এন্ড্রয়েড ফোন হ্যাং করলে অথবা কম কাজ করলে কি করবেন পুরো টিউটোরিয়াল স্ক্রীনশট সহকারে ।

অ্যান্ড্রয়েড ফোন কাজ কম করলে যা করতে হয় । এখন বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে দেখা যায় । যে অনেক বেশি দামের অ্যান্ড্রয়েড তাতেও কোনো কাজ হচ্ছে না । নতুন কেনার পর দুই থেকে তিন মাস ভালোভাবে চলে , এবং তারপর কাজ করা আস্তে আস্তে বন্ধ করে দেয় । জানেন কি এটার কারণ কি এবং এটার প্রতিকার কি ?

আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা । সকলে কেমন আছেন ? আশা করি ভাল আছেন । বরাবরের মতো , আজকেও আপনাদের সামনে অসাধারণ একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম , অ্যান্ড্রয়েড ফোন এর ।
আপনি দশ হাজার টাকা দিয়ে এন্ড্রয়েড ফোন কিনেছেন । বা তার বেশি টাকা দিয়ে এনড্রয়েড ফোন কিনেছেন । এখন দেখছেন যে আপনি কেনার পর তিন থেকে চার মাস ভালোভাবে সবকিছু চালাতে পারতেন । কিন্তু যখন তিন-চার মাস এর বেশি চলে যায় । তখন আস্তে আস্তে মোবাইল ফোন এর গতি কমে যায় আসলে এর প্রতিকার কি ?

এন্ড্রয়েড ফোন ঃ

অ্যান্ড্রয়েড ফোন কাজ কম করার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে । তবে আমি সামান্য কিছু প্রবলেম নিয়ে কথা বলব এবং এর থেকে , কিভাবে উদ্ধার পাবেন সে বিষয়ে কথা বলব ।

কাজ না করার পেছনে মূল কারণ ঃ মোবাইল ফোন কাজ না করার কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে সফটওয়্যার ইনস্টল করা । এবং অপ্রয়োজনীয় ওয়েলপেপার মোবাইল ফোনে সেট করা । আপনার পছন্দের এন্ড্রয়েড ফোন দিয়ে ইন্টারনেট ব্যবহার করছেন না , কিন্তু আপনি ইন্টারনেট কানেকশন অন রেখেছেন । এর কারণেও মোবাইল ফোন যেমন গরম হবে এমন কাজ করা আস্তে আস্তে বন্ধ করে দিবে ।
অ্যান্ড্রয়েড ফোন ক্লিনার সফটওয়্যার দিয়ে ক্লিন না করা । অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী রয়েছে , যারা অ্যান্ড্রয়েড ফোন ইন কোন ধরনের এন্টিভাইরাস ইন্সটল করেন । এবং যদিও করে সেটা হচ্ছে ফ্রী ভার্শন । আপনাকে পেইড ভার্সন এন্টিভাইরাস ব্যবহার করতে হবে ।

অ্যান্ড্রয়েড ফোন কাজ করা বন্ধ করলে যেভাবে কাজ করা সচল করবেঃ

<

সর্বপ্রথম গুগল প্লে স্টোর বার গুগল প্লে সার্ভিস ওপেন করুন । এবং বাম সাইটে দেখতে পাবেন ৩ dot সেখানে ক্লিক করুন । সেখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন সেটিংস নামের একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করুন । আমি আপনাদের বোঝার সুবিধার্থে পুরো টিউটোরিয়ালে স্ক্রিনশট দিয়েছি ।
স্ক্রিনশট ১

এন্ড্রয়েড ফোন হ্যাং করলে যা করবেন
এন্ড্রয়েড ফোন হ্যাং করলে যা করবেন

তারপর ওখানে ক্লিক করে অটো আপডেট বন্ধ করে দিন ।
স্ক্রিনশট ২

এন্ড্রয়েড ফোন হ্যাং করলে যা করবেন
এন্ড্রয়েড ফোন হ্যাং করলে যা করবেন

তারপর গুগল প্লে স্টোর থেকে বেরিয়ে আসুন এবং আপনার মোবাইল থেকে সেটিংস অপশনে চলে যান নিচে আপনাদের বোঝার সুবিধার্থে একটি স্ক্রিনশট দিয়েছি ।
স্ক্রিনশট ৩

এন্ড্রয়েড ফোন হ্যাং করলে যা করবেন
এন্ড্রয়েড ফোন হ্যাং করলে যা করবেন

তারপর এবাউট এ চলে যান এবং নিচের ইমেজটি ফলো করুন ।
স্ক্রিনশট ৪

এন্ড্রয়েড ফোন হ্যাং করলে যা করবেন
এন্ড্রয়েড ফোন হ্যাং করলে যা করবেন

ডেভেলপার অপশন এ চলে যান ।
স্ক্রিনশট ৫

এন্ড্রয়েড ফোন হ্যাং করলে যা করবেন
এন্ড্রয়েড ফোন হ্যাং করলে যা করবেন

স্ক্রিনশট যেখানে ক্লিক করা হয়েছে সেখানে ক্লিক করুন ।
স্ক্রিনশট ৬

এন্ড্রয়েড ফোন হ্যাং করলে যা করবেন
এন্ড্রয়েড ফোন হ্যাং করলে যা করবেন

তারপর সেটিংস অপশন ক্লোজ করে দিন এবং আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে ফাইল ম্যানেজার অপশনে চলে যায় আমি আপনার বুঝার জন্য দিয়ে দিচ্ছি ।
স্ক্রিনশট ৭

এন্ড্রয়েড ফোন হ্যাং করলে যা করবেন
এন্ড্রয়েড ফোন হ্যাং করলে যা করবেন

ফাইল ম্যানেজার থেকে থ্রি ডট আইকন এ ক্লিক করুন । এবং হাইট ফোল্ডার হাইড করুন এবং হাইড থাকা যে সমস্ত ফোল্ডার রয়েছে সেগুলো কি ডিলিট করুন । আশা করা যায় আপনি ভালো ফল পাবেন । ।

Related Posts

6 Comments

মন্তব্য করুন