্পর্ক   বিচ্ছিন্ন করে দে।কিন্তু আজকে আমি এমন কিছু কাজ বলবো যেইগুলা প্রিয় মানুষটার সাথে কখনোই করবেন না বা বলবেন না তাহলে আপনার প্রিয় মানুষটি কখনোই আপনাকে ছেরে চলে যাবে না।আপনাদের মধ্যে সম্পর্ক আরও বেশি মধুর হবে।তাই চলুন সেই কথাগুলো জেনে নেই যেইগুলো প্রিয় মানুষটাকে বলা যাবে নাঃ

১.তাকে কখনোই সন্দেহ করবেন না।বেশিরভাগ রিলেশেন তো এর কারনেই ভেংগে যায়।আমরা না জেনে না বুঝে কোনো একটা জিনিস নিয়ে তাদেরকে সন্দেহ করি।এবং এই সন্দেহ আমাদের মধ্যে তার প্রতি ঘৃনা জন্মায়।আর এই ঘৃনা থেকেই একজন আরেকজন কে ছেরে চলে যায়।

২.তাকে অপমান করবেন না।অনেক মানুষ আছে যারা তাদের প্রিয় মানুষকে অন্যর সাথে তুলনা করে।তাদেরকে বলে তুমি এটা পারো না ঐটা পারো না।এবং নিজের বন্ধুদের সাথে তার পরিচয় করিয়ে দে না।এতে সেই মানুষটা মনে করে হয়তো আপনার জীবনে তার জন্য কোনো ভালোবাসা নেই।এতেই সে দূরে চলে যায়।

৩.তাকে রাগাবেন না।যখন আপনার প্রিয় মানুষটি রেগে রয়েছে তখন তার রাগ ভাংগানোর চেষ্টা করবেন।তাকে হাসানোর চেষ্টা করবেন।সে আপনার উপর রাগ করে রয়েছে যাতে আপনি তার রাগ ভাংগান।অন্যদিকে আমরা তার রাগকে মূল্য না দিয়ে অল্টো রাগ করে থাকি।এতে সম্পর্ক আর টেকে না।

৪.একসাথে অনেক কথা বললে ভুল বুজাবুজি হবে বা একটু ঝগড়াও হতে পারে।কিন্তু সেই সময় উচিত একজনকে চুপ করে থাকা,বা ক্ষমা চেয়ে নেওয়া।কিন্তু নিজের ইগোর জন্য যদি আপনিও সমানভাবে ঝগড়া করেন তাহলে ইগোটা বাচবে ঠিকই কিন্তু সম্পর্কটা আর টেকবে না।

পরিশেষে এইসব করার পরও যদি আপনার প্রিয় মানুষটি আপনার ভুল,দোষ খুঁজে,শুধু শুধু ঝগড়া করে।তাহলে তার প্রয়োজন শেষ,সে আপনার জীবন থেকে চলে যেতে চাচ্ছে।আপনিও তার জন্য কষ্ট না পেয়ে নিজের কাজে মন দিন।মনে রাখবেন,

ভুল মানুষটাকে যেতে হয়,সঠিক মানুষটাকে আসার জন্য।

 

Related Posts

4 Comments

মন্তব্য করুন