ওয়াইফাই শেয়ার করুন এবার ব্লুটুথ এর মাধ্যমে।

বর্তমানে ইন্টারনেট এর ব্যাবহার পৃথিবী ব্যাপি মহামারীর আকারে দেখা দিয়ে ছে।আর আমাদের দেশের মানুষ এখন ইন্টার নেটের প্রতি প্রবলভাবে আকৃষ্ট হয়ে গেছে। যদিও আমাদের দেশের মোবাইল কোম্পানি গুলো ইন্টারনেট এর দাম বাড়া তে বাড়াতে  তা সাধারণত মানুষের  ইন্টারনেট কেনার  সামর্থের  বাইরে।

তারপরও  সাধারণ মানুষ ই ইন্টারনেটে র বেশি ব্যাবহার করছে।তাদের ইন্টারনেট এর প্রতি এত আকৃষ্ট তা সৃষ্টি হয়েছে যে   তার  না খেয়েও ইন্টারনেট ব্যবহার করতে চায়।

ইন্টারনেট ব্যবহার যদি কোনো মানুষ শান্তি ও অবিরাম ব্যবহার করতে চায় তখন আমরা ওয়াই ফাই ব্যবহার করি।কিন্তু অনেক সময় ই দেখা যায় আমরা যাদের সাথে ওয়াই ফাই শেয়ার করে ব্যবহার করি তারা পাসওয়ার্ড  দিতে চায় না।

শুধু কানেক্ট করে দেয়।ফলে আমরা আমাদের কোনো বন্ধু বান্ধবী আসলে আমরা তাদের কাছে ইন্টারনেট কানেক্ট করে দিতে পারি না।অনেক ফোনেই আাবার স্ক্যান অফশন থাকে না।আর হটস্পট শেয়ার তো করা অসম্ভ। অনেকে হ্যাক করার ও চেষ্টা করতে বাদ দেই না। কিন্তু এখন সবাই ভালো রাউটার ও হার্ড পাস ওয়ার্ড ব্যাবহার করে। এই সমস্যার সমাধান একটাই সেটা হলো ব্লুটুথ শেয়ারিং।

নিচে ব্লুটুথ শেয়ারের মাধ্যমে ওয়াই ফাই শেয়ারের উপায় দিলাম

১)প্রথম এ দুই ফোনের ব্লুটুথ চালু করবেন।

২)এরপর যে ফোনে ওয়াই ফাই কানেক্ট আছে সেই ফোনের ব্লুটুথ টেদারিং অফশনে গিয়ে ব্লুটুথ টেদারিং চালু করুন।

৩)দুই ফোনের ব্লুটুথ কানেক্ট করুন।

৪)যে ফোনে ইন্টারনেট শেেয়ার করা হবে সেই ফোনে ব্লুটুথ অফশনে গিয়ে ওই ফোনের ব্লুটুথ নামের উপর ক্লিক করবেন। দেকবেন কানেক্ট হয়ে যাবে।

এজন্য কোনো ডাটা বা ওয়াই ফাই  চালু করার প্রয়োজন নেই। শুধু ব্লুটুথ ব্লুটুথ  এর মাধ্যমে ই ইন্টারনেট ব্যবহার করা যাবে।তবে ওয়াই ফাই কানেক্টেড করা ফোনে অবশ্যই ওয়াই ফাই চালু থাকতে হবে।

বর্তমানে ইন্টারনেট এর ব্যাবহার পৃথিবী ব্যাপি মহামারীর আকারে দেখা দিয়ে ছে।আর আমাদের দেশের মানুষ এখন ইন্টার নেটের প্রতি প্রবলভাবে আকৃষ্ট হয়ে গেছে। যদিও আমাদের দেশের মোবাইল কোম্পানি গুলো ইন্টারনেট এর দাম বাড়া তে বাড়াতে  তা সাধারণত মানুষের  ইন্টারনেট কেনার  সামর্থের  বাইরে।

তারপরও  সাধারণ মানুষ ই ইন্টারনেটে র বেশি ব্যাবহার করছে।তাদের ইন্টারনেট এর প্রতি এত আকৃষ্ট তা সৃষ্টি হয়েছে যে   তার  না খেয়েও ইন্টারনেট ব্যবহার করতে চায়।

ইন্টারনেট ব্যবহার যদি কোনো মানুষ শান্তি ও অবিরাম ব্যবহার করতে চায় তখন আমরা ওয়াই ফাই ব্যবহার করি।কিন্তু অনেক সময় ই দেখা যায় আমরা যাদের সাথে ওয়াই ফাই শেয়ার করে ব্যবহার করি তারা পাসওয়ার্ড  দিতে চায় না।

শুধু কানেক্ট করে দেয়।ফলে আমরা আমাদের কোনো বন্ধু বান্ধবী আসলে আমরা তাদের কাছে ইন্টারনেট কানেক্ট করে দিতে পারি না।অনেক ফোনেই আাবার স্ক্যান অফশন থাকে না।আর হটস্পট শেয়ার তো করা অসম্ভ। অনেকে হ্যাক করার ও চেষ্টা করতে বাদ দেই না। কিন্তু এখন সবাই ভালো রাউটার ও হার্ড পাস ওয়ার্ড ব্যাবহার করে। এই সমস্যার সমাধান একটাই সেটা হলো ব্লুটুথ শেয়ারিং।

Related Posts