এন্ড্রয়েড ফোনে লিনাক্স ইনস্টল রুট ছাড়া

এই পোষ্টটি আপনার জন্য সুখবর হতে পারে কেননা আপনি এখন থেকে আপনার এন্ড্রয়েড ফোনে সমস্ত লিনাক্স ইন্টারফেস এবং  কমান্ড প্রম্পট ব্যবহার করতে পারবেন। আমরা প্রায়ই দেখি যে লিনাক্স ইন্সটল করতে গেলে অবশ্যই মোবাইল ফোন রুট করতে হয়। কিন্তু  এখানে আপনার এমন অ্যাপ এর লিংক যেটির মাধ্যমে আপনি এন্ড্রয়েড ফোনে লিনাক্স ইনস্টল করে নিতে পারেন খুব সহজেই কোনো প্রফেশনাল স্কিলস লাগবেনা এবং সবকিছুই করতে পারবেন রুট ছাড়া।

এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পাবেন না।(Debian Noroot app)

তাই অ্যাপস টি এখান থেকে ডাউনলোড করে নিন অথবা এখান থেকে ডাউনলোড করুন।

এই অ্যাপসটির মাধ্যমে কোন রুট ছাড়া আপনার এন্ড্রয়েড ফোনে লিনাক্স সম্পূর্ণরূপে ইন্সটল করতে পারবেন।

এটি মূলত লিনাক্স ভিত্তিক একটি অপারেটিং সিস্টেম। 

অ্যাপ্লিকেশনটিকে প্রথমে ইন্সটল করুন, অন্যান্য অ্যাপস আমরা যেভাবে ইন্সটল করে থাকি ঠিক সেই ভাবে ইন্সটল করুন। 

পরিপূর্ণভাবে ইন্সটল হওয়া মাত্রই লিনাক্স ইন্সটল করার অপশন পেয়ে যাবেন  এবং ডাউনলোড করতে পারবেন লিনাক্সের বিভিন্ন ধরনের গেম বা অন্যান্য সকল কম্পনেন্ট।

So let’s enjoy!

 ধন্যবাদ সবাইকে। ভাল লাগলে শেয়ার দিবেন।

Related Posts