কিউ আর কোড বানিয়ে আয় করুন খুব সহজেই

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আপনারা খুব সহজেই কিউ আর কোড বানিয়ে কিভাবে ঘরে বসেই আয় করতে পারবেন এই পোস্টে আমি আপনাদের জানাবো। অনেকেই অনলাইনে অতিরিক্ত অর্থ উপার্জন করতে চাই এই জন্য অনেক সাইটও আছে যেমনঃ ফ্রিলেঞ্ছার, আপওয়ার্ক, ফাইভার ইত্যাদি। এখন প্রথমে আপনাদের জানতে হবে কিউ আর কোড আসলে কি? এবং এটি কিভাবে কাজ করে। কিউআর কোড হচ্ছে এক ধরণের ম্যাট্রিক্স বারকোডের ট্রেডমার্ক যেটি ১৯৯৪ সালে জাপানের মোটরগাড়ি শিল্পের জন্য নকশাকৃত। এটি বারকোড একটি মেশিন-পাঠযোগ্য অপটিকাল লেবেল যাতে এতে যে সংযুক্ত থাকে সে সম্পর্কে তথ্য থাকে, আপনি বারকোড স্ক্যানার নামে অনেক সফটওয়ার পাবেন যেগুলো দিয়ে এই কোড স্ক্যান করলে সাথে সাথে সব তথ্য পেয়ে যাবেন ওই প্রোডাক্টির। চলুন এবার দেখে নি কিভাবে আপনি কাজ করবেন। কিউ আর কোড মাঙ্কি ডট কম এই ওয়েবসাইটটি কিউ আর কোড বানানোর জন্য খুবই ভাল একটা ওয়েবসাইট। আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করার সাথে সাথে আপনি দেখতে পাবেন কি কি জিনিসের উপর আপনি কিউ আর কোড তৈরি করতে পারবেন। প্রথমে থাকবে ইউ আর এল তারপর টেক্সট, ই-মেইল, ফোন, এস এম এস, ভি কার্ড, মি কার্ড, লোকেশন, ফেসবুক, টুউটার, ইউটিউব, ওয়াই ফাই, ইভেন্ট, বিটকয়েন। আপনি যে জিনিসের পর বারকোড বানাতে চাইছেন ওই বিষয়টি সিলেক্ট করুন। তারপর নিচে দেখুন সেট কালার, অ্যাড লোগো, কাস্টমাইজ ডিজাইন অপশন পেয়ে যাবেন। এখানে আপনি ইচ্ছা মত আপনার বারকোড বানাতে পারেন। ইউ আর এল এর বেপারে আপনি যেই ওয়েবসাইটটির ইউ আর এল বানাতে চান ওই ইউ আর এল টি কপি করে ওখানে ইউ আর এল অপশনে পেস্ট করুন তারপর বারকোড আপনার ইচ্ছামত এডিট করুন। পর্যায়ক্রমে ধাপে ধাপে প্রত্যেকটি আপনি একই রকম ভাবে নির্দিষ্ট তথ্য অনুযায়ী বার কোড তৈরি করতে পারবেন। এবার আপনার মুল বিষয় হচ্ছে আপনি কাজ পাবেন কিভাবে? এটা নিয়ে চিন্তার কোন কারন নাই। আপনি ফাইভারে একটি গিগ তৈরি করুন যেখানে আপনি বারকোড তৈরি করতে দক্ষ এমন কিছু ইনফরমেশন দিন। ফ্রিলেঞ্ছার এ আপনার এই স্কিলটি সম্পর্কে প্রফাইলে স্কিল অ্যাড করুন। আপওয়ার্কে আপনি একই কাজ করুন। বর্তমান বাজারে এই কিউ আর কোড বানানোর জন্য এই সব আউটসোর্স সাইটে বেশ ভাল অর্থ প্রদান করে। আর তাছাড়াও এখন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে গেলে আপনার বারকোড বানানোর দক্ষতা থেকে আপনি ভালো একটি ব্যাক্তিত্যের অধিকারী হতে পারেন। আমার পোস্টটি যদি আপনাদের ভাল লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবেন। আর বারকোড তৈরির সাইট টি ভিসিট করতে ক্লিক করুন এখানে। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ

Related Posts

20 Comments

মন্তব্য করুন