এয়ারটেল লাইট অ্যাপের ক্লিয়ার-কাট

আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই?আশাকরি ভালো আছেন।আজকে আমি আপনাদের এয়ারটেল লাইট অ্যাপ সম্পর্কে বলব।

আমরা যারা এয়ারটেল সিম ব্যবহার করি তারা সবাই জানি এটি রবি আজিয়াটা লিমিটেডের একটি সিম।রবি আজিয়াটা লিমিটেডের প্রধান সিম রবি হলেও এয়ারটেলেও ভালো ভালো অফার দিয়ে থাকে।আর এয়ারটেল তাদের সার্ভিস আরো ভালো করার জন্য নিয়ে এসেছিল এয়ারটেল লাইট অ্যাপ।এয়ারটেলের মাই এয়ারটেল অ্যাপ থাকলেও ওটা সাইজে বড় এবং অ্যান্ড্রয়েডের সব ভার্সনে চলে না।এয়ারটেল লাইট অ্যাপ সাইজে ছোট এবং কিটক্যাট থেকে শুরু করে অ্যান্ড্রয়েডের সব ভার্সনেই স্বচ্ছন্দে চলতে পারে।এই লাইট অ্যাপ শুধুমাত্র এয়ারটেল গ্রাহকগণই ব্যাবহার করতে পারেন,অন্য সিমের গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়।তাই আপনি এয়ারটেল সিমের গ্রাহক হন,তাহলে এটি আপনি ডাউনলোড করে নিতে পারেন।এটি গুগল প্লে স্টোরে এয়ারটেল লাইট অ্যাপ লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন।তারপর সেখানে অবশ্যই ইন্টারনেট কানেকশন দিয়ে ডাউনলোড করে নিতে হবে।ডাউনলোড করারজন্য মাত্র আপনার থেকে। ৪-৫ এমবি ডাটা খরচ হবে।তারপর ইন্সটল করে এই অ্যাপে ঢুকতে হলে আপনাকে আপনার এয়ারটেল ফোন নাম্বার যেটা ফোনে চালু আছে ঐটা দিয়ে ঢুকতে হবে,অন্যথায় অ্যাপে ঢুকতে পারবেন না।নাম্বার দেওয়ার পর ঐ নাম্বারে একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) মেসেজে সেন্ড করা হবে।সেখানে যে ওটিপি থাকবে ঐটা হুবহু টাইপ করে ঢুকতে হবে,অন্যথায় ঢুকতে পারবেন না।এরপর রেজিস্ট্রি হয়ে গেলে আপনি অ্যাপে ঢুকতে পারবেন।অ্যাপে ৮ টি অপশন আছে, সেগুলো হলো-

১।Tong offer:এখানে সিমের নতুন নতুন tong offer এর অফারগুলো দেওয়া হয়।আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে নিতে পারলে পাবেন,না হয় পাবেন না।
২।Rate discount:এখানে সাশ্রয়ী মূল্যে বিভিন্ন কলরেট/নেট অফার দেওয়া হয়,কিছু মূল্যও ছাড় দেওয়া হয়।
৩।Internet offer:এখানে বিভিন্ন ইন্টারনেট অফার থাকে।কিছু কিছু অফার থাকে আপনি সাধারণত সিমে পাবেন না,অ্যাপ ইন্সটল করলে নিতে পারবেন।
৪।Recharge:এখান থেকে আপনার বিকাশ,রকেট,নগদ অথবা ব্যাংক কার্ড থাকলে এবং সেখানে টাকা থাকলে ট্রান্সফার করে রিচার্জ করে নিতে পারেন।
৫।Usages history:এখানে ফোনের কন্টাক্ট এবং ডাটা পারচেজ হিস্টোরি পাবেন।
৬।Balance/bill:এখানে আপনার মোবাইলের রিচার্জ ব্যালেন্স জানতে পারবেন।
৭।Bundles:এখানে ইন্টারনেট অফার+ফোন মিনিট অফার একত্রে দেওয়া প্যাকেজ থাকে,সেগুলো কিনতে পারবেন।
৮।Yolo:যারা yolo প্যাকেজ ব্যবহার করেন,তারা এখানের অফারগুলো নিতে পারবেন।

আমার অ্যাপটি ব্যবহার করে সবদিক ভালো লেগেছে।শুধু একটি সমস্যা আছে,সেটা হলো ইন্টারনেট না থাকলে অ্যাপে ঢুকা যায় না,আর বাকি সব দিকেই পরিপূর্ণ অ্যাপ এটি।তাই যােদর এয়ারটেল সিম আছে,তারা এখনই ফোনে অ্যাপটি ইন্সটল করে সেরা অফার উপভোগ করুন।এক নজরে অ্যাপটি-
সর্বশেষ সংস্করণ-১৬ অক্টোবর,২০১৯।
সাইজ: ১১ এমবি
ডেভেলপার কোম্পানি:রবি আজিয়াটা লি:।

Related Posts

9 Comments

মন্তব্য করুন