এসইও কি । এসইও কিভাবে শিখব

এসইও কি

 

SEO: charge engine optimisation

এটি seo এর ইংরেজির পূর্ণরূপ।

এসইও কি

এক কথায় বলতে গেলে এসইও হচ্ছে কোন প্রোডাক্ট কে এমন ভাবে অপটিমাইজেশন করা হয় যার জন্য সেই প্রোডাক্টটি সবার আগে মানুষের কাছে পৌঁছে।

যখন মানুষ কোন কিছুর নাম ধরে গুগলে সার্চ করে, তখন যেই জিনিসটি সামনে চলে আসে সেটি হল এসইও এর কাজ।

যে পেজটি সবার সামনে চলে আসলো সেটিকেই সম্পূর্ণরূপে এসইও করা হয়েছে

এসইও ছাড়া কোন পেইজ বা কোন পৃষ্ঠা কখনোই গুগলের সার্চ র্যাংকিংয়ে আসতে পারে না।

উপস্থাপন করার জন্য এসইও একান্ত গুরুত্বপূর্ণ।

 

 

 

 

 

 

এসইও কিভাবে শিখব

 

এসইও শেখার জন্য অনলাইনে অনেক প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো থেকে সম্পূর্ণরূপে এসইও শেখা যায়।

যেমন আমি কয়েকটি প্ল্যাটফর্ম এর নাম বলছি,

Keywordtool.io

app.nailpatel.com

Google keyelword planer

And Google suggested Search results

 

 

কত প্রকার ও কি কি

 

 

এসইও দুই প্রকার:

 

১. অন পেজ এসইও।

২. অপ পেজ এসইও।

 

 

অন পেজ এসইও কি

 

যে seo অনলাইনে করা হয় তাকে অন পেজ এসইও বলা হয় ।

 

অপ পেজ এসইও

 

 

যে seo কোন ওয়েবসাইটে অফলাইনে করা হয় তাকে তাকে অফ পেজ এসইও বলে।

 

 

কিওয়ার্ড কি

 

যে পদ্ধতি অবলম্বন করে ওয়েব সাইট অথবা কোন কনটেন্টকে সবার আগে পৌঁছানোর জন্য কিছু প্রয়োজনীয় শব্দ বা সেন্টেন্স ব্যবহার করা হয়ে থাকে। এগুলো কি কিওয়ার্ড হিসেবে ধরা হয়।

যেমন:

কিওয়ার্ড কাকে বলে?

রিসার্চ কি?

কিওয়ার্ড রিসার্চ কি?

Keyword মানে কি?

কিওয়ার্ড রিসার্চ

কিওয়ার্ড রিসার্চ কেন এত গুরুত্বপূর্ণ?

বাংলা কীওয়ার্ড

কীওয়ার্ডস অর্থ কি?

কত প্রকার?

 

উপরে উল্লিখিত যেই শব্দ বা সেন্টেন্স গুলো উপস্থাপন করা হয়েছে সেগুলোই কিওয়ার্ড ।

 

 

 

উপসংহার:

উপরে উল্লেখিত কিওয়ার্ডগুলো কোন ওয়েবসাইট অথবা কোনো বিডিও কোন কনটেন্টকে ফাস্ট পেজে নিয়ে আসার জন্য পারফেক্ট।তবে প্রতিটি বিষয়ের জন্য কিওয়ার্ড নির্ধারণ করা আছে। প্রতিটা টপিকের উপর কিওয়ার্ড রিসার্চ করে ইউজ করতে হবে। টপিকঃ অনুযায়ী কিওয়ার্ড রিসার্চ করলে সেই কনটেন্ট রং করার সম্ভাবনা বেশি থাকে। টপিকের বাইরে কি ওয়ার্ড ব্যবহার করলে সেটা কখনোই ড্রিঙ্ক করবে না।

আপনার টপিক অনুযায়ী আপনি কি ওয়ার্ড সিলেক্ট করতে পারেন।কিওয়ার্ড আপনি আপনার কনটেন্ট এর ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারেন।

 

 

 

 

 

ধন্যবাদ

 

 

 

 

Related Posts

9 Comments

মন্তব্য করুন