এখন ঘরে বসে বিকাশের ব্লক হওয়া পিন রিসেট করুন নিশ্চিন্তে খুব সহজেই কোন রকম ঝামেলা ছাড়াই

আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই । আশা করি ভাল আছেন। আমি আজ আপনাদের মাঝে একটি পোস্ট শেয়ার করবো সেটা হলো বিকাশ এর একটি নতুন আপডেট। তাহলে চলুন শুরু করা যাক

আজ আমি যে আপডেট বা নতুন ট্রিক্সটি রম ইন্সটল বলবো সেটা হলো কিভাবে আপনারা আপনাদের ব্লক হওয়া বিকাশের পিন রিসেট করবেন। এখন পিন রিসেট করার জন্য কোথায়ও যাওয়ার প্রয়োজন নেই অথবা বিকাশের হেল্প লাইনে কল দিয়ে সহায়তা নেওয়ার প্রয়োজন নেই। এখন শুধু মাত্র ঘরে বসেই ব্লক হওয়া বিকাশের পিন রিসেট করতে পারবেন নিশ্চিন্তে ঘরে বসে খুব সহজেই। সেটা কিভাবে করবেন আমি আজ আপনাদের কে বলবো।
আপনাদের যাদের বিকাশ এর পিন রিসেট হয়েছে তারা প্রথমে যা করবেন সেটা হলো আপনারা আপনাদের ফোনের ডায়াল অপশন থেকে *২৪৭# ডায়াল করবেন। ডায়াল করলে আপনাদের সামনে বিকাশের অনেক গুলো অপশন আসবে। একেবারে সবার নিচে ৯ নম্বরে একটা অপশন রয়েছে পিন রিসেট নামে সেই অপশনে ডায়াল করুন। সেই অপশনটি ডায়াল করার পর আপনারা যেই এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট ওপেন করেছেন সেই এনআইডি কার্ড বা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি এর নম্বর টা ওখানে দিবেন। আপনার এনআইডি কার্ডে আপনার যে জন্ম সাল রয়েছে সেই জন্ম সাল টি ওখানে দিন। জন্ম সাল টি ওখানে দেয়ার পর আপনাদের সামনে আরেকটি অপশন আসবে সেটা হলো আপনারা শেষ 90 দিনে 10 টি আদান প্রদান করেছিলেন কোনটা সেটাতে ক্লিক করুন আর যদি শেষ 90 দিনে কোন আদান প্রদান না করে থাকেন তাহলে নো ট্রানজেকশন এ ক্লিক করুন। সবকিছু ঠিকঠাক মতো দেয়ার পর আপনাদের ফোনে এসএমএসের মাধ্যমে পিন রিসেট ভেরিফিকেশন মেসেজ অাসবে এবং নতুন একটি পিন আসবে আপনাদের যদি ওই পিন টি ভালো না লাগে তাহলে আপনারা নিজেদের ইচ্ছামত *২৪৭# ডায়াল করে পিন সেট করে নিতে পারবেন। মেসেজ এর মাধ্যমে যেই পিনটি আসবে ওল্ড পিন এর জায়গায় সেই পিন টি বসাবেন। কিন্তু নতুন যেই পিনটি সেট করবেন সেটা আগের যে পিন টা ছিল সেটার সাথে মিলে গেলে হবে না । তাই চেষ্টা করবেন নতুন একটি পিন সেট করার।
আপনাদের যদি বিকাশ অ্যাকাউন্ট না থাকে তাহলে এই লিংক থেকে বিকাশ অ্যাপস ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলে নিন।
https://bka.sh/next?c=signup&uuid=C108M9J33

ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য । পোস্টটি যদি আপনাদের কাছে ভাল লাগে তাহলে শেয়ার করতে পারেন এবং কোন সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীতে আবার আসবো অন্য কোন পোস্ট নিয়ে । সবার সুস্থতা কামনা করছি ধন্যবাদ

<

Related Posts