এক নজরে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের বিজয়ী তালিকা (১৯৭৫-২০১৯)

ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপের সুচনা ঘটেছিল ১৯৭৫ সালে লন্ডনে। এর পর থেকে বিভিন্ন জায়গায় এই খেলা অনুষ্ঠিত হয়। ২০১৯ সাল পর্যন্ত এই খেলা হয়েছে। আবার হবে ২০২৩ সালে। ২০১৯ সাল পর্যন্ত এই খেলার বিজয়ী তালিকা এখানে বর্ণিত হলো।

  • ১৯৭৫ সালে ওয়েস্ট ইন্ডিজ ১৭ রানে বিজয়ী হয়েছিল। রানার আপ হয়েছিল অস্ট্রেলিয়া। স্বাগতিক দেশ ছিল ইংল্যান্ড। ১৯৭৫ থেকে ১৯৮৩ পর্যন্ত খেলা হতো ৬০ ওভারে। তারপর থেকে এখন পর্যন্ত এই ওয়ানডে  হয় ৫০ ওভারে।
  • ১৯৭৫ সালের ফাইনাল স্কোরঃ ওয়েস্ট ইন্ডিজ= ২৯১/৮ (৬০ ওভার)                                                                                                      অস্ট্রেলিয়া= ২৭৪ (৫৮.৪ ওভার)
  • ১৯৭৯ সালের বিজয়ীও ছিল ওয়েস্ট ইন্ডিজ। রানার আপ ছিল ইংল্যান্ড। স্বাগতিক দেশও ছিল ইংল্যান্ড। এবারও খেলা হয়েছিল ৬০ ওভারে।
  • ১৯৭৯ সালের ফাইনাল স্কোরঃ ওয়েস্ট ইন্ডিজ= ২৮৬/৯ (৬০ ওভার)                                                                                                               ইংল্যান্ড= ১৯৪ (৫১ ওভার)
  • ১৯৮৩ সালের বিজয়ী ছিল ভারত। রানার আপ ছিল ওয়েস্ট ইন্ডিজ। এবারও স্বাগতিক দেশ ছিল ইংল্যান্ড। এবং এইবারও খেলা হয়েছিল ৬০ ওভারে।
  • ১৯৮৩ সালের ফাইনাল স্কোরঃ ভারত= ১৮৩ (৫৪.৪ ওভার)                                                                                                     ওয়েস্ট ইন্ডিজ= ১৪০ (৫২ ওভার)
  • ১৯৮৭ সালের বিজয়ী ছিল অস্ট্রেলিয়া। রানার আপ ছিল ইংল্যান্ড। এবারের স্বাগতিক দেশ ছিল ভারত ও পাকিস্তান। এবারের খেলা হয়েছিল ৫০ ওভারে।
  • ১৯৮৭ সালের ফাইনাল স্কোরঃ  অস্ট্রেলিয়া= ২৫৩/৫ (৫০ ওভার)                                                                                                        ইংল্যান্ড= ২৪৬/৮ (৫০ ওভার)
  • ১৯৯২ সালের বিজয়ী ছিল পাকিস্তান। রানার আপ ছিল ইংল্যান্ড। এবারের স্বাগতিক দেশ ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এবার খেলা হয়েছিল ৫০ ওভারে।
  • ১৯৯২ সালের ফাইনাল স্কোরঃ পাকিস্তান= ২৪৯/৬ (৫০ ওভার)                                                                                                           ইংল্যান্ড= ২২৭ (৪৯.২ ওভার)
  • ১৯৯৬ সালের বিজয়ী ছিল শ্রীলঙ্কা। রানার আপ ছিল অস্ট্রেলিয়া। এবারের স্বাগতিক দেশ ছিল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা। এবারের খেলা ৫০ ওভারে হয়েছিল।
  • ১৯৯৬ সালের ফাইনাল স্কোরঃ শ্রীলঙ্কা= ২৪৫/৩ (৪৬.২ ওভার)                                                                                                     অস্ট্রেলিয়া= ২৪১/৭ (৫০ ওভার)
  • ১৯৯৯ সালের বিজয়ী ছিল অস্ট্রেলিয়া। রানার আপ ছিল পাকিস্তান। এবারের স্বাগতিক দেশ ছিল ইংল্যান্ড, ওয়েলস, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস। এবারের খেলাও ৫০ ওভারে ছিল।
  • ১৯৯৯ সালের ফাইনাল স্কোরঃ অস্ট্রেলিয়া= ১৩৩/২ (২০.১ ওভার)                                                                                                           পাকিস্তান= ১৩২ (৩৯ ওভার)
  • ২০০৩ সালের বিজয়ী ছিল অস্ট্রেলিয়া। রানার আপ ছিল ভারত। এবারের স্বাগতিক দেশ ছিল কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে। এবারের খেলাও ছিল ৫০ ওভারে।
  • ২০০৩ সালের ফাইনাল স্কোরঃ অস্ট্রেলিয়া= ৩৫৯/২ (৫০ ওভার)                                                                                                             ভারত= ২৩৪ (৩৯.২ ওভার)
  • ২০০৭ সালের বিজয়ীও ছিল অস্ট্রেলিয়া।  রানার আপ ছিল শ্রীলঙ্কা। এবারের স্বাগতিক দেশ ছিল শ্রীলঙ্কা। এবারেও খেলা ছিল ৫০ ওভারে। এই নিয়ে অস্ট্রেলিয়া টানা ৩ বার বিজয়ী হলো।
  • ২০০৭ সালের ফাইনাল স্কোরঃ অস্ট্রেলিয়া= ২৮১/৪ (৩৮ ওভার)                                                                                                      শ্রীলঙ্কা= ২১৫/৮ (৩৬ ওভার)
  • ২০১১ সালের বিজয়ী ছিল ভারত। রানার আপ ছিল শ্রীলঙ্কা। এবারের স্বাগতিক দেশ ছিল বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। এবারও খেলা ছিল ৫০ ওভারে।
  • ২০১১ সালের ফাইনাল স্কোরঃ ভারত= ২৭৭/৪ (৪৮.২ ওভার)                                                                                                          শ্রীলঙ্কা= ২৭৪/৬ (৫০ ওভার)
  • ২০১৫ সালের বিজয়ী ছিল অস্ট্রেলিয়া। রানার আপ ছিল নিউজিল্যান্ড। এবারের স্বাগতিক দেশ ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এবারেও খেলা ছিল ৫০ ওভারে।
  • ২০১৫ সালের ফাইনাল স্কোরঃ অস্ট্রেলিয়া= ১৮৬/৩ (৩৩.১ ওভার)                                                                                                      নিউজিল্যান্ড= ১৮৩ (৪৫ ওভার)
  • ২০১৯ সালের বিজয়ী ছিল ইংল্যান্ড। রানার আপ ছিল নিউজিল্যান্ড। এবারের স্বাগতিক দেশ ছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এবারেও খেলা হয় ৫০ ওভারে। এবারে ইংল্যান্ড প্রথম বারের মতো বিজয়ী হয়। আর এবারের ফাইনালই প্রথম ফাইনাল যে ফাইনালে সুপার ওভার হয়েছে।
  • ২০১৯ সালের ফাইনাল স্কোরঃ ইংল্যান্ড= ২৪১ (৫০ ওভার)                                                                                                 নিউজিল্যান্ড= ২৪১/৮ (৫০ ওভার)

কোন দেশ কতবার জিতেছেঃ

  • অস্ট্রেলিয়া= ৫ বার
  • ভারত= ২ বার
  • ওয়েস্ট ইন্ডিজ= ২ বার 
  • পাকিস্তান= ১ বার
  • শ্রীলঙ্কা= ১ বার
  • ইংল্যান্ড= ১ বার 

Written By- Tanay Paul

Related Posts

43 Comments

মন্তব্য করুন