একসাথে এক মোবাইলে যত ইচ্ছা ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ব্যবহার করুন

আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভাল আছেন.
কেমন হয় যদি এক মোবাইলে দুইটা মেসেঞ্জার দুইটা ফেসবুক দুইটা হোয়াটসঅ্যাপ দুইটা ইমু এমনকি আপনার মোবাইলের যেকোনো অ্যাপস দুইটা অথবা আপনার যতগুলো ইচ্ছা ততগুলো করে নিতে পারবেন এমন যদি হয় তাহলে কেমন হবে. ভাবছেন অসম্ভব একটি কাজ, আসলে এটা আপনার ভুল ধারণা একদমই অসম্ভব নয় আজকে আপনাদের সামনে এমন একটি অ্যাপস নিয়ে এসেছি যার মাধ্যমে আপনারা মোবাইলের যে কোন অ্যাপস ডাবল করে নিতে পারবেন আপনি চাইলে চারটা পাঁচটা করে নিতে পারবেন. আপনি একই সাথে চারপাশটা ইমু হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার আইডি ব্যবহার করতে পারবেন. তাহলে আর কথা বাড়াবো না আপনারা চলে যাবেন প্লে স্টোরে সেখান থেকে সার্চ করবেন App clone অ্যাপটা আমি স্ক্রিনশট দিয়ে দিব. অনেকগুলো অ্যাপস আসবে সার্চ দেওয়ার পরে সেখান থেকে স্ক্রিনশট দেওয়া অ্যাপসটা ডাউনলোড করে নেবেন. ডাউনলোড করার পরে অ্যাপস টা ওপেন করবেন তারপর কিছু পারমিশন চাইবে সেগুলো দিয়ে দিবেন. তারপর দেখবেন অ্যাড অ্যাপস নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার মোবাইলে সমস্ত অ্যাপস গুলো শো করবে এখন আপনি যে অ্যাপসটা ডবল করতে চান সেটা সিলেক্ট করবেন তারপর ডান বাটনে ক্লিক করবেন অথবা ব্যাক বাটন এ ক্লিক করবে. আপনি যতবার ইচ্ছা ততবার অ্যাড অ্যাপস দিয়ে আপনার ইচ্ছামত মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ ক্লোন করে নিতে পারবেন এবং সেগুলোতে আপনার আইডি লগইন করে একসাথে ব্যবহার করতে পারবে. আমি নিচে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য.

<

Related Posts

3 Comments

  1. ব্রডব্যান্ড রাউটারে পিং এবং স্পিড সমস্যার সমাধান। https://grathor.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82/

মন্তব্য করুন