এন্ড্রয়েড মোবাইল ফোন সম্পর্কে টিপস

বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ। আর এই ডিজিটাল যুগে বেশির ভাগ মানুষ এন্ড্রয়েড মোবাইল ফোন  ব্যবহার করছে।কিন্তু তাদের এন্ড্রয়েড মোবাইল ফোনের টিপস সম্পর্কে ধারণা নেই। তাই আমি তাদের জন্যে এন্ড্রয়েড টিপস সম্পর্কে বর্ণনা করছি। এন্ড্রয়েড মোবাইল ফোন আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয়। কেননা,আগের মোবাইল ফোনে বর্তমান মোবাইল ফোনের মতো  সুবিধা ছিল না। কিন্তু বর্তমান মোবাইল ফোনে যেমন রয়েছে সুবিধা, তেমনি রয়েছে অসুবিধা।কেননা,আমাদের এন্ড্রয়েড মোবাইল ফোন সম্পর্কে ধারণা কম।তাই আমরা বিভিন্ন সম্যাসার সুমুক্ষিক হই। এবং সেই সম্যাসা সমাধান করতে আমদের অনেক অসুবিধা হয়।কিন্তু আমরা যদি সবাই এন্ড্রয়েড টিপস সম্পর্কে জানি। তাহলে আমরা ফোনের  ছোট ছোট স্যামসা গুলো নিজেরাই সমাধান করতে পারবো। যেমন, আমাদের মোবাইল ফোন অনেক সময় স্লোহ হয়ে যায়। তখন আমরা এই সম্যাসার সমাধনের জন্যে আমাদের মোবাইল ফোন থেকে রিজিস্টার অফশনে গিয়ে রিজিস্টারে ক্লিক করতে হবে। তখন ফোনটি রিজিস্টার হয়ে যাবে। তখন আমাদের ফোনের স্লোটা দুর হয়ে যাবে। আর যদি এর চেয়ে বেশি সম্যাসা দেখা দেয়। তাহলে আমাদের মোবাইল ফোনের সেটিংএ অফ শনে গিয়ে রিজিস্টার দিতে হবে। তাহলে আমাদের মোবাইল ফোনের বিভিন্ন রকম সম্যাসা গুলোর সমাধান হয়ে যাবে। এছাড়া  আমরা বিভিন্ন সময় হ্যাকিং সম্যাসায় পড়ি। তখনও আমরা রিজিস্টার করতে পারি। তাহলে হইতো হ্যাকিং সম্যাসার সমাধান হতে পারে। আমাদের সকলকে এন্ড্রয়েড মোবাইল ফোন খুবই গুরুত্ব  ভাবে চালাতে হবে। তাহলে হইতো আমরা বিভিন্ন সম্যাসা থেকে রক্ষা পেতে পারবো।  আমরা এন্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে, অনেক কিছু শিখতে পারতেছি। বর্তমানে আমরা একে অপরের সাথে দেখার মাধ্যমে কথা বলতে পারতেছি। এছাড়া আমরা এখন বাড়িতে বসেই যে কোনো জিনিস অর্ডার করার মাধ্যমে   আমরা কিনতে পারতেছি। বেশির ভাগ দেশের লোক এখন বাড়িতে বসেই তাদের ইচ্ছা মতো কেনাকাটা করতে পারতেছে।  এই এন্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে। এন্ড্রয়েড মোবাইল ফোন আসার কারনে আমাদের ইন্টারনেট চালানো খুবই সহজ হয়েগেছে। এছাড়া আমরা টিভি চ্যানেল গুলো আমাদের এই মোবাইল ফোনে দেখতে পারতেছি। তাই আমাদের সকলের উচিত এন্ড্রয়েড মোবাইল ফোন খুবই সচেতন ভাবে ব্যবহার করা। এবং আমরা যদি আমাদের ফোনে ছোট ছোট সম্যাসা দেখতে পাই তাহলে আমাদের উপরোক্ত টিপস গুলো অনুসারে কাজ করে সমাধান করতে হবে। তাই আমার সবার কাছে অনুরোধ যে, উপরোক্ত টিপস গুলো মেনে আপনেরা আপনাদের এন্ড্রয়েড মোবাইল ফোনের সম্যাসা সমাধান করবেন। এবং আমরা সবাই এন্ড্রয়েড টিপস সম্পর্কে বেশি বেশি জনার চেষ্টা করব। আমার এই এন্ড্রয়েড টিপস পড়ার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ।

Related Posts

9 Comments

মন্তব্য করুন