এক ক্লিকেই যেভাবে ইউটিউব এর ভিডিও ডাউনলোড করবেন।

আসলামুআলাইকুম!! আশা করি আপনারা আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভালো আছেন! আমিও অনেক ভালো আছি। এটা আমার প্রথম পোস্ট তাই যদি কোথাও ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে আমার ভুল কমেন্ট করে জানিয়ে দিবেন।। তো আমি আজকে আপনাদের জানাব কিভাবে ইউটিউবের ভিডিও ডাউনলোড করা যায়। বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

প্রথমে এই লিংকে ক্লিক করুুুুন তারপর Dounload অপশনে ক্লিক করুুন: নিচের স্কিনশট গুলো ফলো করুন:


এবার অ্যাপসটি ডাউনলোড নিতে শুরু করবে

ডাউনলোড হয়ে গেলে এবার অ্যাপসটি ইন্সটল করুন:

ইনস্টল হলে অ্যাপস টি ওপেন করুন:

তারপর তাদের  নীতিমালা আপনার হোমপেজে আসবে এগুলো ভালো করে পড়ে নিবেন এবং Agree তে ক্লিক করবেন:

তারপরে অ্যাপসটি আপনার storage permission চাইবে সেটি allow করে দিবেন এবং তারপর স্টোরেজ পারমিশন দিবেন:

এবার অ্যাপস এর কাজ শেষ।

যেভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবেন:

প্রথমে যে ভিডিও ডাউনলোড করবেন সেটা ওপেন করুন:

তারপর “Share” বাটনে ক্লিক করুন এএবার সেখান থেকে Snaptube সিলেক্ট করুন:

এবার আপনার সামনে ডাউনলোড অপশন চলে আসবে . এবার আপনার যেমন ইচ্ছা তেমন করে ডাউনলোড করতে পারেন আপনি চাইলে অডিও আকারেও ডাউনলোড করতে পারবেন।

এবার দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে।

তো আশা করছি বুঝতে পেরেছন।

কোথাই ও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

ইমেইল এবং ফেসবুক লগইন এ অ্যাপস্টার কতটুকু নিরাপদ:

স্নাপটিউব অ্যাপ ডেভেলপারদের কথা অনুযায়ী অ্যাপসটি

100 পারসেন নিরাপদ। তো আপনারা সেখানেই ই-মেইল অথবা ফেসবুক লগইন করবেন কিনা সেটা একান্তই আপনাদের ব্যাপার।

তোমাকে আজকে পর্যন্ত যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আর যদি পোস্টটি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন।।

খোদা হাফেজ।।

Related Posts