কতিপয় দেশের কবিতা সমগ্র

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় পাঠক!! আশা করি, আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরা বাঙ্গালী জাতি। বাংলাদেশেই আমাদের জন্ম।এই দেশ পূর্বে পাকিস্তানি শাষকগোষ্টী শাষন করতো। তারা এ দেশের মানুষের উপর জুলুম নির্যাতন, নিপীড়ন করতো। ২৫ এ মার্চ রাতে তারা এ দেশের ঘুমন্ত মানুষের উপর নির্মম হত্যাকান্ড চালায় যা ইতিহাসে ” কালোরাত” নামে অবহিত। তারা আমাদের ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল। ভাষা আন্দোলনে করে শহীদ হয়েছেন রফিক, সালাম, বরকত, জাব্বার আরো অনেকেই যা ১৯৫২ সালের ভাষা আন্দোলন নামে পরিচিত, ১৯৬৯ সালে হয়েছিল গণঅভ্যুত্থান, সর্বশেষ দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমাদের এই দেশ স্বাধীনতা লাভ করে। যারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করে গেছেন সেই শহীদদের প্রতি রইলো বিনয়, শ্রদ্ধা। আমরা তাদের কাছে চিরদিন ঋণী থাকবো। প্রিয় পাঠক!! আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো কতিপয় দেশের কবিতা। আশা করি, আপনাদের ভালো লাগবে।

বাংলার মাটি
কত রক্ত সাগরের বিনিময়ে এই দেশ
লক্ষ ভাইয়ের জীবন হলো নিঃশেষ।
রঞ্জিত হয়েছে বাংলার মাটি
তাদের এ রক্ত চির খাটি।

সবুজ পতাকার মাঝে লাল বিন্দু
লক্ষ প্রাণের জীবন সিন্ধু।
হাজারো পাখির গানে হৃদয়ের স্পন্দন,
রক্তের নদীতে ঢেউয়ের ক্ষরণ।

সবুজ এ দেশ ভূমি সঞ্চিত পদচুমি,
পেয়েছি স্বাধীন মাতৃভূমি।
বাংলা আমার মায়ের ভাষা মোর প্রাণ,
লাখো শহীদের রক্তের দান।

১৬ই ডিসেম্বর
১৬ই ডিসেম্বর আমাদের অহংকার
বাঙালী জাতির গৌরব চেতনার।
এ বিজয় দেয় অনুপ্রেরণা,
বুকে সাহস আর উদ্দীপনা।
স্বাধীন হয়েছে বাংলা আমার,
উল্লাসে মেতে উঠে মন সবার।

শহীদের রক্তে অর্জিত এ বিজয়
চায়নি কভু তারা নিময়।
দেশের জন্য লড়েছে তারা
করেছে স্বাধীন এই দেশটা আমার

পেয়েছি স্বাধীন এক বাংলাদেশ
শত মা বোন হয়ে নিঃশেষ।
জীবনের বিনিময়ে এনেছি কেড়ে,
স্বাধীনতার পতাকা আমার।

বিজয়ের গান
প্রিয় মাটি প্রিয় দেশ
সবুজের বাংলাদেশ।
কত রক্ত সংগ্রাম,
কত হানাহানি।
মুছে গেলো অবশেষে
সব গ্লানি।

জীবনের চারদিকে
ছিলো দুঃখের ছায়া।
আপনজন হারানো
আছে কত মায়া।
আজ সজীব হলো প্রতিটি প্রাণ।
আজ গাই সবে বিজয়ের গান।

হৃদয়ে হৃদয়ে ছিল বেদনা বিধুর।
গল্প কবিতা কত কষ্ট বিমুর।
দেশজুড়ে রয়েছে শহিদের স্মৃতি
ভুলবো না কভু তাদের রীতি।
তাদের আত্মত্যাগ কোনদিন হবে না অম্লান
জীবন দিয়ে বাঁচাবো মোরা বাংলা মাতার প্রাণ।

বিজয় সেতো দুঃখের পরে এক সুখ,
কষ্ট নিগুঢ়োতায় এক হাসির মুখ।
বিজয় সেতো লাল সবুজের জয়,
বিজয় সেতো শত্রু পরাজয়।
বিজয় সেতো লাখো প্রাণের দান,
আজ গাই সবে বিজয়ের গান।

প্রিয় পাঠক! আশা করি, কবিগুলো আপনাদের ভালো লেগেছে। এই রকম আরো কবিতা পেতে সাথেই থাকুন।…. ধন্যবাদ….

Related Posts

24 Comments

মন্তব্য করুন