এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার শেষ টিউটরিয়াল?

এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার শেষ টিউটরিয়াল?

আমরা যারা অনলাইনে লেখালেখির কাজ করি তারা অনেকেই এটিও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার জন্য চেষ্টা করে। তবে সঠিকভাবে যারা নতুন তারা লিখতে একটু অসুবিধা হয়। এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার জন্য গত আর্টিকেলে আমরা এ বিষয়ে পাঁচটি পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম।

এবং আপনাদের কথা দিয়েছিলাম যে পরবর্তীতে আর পাঁচটি পয়েন্ট নিয়ে আলোচনা ওই করব। আজকের এই পাঁচটি পয়েন্ট এবং আগের পাঁচটি পয়েন্ট জেনে যে কেউ চাইলে, এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে পারেন খুব সহজেই।

আগের আর্টিকেলটি দেখলে আজকের আর্টিকেলটি পড়তে এবং বুঝতে আরো বেশি সুবিধা হবে। আশা করি আজ আর্টিকেলটি আপনারা দেখেছেন, সুতরাং চলুন কথা না বাড়িয়ে এখন আমরা, এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখা আর পাঁচটি গুরুত্বপূর্ণ শেষ পয়েন্ট নিয়ে আলোচনা করি।

৬. এসইও ফ্রেন্ডলি আর্টিকেল এর জন্য Post Keywords

এসইও ফ্রেন্ডলি আর্টিকেলঃ পোস্ট কীওয়ার্ডস এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাঙ্খিত টার্গেট কিবোর্ড পোস্ট এর ভিতরে অবশ্যই আর্টিকেলে থাকতে হবে। এবং সেটি আপনার,

এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সুতরাং এই এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার জন্য অবশ্যই পোস্ট কীওয়ার্ডস দিতেই হবে। এটি সাধারণত আর্টিকেলটি তৈরি করার সময় দিতে হয়,

আপনারা আর্টিকেল তৈরি করার আসন টপিকের গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট এড করে দিবেন। যেন ব্যবহারকারীরা দেখেই আপনার আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ে এবং আর্টিকেল থেকে উপকৃত হয়। আপনার আর্টিকেল এসইও ফ্রেন্ডলি লেখার জন্য এই পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ।

৭. এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার জন্য Post Heading

এসইও ফ্রেন্ডলি আর্টিকেলঃ হিডিং এসইও ফ্রেন্ডলি তৈরি করার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার আর্টিকেলে যদি কোন

হিডিং না থাকে তাহলে গুগল আপনার আর্টিকেল কে কখনোই গুরুত্ব দিবে না,

আর আপনার এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার জন্য এই পোস্ট হিডিং খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। যেটা আপনার আর্টিকেলে অবশ্যই থাকা জরুরি। তাই আপনার মেইন কীওয়ার্ডস গুলো ইনক্লুড করবেন আপনার পোস্ট হিডিং এ

যেটা আপনার নতুন আর্টিকেল এসইও ফ্রেন্ডলি লেখার জন্য খুবই ভালো হবে। প্রিয় বন্ধুরা এক কথায় আপনি যদি এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে চান তাহলে আপনাকে অবশ্যই, আপনার পোস্ট হিডিং দিতেই হবে। তাই অবশ্যই আপনার আর্টিকেলে ইনক্লুড করা জরুরি মেইন কি ওয়ার্ড পোস্ট হিডিং।

৮. এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার জন্য অবশ্যই Post Sharing

এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার শেষ টিউটরিয়াল?

এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখারঃ শুরুর দিকে হয়তোবা আপনার আর্টিকেল এর ভিজিটর নাও আসতে পারে। এর জন্য আপনি প্রথমদিকে একটু পোস্টগুলো শেয়ার করার চেষ্টা করবেন। যদিও পোস্ট শেয়ার করা ভালো নয় তবে, প্রতিদিন কমপক্ষে শুরুতে একবার করে ফেসবুকসহ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন আপনার আর্টিকেল। তাহলে গুগল বুঝতে পারবে অবশ্যই আর্টিকেলে গুরুত্বপূর্ণ কিছু রয়েছে। শুরুর দিকে আপনার আর্টিকেল,

রেংকিং না করলেও আস্তে আস্তে আপনার আর্টিকেল এসইও ফ্রেন্ডলি আর্টিকেল হিসেবে গণ্য হবে এবং আর্টিকেলটি রেংকিং হবে। এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার জন্য পোস্ট শেয়ারিং শুরুর দিকে করা ভালো। তবে অতিরিক্ত শেয়ার করা থেকে বিরত থাকবেন আশা করি।

৯. এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার জন্য Post URL

এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার জন্যঃ পোস্ট এর ইউআরএল খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আপনার আর্টিকেল এর মেইন কি ওয়ার্ড অবশ্যই ইনক্লুড করে দিবেন পোস্ট ইউ আর এল এর ভিতরে। কিংবা আপনি যে টাইটেল দিবেন সেই টাইটেল পোষ্টের ইউআরএল দেওয়ার চেষ্টা করবেন। কিছু না হোক কমপক্ষে আপনার মেনই কী ওয়ার্ড আপনার আর্টিকেল এর ইউআরএল এডিট করে সেখানে,

সুন্দর ভাবে দেয় দেওয়ার চেষ্টা করবেন। এবং এর পয়েন্টে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই এই পয়েন্ট নিয়ে খেলা খেলা করবেন না। এই পয়েন্ট টি আপনার এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

১০. এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার জন্য Post Content Length

এসইও ফ্রেন্ডলি আর্টিকেলঃ আপনি আপনার আর্টিকেল যত বড় করবেন ততই আপনার আর্টিকেলটি রেংকিং করবে। এবং গুগল সাধারণত পোষ্টের দৈর্ঘ্য দেখে,

আপনার আর্টিকেল যত বড় হবে ততই গুগল সেটি পছন্দ করবে। কারণ বড় আর্টিকেল গুগোল বেশি পছন্দ করে থাকে। তাই অবশ্যই চেষ্টা করবেন আপনার আর্টিকেল এর শব্দ কমপক্ষে 500

এবং সর্বোচ্চ আপনিও যত পারেন ততো দেওয়ার চেষ্টা করবেন। এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার জন্য এই পয়েন্টে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুতরাং পয়েন্ট নিয়ে হেলাফেলা করা যাবে না অবশ্যই, এসইও ফ্রেন্ডলি আর্টিকেল তৈরি করার জন্য কনটেন্ট বেশি বড় করার চেষ্টা করবেন।

আর্টিকেল সম্পর্কিত শেষ কিছু কথা?

প্রিয় বন্ধুরা আজকে আমরা সাধারণত এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার জন্য, বিশেষ পাঁচটি পয়েন্ট বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি। গত পাঁচটি পয়েন্ট এবং আজকের এই পাঁচটি পয়েন্ট বিস্তারিত বুঝতে পারলে আপনি,

সহ সহজে কেউ এসে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল খুব সহজে তৈরি করতে পারবে। বরাবরের মতো আমাদের আজকে আর্টিকেলে পর্যন্ত আশা করি আবার অন্য কোন দিকে যেতে হবে। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন। আজকের আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Related Posts

36 Comments

  1. নতুন সাইট ভালো ইনকাম ঘুরে আসার আমন্ত্রন রইলো রেজিস্টার করলেই পাবেন ২৩০ টাকা বোনাস ৩০০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন । লিংক এ গিয়ে দেখে আসুন ভালো লাগলে করবেন । ধন্যবাদ
    https://blog.jit.com.bd/earning-site-3778

মন্তব্য করুন