ওয়ার্ডপ্রেস এর ৫ টি সেরা ব্যাকআপ প্লাগইন – ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়মিত ব্যাকআপ করুন

আপনার ওয়ার্ডপ্রেস  ওয়েবসাইট  নিয়মিত  ব্যাকআপ করুন, ব্যাকআপ  আপনার ওয়েবসাইটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। সাইট ব্যাকআপ করা থাকলে এমনিতেই আপনার মনে শান্তি আসবে, কারন  আপনার সাইটটি  যদি কখনো হ্যাক হয় তখন আপনার সব ডাটা হারিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকা সারা আর কোন উপায় থাকবেনা।  

এমন বিপর্যয়কর পরিস্থিতিতে আপনাকে রক্ষা করতে পারে ওয়ার্ডপ্রেসের বেশ কয়েকটি বিনামূল্যে এবং পেইড ব্যাকআপ প্লাগইন, আর এগুলো ব্যবহার করা খুব সহজ। আপনার ওয়েবসাইট যদি আগে থেকে ব্যাকআপ  করা থাকে তাহলে আপনার হারিয়ে যাওয়া ডাটাগুলো পুনরায় উদ্ধার করতে পারবেন। এই টিউটোরিয়ালে আপনাদের দেখাবো ওয়ার্ডপ্রেস এর ৫ টি সেরা ব্যাকআপ প্লাগইন যদি আপনি আপনার সাইট ব্যাকআপ না করে থাকেন।  তো চলুন শুরু করা যাক-

তার আগে একটা ব্যাপার লক্ষ্য করুন: কিছু কিছু ওয়ার্ডপ্রেসের হোস্টিং প্রদানকারী আছে যারা সাইট ব্যাকআপ সার্ভিসগুলি সীমিত দিয়ে থাকে, তাই আপনাকে হোস্টিং কেনার আগে আপনাকে সেই প্যাকেজটির ব্যাপারে সবকিছু খুটিয়ে দেখা দরকার এবং সবসময় মনে রাখবেন আনলিমিটেড ব্যাকআপ সার্ভিস যেন পান।

নিচে সেরা ৫ টি ব্যাকআপ প্লাগইন এর ডাউনলোড লিংক দেয়া হল:

১. ব্যাকআপ বাডী (BackupBuddy Premium)

ডাউনলোড লিংক: https://ithemes.com/backupbuddy-8-0-is-here/

২. আপড্রাফ্টপ্লাস (UpdraftPlus)

ডাউনলোড লিংক: https://wordpress.org/plugins/updraftplus/

৩. ব্যাক ডব্লিউপি আপ (BackWPUp)

ডাউনলোড লিংক: https://wordpress.org/plugins/backwpup/

৪. ব্যাকআপ ওয়ার্ডপ্রেস  (BackupWordpress)

ডাউনলোড লিংক: https://wordpress.org/plugins/backupwordpress/

৫. ডুপলিকেটর (Duolicator)

ডাউনলোড লিংক: https://wordpress.org/plugins/duplicator/

উপরের সেরা ৫ টি ব্যাকআপ প্লাগইন থেকে আপনার সবচেয়ে কোনটি ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভূলবেন না। আর কোন সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। আর লেখাটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।

ধন্যবাদ।

Related Posts

42 Comments

  1. আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
    আপনার একটা সাসক্রাইব আর একটা লাইক আমার জন্য অনুপ্রেরণা
    Please support me🙂

    Youtube Channel: https://www.youtube.com/channel/UCcrbrQxUzsavUjfXMgrsM6Q

    Facebook page: https://www.facebook.com/107324621876693/posts/107963605146128/?app=fbl

মন্তব্য করুন