এটি একটি রুপোক কবিতা

বাধোন হারা মন★
==>মুরাদ হাসান<==

হে মন! তোমাকে আজ উন্মুক্ত আকাশে মুক্ত করে দিলাম,
শংখো চিলের মতো উড়ে বেরাও,
যেখানে খুসি সেখানে যাও, যেথা ইচ্ছা সেথা করো,
দিবো না আর বাধা।
যতোবার দিয়েছি বাধা ততো বার করেছো আঘাত, দিয়েছো হাজার ব্যথা।
তাই তো ঐ মুক্ত আকাশে বাধোন খুলে দিলাম, তুমি যাও যাওয়ার আগে আমার কিছু কথা সুনে যাও।।।

হে মন! তুমি ওই আকাশ পারি দিয়ে মঙ্গল গ্রহে বাসা বাধতে চাও, তবে যাও যাওয়ার আগে নভোচারি হয়ে যাও।।

হে আমার অবাধ্য মন! তুমি কি সিন্ধু সেজে মুক্ত আনতে চাও, তবে যাও, যাওয়ার আগে ডুব সাগরি হয়ে যাও।

হে আমার দেহ পরিচালনা কারি সত্তা! তুমি কি সাত সমুদ্র তেরো নদি পারি দিতে চাও, তবে যাও, যাওয়ার আগে নাবিক হয়ে যাও।।

হে আমার সপ্নের অস্তিত! তুমি তোমার নিজ অবস্থান কে কখোনই ভুলে যেওনা।
হে মন! আমি তোমাকে হারাতে চাইনা কোনো প্রকৃত সুন্দের্যের মাঝে,
আমি তোমাকে হারাতে চাই সেখানে, যেখানে গেলে মানুষ মরে না চিরোকাল বেচে থাকে।

হে মন! যদি তোমার কাছে মনে হয়, সেই পথ দুর্গম ঘনো ঘটা,
অন্ধকার আচ্ছন্নে ঘেরা, তবুও তুমি পিছু পা হয়োনা,,,
যদি অসম্ভব মনে হয় তোমার সেখানে যেতে, তবে তুমি খুলে দেখো অমর ব্যক্তিদের জিবনি, কি করে ছিলো তারা সেখানে,
নিশ্চই তুমি সফল হবে,,,,,,
হে আমার অবাধ্য মন! আর যদি তুমি পিছু পা হও, তাহলে মনে রেখো এই দেহো তোমাকে আর স্থান দিবে না।

যানি না প্রতিষ্ঠিকো কাকে বলে,,,প্রতিষ্ঠিতো হতে কি প্রয়োজন,, কিন্তু আমি কিছু ব্যক্তিত্য সম্পর্কে জানি যারা নিজেরা প্রতিষ্ঠিতো নয়, অনেক ভালো চাকুরি করে কিন্তু মনের মাঝে তৃষ্ণাআর একটু উপরে  উঠার যদি আর একটু উপরে উঠে তবুও তাদের প্রতিষ্ঠিত বলতে লজ্জা করে যানি না এরা কোন প্রানি

Related Posts

20 Comments

মন্তব্য করুন