কিভাবে অনলাইনের নমুনা উত্তর থেকে ধারণা নিয়ে একটি নতুন উত্তর লেখা যায়?

আসসালামু আলাইকুম,

শিক্ষার্থী বন্ধুরা,,

আশা করি সবাই ভালো আছেন,সুস্থ আছেন।

আমার এই পোস্টটি মূলত শিক্ষা বিষয়ক ও অ্যাসাইনমেন্ট এর একটি টিপস নিয়ে।

করোনা মহামারীর কারণে গত বছরের ১৭ তারিখ থেকে স্কুল প্রতিষ্ঠান বন্ধ করা হয়। আর এর মধ্যে শিক্ষার্থীদের পড়ালেখার সাথে সম্পৃক্ত রাখার জন্য সরকার ধারাবাহিকভাবে ষষ্ঠ থেকে দশম, এসএসসি-এইচএসসি ২০২২ ব্যাচ এবং বর্তমানে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন করার জন্য অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে। যদি এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তাহলে বিষয় ম্যাপিং এর মাধ্যমে অথবা অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করার মাধ্যমে রেজাল্ট প্রকাশ করা হতে পারে। আর এসব অ্যাসাইনমেন্ট এর নমুনা উত্তর অনলাইনে বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল এবং সাইটে প্রকাশ করা হচ্ছে। অনেক শিক্ষার্থীরা এই নমুনা অ্যাসাইনমেন্ট গুলো হুবুহু লিখে দিচ্ছে। কিন্তু তাদের প্রতি আমার একটি অনুরোধ থাকবে নমুনা উত্তরটি হুবহু না লিখে ধারণা নিয়ে লেখার জন্য। কারণ এই অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করার কারণ শিক্ষার্থীদের সৃজনশীলতা মূল্যায়ন করা। আজকে আমি এই পোস্ট এ কিভাবে একটি নমুনা উত্তর দিয়ে ধারণা নিয়ে নিজ মেধা দিয়ে লিখবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

১/ প্রথমে নমুনা উত্তর একবার ভালো করে পড়ে নিতে পারেন (যদি দরকার হয়)
২/এরপর অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন টি পড়ে নিজের মতো করে লিখবেন।

৩/ এছাড়া এসাইনমেন্ট এর নির্দেশনা গুলো খুব ভালো করে পড়বেন।

আবারও মনে করে দিচ্ছি যে কোন ধরনের নমুনা উত্তর হুবুহু দেখে এ্যাসাইনমেন্ট লিখবেন না নিজ ধারণা নিয়ে লিখবেন

এছাড়া এসাইনমেন্ট লেখার কিছু নিয়ম আমি নিচে দিয়ে দিচ্ছি-

সাধারণত অ্যাসাইনমেন্ট পাঠ্যবইয়ের উপরে দেওয়া হয়। সেজন্য অবশ্যই আমাদের পাঠ্য বই টা ভালোভাবে পড়তে হবে।

এছাড়া অ্যাসাইনমেন্ট কে সুন্দর ও তথ্যপূর্ণ করার জন্য ইন্টারনেট বিষয়ে শিক্ষক অথবা মা-বাবা কিংবা অভিজ্ঞ কারো কাছ থেকে সেই বিষয়ে তথ্য সংগ্রহ করতে হবে।

শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট লেখার গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা-

১. শিরোনামের পর একটি বিস্তারিত সূচিপত্র দেওয়া যেতে পারে।

২.অ্যাসাইনমেন্ট লেখার ধরন হবে অত্যন্ত সাবলীল।

৩. লেখা অবশ্য সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে লিখতে হবে।

৪. অ্যাসাইনমেন্ট লেখা অবশ্য নিজের সৃজনশীলতা তুলে ধরতে হবে।

৫. অ্যাসাইনমেন্ট লিখতে হবে A4 সাইজের কাগজে।

৬. খাতায় এসাইনমেন্ট এর শিরোনাম ও গুরুত্বপূর্ণ লাইন গুলো সাইন কলম দিয়ে লেখা যেতে পারে।

৭. খাতায় অবশ্যই মার্জিন টানতে হবে।

৮. কাটাকাটি না করার চেষ্টা করতে হবে।

ধন্যবাদ।

Related Posts

7 Comments

  1. https://blog.jit.com.bd/fiftzone-4043
    ইন্টারন্যাশনাল ওয়েবসাইট Website একেবারে নতুন এবং তারা খুব বড় বড় কোম্পানির সাথে Advertising পার্টনার করেছে (LACOSTE, BOSS, FILA, Rakuten, LUSH, Reebok, amazon, Alibaba.com and CALVIN KLEIN)ইত্যাদি।খুব ভালো ইনকাম লিংক এ ঘুরে আসার আমন্ত্রন রইলো ভালো লাগলে রেজিস্টার করবেন।🥰🥰🥰🥰

মন্তব্য করুন