করোণা ভাইরাস মোকাবেলায় এই কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে।

আসসালামুয়ালাইকুম ভিউয়ারস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা তো বর্তমানে ঘরে বা  বন্দি কাটাচ্ছি এইো করোণা মহামারীর কারণে। বন্ধুরা আগের মত লকডাউন এর কঠোর নিরাপত্তা আর নেই । যার কারণে আগের চেয়ে অনেক করোণায় মানুষ বেশী আক্রান্ত হচ্ছে। তাই আমি আপনাদের সামান্য সচেতন করার জন্য এই পোষ্ট টি লিখছি। আশা করি যারা এই পোষ্ট-টি পড়বেন তাদের কাছে এই পোষ্ট-টি অনেক ভালো লাগবে।

 

 

 

এই করোণা ভাইরাস শুরু হয়েছে দীর্ঘ ৬ মাস ধরে। জানা যায় চীন দেশের এক শহর থেকে । আস্তে আস্তে এই ভাইরাস বা মহামারী-টি  ব্যপক আকার ধারণ করে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এমন কি আমাদের এই সোনার বাংলাদেশে ও ছড়িয়ে পড়েছে। অনেক মাস লক-ডাউন এর পর আমার কিছু সময় লক ডাউন থেকে মুক্তি দিয়েছে আমাদের সরকার । কিন্তু কিছু মানুষ আছে যারা নিজেদের জন্য ভাবে কিন্তু আমাদের দেশে কত অসহায় মানূষ আছে তাদের কথা একবারের জন্য্-ও ভাবে না।  এই কথা টি বলার কারণ হচ্ছে  দীর্ঘ কয়েক মাস ধরে লক-ডাউন ছিল সেখানে সরকার কতৃক কত ধরনের ত্রাণ এসেছে  সেই ত্রাণ অসহায় দের না দিয়ে তারা নিজেরা আত্তসাৎ করেছে। আমরা যাতে এ কাজ আর কোন দিন না করতে পারি সে দিকে সবাই লক্ষ্য রাখবো।

 

 

এবার করোনা ভাইরাস মোকাবোলায় আমাদের এখনো কি কি পদক্ষেপ নেও্য়া যেতে পারে সে কথায় আলোচনা করা যাক।

অনেক দেশে লক-ডাউন থাকার পর আমাদের দেশ আবার কিছুটা স্বাভাবিক হয়েছে । তাই আমদের  আগের থেকে বেশী বেশী সচেতন হতে হবে।

  • বাড়ি থেকে আমরা যখন অফিস বা কোন প্রতিষ্ঠানে যাব অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবো।
  • যদি কাছে হ্যন্ড-স্যানিটাইজার থাকে তাহলে হাতে মেখে নিয়ে তারপর দৈনন্দিন জীবনে যা ব্যবহার করি সেগুলা ব্যবহার করবো।
  • বেশী বেশী করে সবান দিয়ে হাত ধোব।
  • গণ-পরিবহন এড়িয়ে চলার চেষ্টা করবো।
  • কোলাকোলী বা হাত মেলানো থেকে বিরত থাকবো।
  • রান্না করার সময় বেশী করে ধুয়ে নেব এবং বেশী করে সিদ্ধ করে তারপর সেই খাবার রান্না করবো।
  • যদি নিজের কাছে অসুস্থ্য-বোধ মনে হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেব।
  • সামাজিক দূরত্ব বজায় রেখে এবং নিজের সাবধান নিয়ে চলাফেরা করতে হবে।
  • নিজে সচেতন থাকবেন অন্যদের ও সচেতন করবেন।

 

এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি পোষ্ট। আশা করি এই পোষ্ট-টি পড়ে আপনার কাছে অনেক ভালো লাগবে। অন্যদের যদি আপনি সচেতন করতে চান তাহলে এই পোষ্ট-টি আপনার যত বন্ধু/বান্ধব আছে তাদের মাঝে শেয়ার করুন।

 

ধন্যবাদ সবাইকে।

 

Related Posts

12 Comments

মন্তব্য করুন