কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাবলী

বিসিএস প্রিলিমিনারিতে বাংলা ভাষা ও সাহিত্য থেকে ৩৫ নম্বরের প্রশ্ন থাকে। এই ৩৫ নম্বরের মধ্যে প্রতিবারই কবি-সাহিত্যিক থেকে বেশ কয়েকটা প্রশ্ন আসে। তাই ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিকদের নিয়ে থাকছে আমাদের আয়োজন। সেই ধারাবাহিকতায় আজকে থাকছে কাজী নজরুল ইসলামের উপর গুরুত্বপূর্ণ তথ্যবলী:

কাজী নজরুল ইসলাম

১। কাজী নজরুল ইসলাম কোন সালে জন্মগ্রহণ করেন? উঃ ১৮৯৯ সালে।

২। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? উঃ কাজী নজরুল ইসলাম

৩। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? উঃ মুক্তি।

৪। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? উঃ ব্যথার দান (১৯২২)। এটি একটি গল্পগ্রন্থ। এটি তাঁর প্রকাশিত প্রথম ‘গল্পগ্রন্থ’-ও বটে।

<

৫। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম – অগ্নিবীণা (১৯২২)।

৬। প্রথম প্রকাশিত উপন্যাসের নাম – বাঁধনহারা। এটি বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস।

৭। প্রথম প্রকাশিত নাটকের নাম – ঝিলিমিলি।

৮। প্রথম প্রকাশিত প্রবন্ধ গন্থের নাম – উঃ যুগবাণী। (কিন্তু তাঁর প্রকাশিত প্রথম প্রবন্ধ হলো

‘তুর্ক মহিলার ঘোমটা খোলা)।

৯। কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রবন্ধ গ্রন্থগুলোর নাম কি কি? উঃ রাজবন্দীর জবানবন্দী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল।

১০। কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থগুলো কি কি? উঃ সন্ধ্যা, নতুন চাঁদ, ছায়ানট, প্রলয় শিখা, অগ্নিবীণা, সাত ভাই চম্পা, সিন্দু-হিন্দোল, ফণি মনসা, চক্রবাক, সর্বহারা, জিঞ্জির, সাম্যবাদী, মরুভাস্কর, ঝিঙ্গেফুল, বিষের বাঁশি, দোলনচাঁপা।

১১। কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলো কি কি? উঃ বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা।

১২। কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থগুলোর নাম কি? উঃ ব্যথারদান, রিক্তের বেদন, শিউলিমালা।

১৩। কাজী নজরুল ইসলামের নাটকগুলোর নাম কী কী? উঃ ঝিলিমিলি, আলেয়া, মধুমালা, পুতুলের বিয়ে।

১৪। কাজী নজরুল ইসলামের কোন কবিতা প্রকাশিত হয়ে তিনি গ্রেফতার হন? উঃ আনন্দময়ীর আগমনে।

১৫। কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থের নাম কি? উঃ বিষের বাঁশি । (তাঁর মোট ৫টি গ্রন্থ নিষিদ্ধ করা হয়)

১৬। কাজী নজরুল ইসলামের রোমান্টিক কাব্যগ্রন্থ কোনটি? উঃ দোলনচাপা।।

১৭। কাজী নজরুল ইসলামের কিশোর নাটক বলা হয় কোনটিকে? উঃ পুতুলের বিয়ে।

১৮। অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি? উঃ প্রলয়োল্লাস।

১৯। কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন? উঃ সঞ্চিতা।

২০। কাজী নজরুল ইসলামের ‘চোখের চাতক’ কোন ধরনের গ্রন্থ? উঃ নজরুল সংগীত বিষয়ক গ্রন্থ।

২১। কাজী নজরুল ইসলাম কোন চলচ্চিত্রে অভিনয় করেন? উঃ ধ্রুব।

২২ কাজী নজরুল ইসলাম কোন সালে প্রথম ঢাকায় আসেন? উঃ ১৯২৬ সালে ।

২৩। কাজী নজরুল ইসলামকে স্থায়ীভাবে ঢাকা আনা হয়- উঃ ১৯৭২ সালে।

২৪। কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘ডি-লিট’ ডিগ্রি দেয়া হয় কবে? উঃ ১৯৭৪ সালে।

২৫। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়- উঃ ১৯৭৬ সালে ।

২৬ কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরণ করেন? উঃ ১৯৭৬ সালে ।

Related Posts