কারেন্ট গেলেও কীভাবে ওয়াইফাই চালাবেন

কারেন্ট গেলেও কীভাবে ওয়াইফাই চালাবেন
বর্তমান প্রযুক্তি নির্ভর জীবনে ইন্টারনেট ছাড়া তো আমাদের চলাই সম্ভব নাহ।ছেলের আনলাইন ক্লাস হোক বা বা বুড়ো বাবার বন্ধুদের সাথে ভিডিও চ্যাট।
সব কিছুই যেনও ইন্টারনেটকে ঘিরে।বর্তমান কালে আমাদের সবার ঘরেই ব্রডব্যান্ড ইন্টারনেট আছে।এখন যাদের আইপিএস আছে তাঁরাতো ২৪/৭
চালাতে পারছে কিন্তু যাদের নাই তাঁরা কম দামে ব্রডব্যান্ড ব্যাবহার করেও চালাতে পারছে নাহ।এখন সবার পক্ষে তো আর আইপিএস কিনা সম্ভব নাহ।
তাই আপনাদের জন্য আজকে রিভিউ করছি একটি মিনি ইউপিএস যেটি দিয়ে কারেন্ট যাবার পর ৭-৮ ঘণ্টা আপনি আপনার রাউটার আর অণু চালাতে
পারবেন।

ROUTER

এখন আপনার আগে জানার দরকার যে আপনার রাউটার আর অণু এর জন্য কত ভোল্ট আর কত ওয়াট এর ইউপিএস লাগবে।তাই নিচে ছোট করে
দেখিয়ে দিলাম।যাদের ঘরে ফাইবার নাই মানে যাদের কনেকশন ক্যাঁট৫ বা ৬ দিয়ে করা তাদের ঘরে খালি রাউটার থাকবে।জাদের শুধু রাউটার আছে তাদের
ক্ষেত্রে দেখা যায় ব্যাকআপ টাইম তা আরও বেশি হয়।কারন রাউটার ধরণ বেঁধে বিভিন্ন ধরণের হয়ে থাকে।আমার জানা মতে সবচে কম হল ৯ ভোল্ট।
এখন চিন্তা করে দেখেন অণু সহ যদি ৬-৭ ঘণ্টা দিতে পারে তাহলে খালি রাউটার এ কতক্ষণ দিবে।

ONU

আর যাদের ঘরে অণু সহ মানে ফাইবার আছে তাঁরা কমপক্ষে ৬-৭ ঘণ্টা ব্যাকআপ পাবেন।প্রায় সব অণুই ১২ ভোল্ট ব্যাবহার করে তাই আপনি যখন কোন
মিনি ইউপিএস কিনতে যাবেন তখন আগে দেখে নিবেন আপনার ইউপিএস এ ১২ ভোল্ট এর পাওয়ার আউটপুট আছে নাকি।সাথে এটাও দেখবেন যেনও
আপনার রাউটার ও যেনও একসাথে পাওয়ার অন করতে পারে।

WGP MINI UPS

<

ডব্লিউজিপি মিনি ইউপিএস
এটির কথা এতক্ষণ বলছিলাম।ইউপিএসটার অনেক গুলো মডেল আছে যেমন ৫,৯,১২ ভোল্ট।মোট কথা হল আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ইউপিএস
নিতে পারবেন।৫ ভোল্ট আপনি প্রয়োজনে মোবাইল,৯ ভোল্ট রাউটার আর ১২ ভোল্ট দিয়ে আপনি অণু চালাতে পারবেন।আর এগুলোর দাম ও এমন একটা
বেশি নাহ।আর প্রয়োজনীয় সব ধরণের ক্যাবলে এটার সাথেই দিয়ে দিবে তাই এটা ছাড়া আর কিছুই কিনা লাগবে নাহ।এটার বর্তমান প্রাইস ১৬০০ টাকা।
মডেল ভেধে ভিন্ন হতে পারে।

এখন আপনার ইচ্ছা আপনি আমার সাজেস্ট করা তা নিবেন নাকি বাইরে অন্য কোন ব্র্যান্ড নিবেন।তবে এই টা নিলে ভালো হবে বলে আমি মনে করি কারন
এখন পর্যন্ত কাওকে বলতে শুনি নাই খারাপ সার্ভিস দেয়।তবে বলে রাখি আমি ডব্লিউজিপি এর কেও নাহ।প্রোডাক্ট ভালো লেগেছে বলে রিভিউ দিচ্ছি।
আপনি ডব্লিউজিপি না হলে আপনার প্রয়োজন অনুযায়ী একটা নিয়ে নিবেন।
ধন্যবাদ সবাই পড়ার জন্য।

Related Posts

8 Comments

মন্তব্য করুন