একাদিন ফাকারাত নিভেছে আলো – লিরিক্স

আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছি। আজকের বিষয়ঃ একাদিন ফাকারাত নিভেছে আলো – এটা কার গান? গানের অর্থ, লিরিক্স সহ । তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।

এটা কার গান? গায়ক?

”একা দিন” গানটি ফিদা ছবির মিনার রহমানের গাওয়া একটি গান। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি ফিদাতে “একা দিন ফাঁকা রাত নিভেছে আলো” গানটি গাওয়া হয়। ছবিটি পরিচালনা করেন পথিকৃৎ বসু। ১৪৮ মিনিটের এই ছবিটিতে তিন মিনিট ৪৭ সেকেন্ড ”একা দিন” গানটি গাওয়া হয়। গানটি প্রকাশিত হয় ২০১৮ সালের ১৪ ই জুন। তিন মিনিট সাতচল্লিশ সেকেন্ডের এই গানটি প্রকাশিত হওয়ার পর বিপুল জনপ্রিয়তা লাভ করে।

ফিদা ছবিতে আরও কয়েকটি গান গাওয়া হয়, সেগুলো হলো- ”তোমাকে”, ”হয়ে যেতে পারি”, ”ঠিকি ঠিকি”। ”হয়ে যেতে পার“ গানটি বিখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং-এর গাওয়া।”

মুভি- ফিদা
মিউজিক- অরিন্দম চ্যাটার্জী
গায়ক- মিনার রহমান
গীতিকার- প্রসেন
সুরকার- অরিন্দম চট্টোপাধ্যায়
পরিচালক পথিকৃৎ বসু ”

একাদিন ফাকারাত নিভেছে আলো – লিরিক্স

একা দিন ফাঁকা রাত
নিভেছে আলো
তুই নেই কেউ নেই
লাগছে না ভালো

একা দিন ফাকা রাত
নিভেছে আলো
তুই নেই কেউ নেই
লাগছে না ভালো

<

তোর নাম না জানা অভিমানে
কত দূরে ভাসা যায়
আমি চাইছি তবু পারছি না তো
থামাতে আমায়

একা দিন ফাঁকা রাত
নিভেছে আলো
তুই নেই কেউ নেই
লাগছে না ভালো

যতবার আমি তোর ভাষাতে
বলছি কথা
ততবার তুই ভাবলি
বুঝি তা আলাদা

যতবার আমি তোর ভাষাতে
বলছি কথা
ততবার তুই ভাবলি
বুঝি তা আলাদা

একা দিন ফাঁকা রাত
নিভেছে আলো
তুই নেই কেউ নেই
লাগছে না ভালো

জানিনা
তোর ঘুম আসে কি
রাত্রি হলে আমিও
সেই প্রশ্ন হয়ে থাকছি জ্বলে
ও ও..

তোর নাম না জানা অভিমানে
কত দূরে ভাসা যায়
আমি চাইছি তবু পারছি না তো
থামাতে আমায়

একা দিন ফাঁকা রাত
নিভেছে আলো
তুই নেই কেউ নেই
লাগছে না ভালো।

মিনার রহমানের কন্ঠে গানটি প্রকাশিত হওয়ার পর এটি বেশ প্রশংসা কুড়িয়েছে। মিনার রহমান বর্তমান সময়ে বাংলাদেশের সংগীত জগতের খুবই পরিচিত একটি নাম। তিনি অনেক গান গেয়েছেন এবং গান গেয়ে বাঙালির মনে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি একাধারে সংগীত শিল্পী, গীতিকার, সুরকার এবং কার্টুনিস্ট। তিনি পপ এবং আধুনিক গান গেয়ে সুনাম অর্জন করেছেন।

ছোটবেলা থেকে মিনার রহমানের ছিল গানের প্রতি তীব্র আকর্ষণ এবং নেশা। পরিবারের মানুষদের দেখে তিনি গানের প্রতি আরো আগ্রহী হয়ে ওঠেন। তিনি একক এবং মিশ্রভাবে অনেকগুলো গানের অ্যালবাম প্রকাশ করেছেন। তার একক অ্যালবামের মধ্যে রয়েছে ডানপিটে, আড়ি, আহারে, বাড়াবাড়ি ইত্যাদি। এছাড়াও তিনি আইয়ুব বাচ্চুর “হাসতে দেখো” গানটি কভার করেছেন। দেশের সংগীত জগতে তিনি আলো ছড়িয়েছেন।

পোস্টটি কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন, যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যয় শেয়ার করবেন, পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এমন সব দারুন দারুন পোস্ট পেতে Grathor এর সাথেই থাকুন এবং গ্রাথোর ফেসবুক পেইজ ও ফেসবুক গ্রুপ এ যুক্ত থাকুন, আল্লাহ হাফেজ।

Related Posts

16 Comments

মন্তব্য করুন