ওয়েব ডিজাইন পরিচিতি

ওয়েব ডিজাইন পরিচিতি

ওয়েব ডিজাইন  হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মধ্যেমে বিভিন্ন বিষয়বস্তু ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করার একটি শিল্প ।

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে বিশ্বজাল । ওয়েব হলো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সকল কম্পিউটারের একটি নেটওয়ার্ক ।সুতারাং আমরা বলতে পারি , ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে বিশ্বব্যাপী বন্টিত গতিশীল সিস্টেম যা ইন্টারনেটে রান করে ।

তাহলে প্রশ্ন হলো ইন্টারনেট কী ? ইন্টারনেট হলো ঃ একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটারের যোগাযোগকে নেটওয়ার্ক বলে ।

তিনটি নতুন প্রযুক্তি সমন্বয়ে ওয়েব গড়ে ওঠেছে ঃ 

প্রথমত ঃ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ । যা দ্বারা ওয়েবপেইজ লেখা হয়

দিতীয়ত ঃ হাইপার টেক্সট ট্রান্সফার প্রটোকল । যা দ্বারা ওয়েব সার্ভার কম্পিউটার ওয়েব ট্রান্সমিট বা প্রেরনের কাজ সম্পন্ন করে ।

তৃতীয়ত ঃ ওয়েব ব্রাওজার । যে প্রোগ্রামের ডেটা রিসিভ ও অভুবাদ করে ক্লায়েন্টকে তার ফলাফল প্রদর্শন করে ।

ওয়েব পেইজঃ

 

ইন্টারনেট তথা ওয়েবে যে কেউ তথ্য রাখতে পারে এসব তথ্য হতে পারে লেখা অডিও ভিডিও , স্থির চিএ, এনিমেশন ইত্যাদি । ওয়েবে এসব তথ্য রাখার পেইজকে বলতে ওয়েবপেইজ ।

এক বা একাধিক ওয়েবপেইজের সমন্বয়ে ওয়েবসাইট তৈরী হয় ।

সুতারাং একই ডোমেইনের অধীনে পরস্পর সংযোগযোগ্য একাধিক ওয়েবপেজের সমস্টিকে ওয়েবসাইট বলে ।

ওয়েবে প্রথম ঢুকলে যে পেইজটি প্রদর্শিত হয় তাকে হোমপেইজ বলে ।

(১৯৮৯ সালে ইন্টারনেটের “হাইপার টেক্সট ট্রান্সফার প্রটোকল” আবিস্কার হওয়ার পর কম্পিউটিং সুবিধাকে ইন্টারনেটের মাধ্যমে বন্টনের জন্ন্য ১৯৯২ সালে টিম বার্নারস-লী সুইজারল্যান্ডের জেনেভায় ওয়ার্ল্ড ওয়েব তৈরী করেন ।)

ওয়েবসাইট সাধারনত দুই দরনের হতে পারে । যথা ঃ 

*স্ট্যাটিক ওয়েবসাইট

*ডাইনামিক ওয়েব সাইট

*স্ট্যাটিক ওয়েবসাইট ঃ যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েবপেইজ লোডিং বা চালু করার পর পরির্বতন করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে ।

*ডাইনামিক ওয়েব সাইট ঃ যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েবপেইজ লোডিং বা চালু করার পর পরির্বতন করা যায় ডাইনামিক ওয়েব সাইট বলে ।

Related Posts