কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস হোস্টিং সাইট হ্যাকিং হওয়া থেকে বাঁচাবেন।

কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস হোস্টিং সাইট হ্যাকিং হওয়া থেকে বাঁচাবেন

আজকে আপনাদের ওয়ার্ডপ্রেস হোস্টিং সাইট হ্যাকিং হওয়া
থেকে বাঁচাবেন সেই সম্পর্কে জানাব।
আজকে আপনাদের সাথে ৬ টি সিকিউরিটি টিপস শেয়ার করব।
১.লগইন পেইজ URL সেট করা।
২.ডিফল্ট ইউজারনেম এডমিনের নাম পরিবর্তন করা।
৩.সাইটে লগ-ইন লিমিট রাখা।
৪.টু-স্টেপ ভেরিফিপেকশন ব্যবহার করা।
৫.অপ্রয়োজনীয় তথ্য লুকিয়ে রাখা।
৬.ইমেইল ব্যবহার করা লগইন ইউজার এর পরিবর্তে।
এই ৬টি টিপসের বিস্তারিত জানান হলো-

১.লগইন পেইজ URL সেট করা- সাধারণতবেশিরভাগ ওয়ার্ডপ্রেস লগইন
পেইজে ডোমেইন নামের শেষে wp-login.php বা  wp-admin যোগ করা হয়ে থাকে।তাই URL কাস্টমাইজ করে পরিবর্তন করে নেয়া উচিত। কারণ এখানে ইউজার নেইম ও পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটের ব্যাকএন্ড এ অ্যাক্সেস করা হয় বলে হ্যাকাররা ব্রূট ফোর্স অ্যাটাক এখান থেকেই করে থাকে।
২.ডিফল্ট ইউজারনেম এডমিনের নাম পরিবর্তন-

ডিফল্ট ইউজারনেম এডমিনের নাম পরিবর্তন করে নিজের ইচ্ছা মত নাম দেয়া। তা নাহলে হ্যাকাররা বিভিন্ন সফটওয়্যার ব্যাবহার করে লগ-ইন এটেম্প চালায়ে সহজেই আপনার সাইটকে হ্যাক করে নিতে পারবে।

৩.সাইটে লগ-ইন লিমিট রাখা-

হ্যাকারদের একটা প্রিয় হ্যাকিং সিস্টেম হচ্ছে Brute Force। হ্যাকার রা Brute Force হ্যাকিং এর মাধ্যমে তারা বহু সংখ্যাক সাইট হ্যাক করে থাকে।তাই আমাদের উচিত সাইটে লগ-ইন লিমিট রাখা।যদি আমরা না রাখি তাহলে আমাদের সাইট হ্যাকার দের কবলে পরতে পারে।
৪.টু-স্টেপ ভেরিফিপেকশন ব্যবহার করা-

লগইন পেইজে টু-স্টেপ ভেরিফিপেকশন রাখা আরেকটি ভাল নিরাপত্তা ব্যবস্থা।এইটি করে রাখলে আমাদের সাইটি রাখা আরেকটি ভাল নিরাপত্তা ব্যবস্থার ভিতরে থাকবে।
৫.অপ্রয়োজনীয় তথ্য লুকিয়ে রাখা-

ভিজিটরের প্রয়োজন নেই এমন তথ্য লুকিয়ে রাখা ভাল।এতে করে হ্যাকাররা কোন নির্ধারিত ভার্সন অনুযায়ী সফটওয়্যার ব্যাবহার করে আপনার সাইটকে হ্যাক করে নিতে পারবে না।এবং আপনার সাইটটি নিরাপদ থাকবে।
৬.ইমেইল ব্যবহার করা লগইন ইউজার এর পরিবর্তে-
ওয়ার্ডপ্রেস ডিফল্টভাবে লগইন করতে আমরা সাধারণত ইউজার নেইম ব্যবহার করে থাকি। এ ক্ষেত্রে ইউজার নেইম এর পরিবর্তে ইমেইল আইডি ব্যবহার করে আমরা আমাদের সাইটকে আরো নিরাপদ করতে পারি। কেননা যে কোন ইউজারনেইম খুব সহজেই ট্রেস করা যায় কিন্তু ইমেইল আইডি সহজে ট্রেস করা যায় না। এক্ষেত্রে আমরা WP Email Login এই প্লাগইনটি ব্যবহার করে এই সুবিধাটি নিতে পারি।WP Email Login প্লাগইনটি ব্যবহার করলে আমাদের সাইটটি আরো নিরাপত্তার মধ্যে থাকবে।
সবাইকে অগ্রিম ধন্যবাদ।

Related Posts

23 Comments

  1. আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
    আপনার একটা সাসক্রাইব আর একটা লাইক আমার জন্য অনুপ্রেরণা
    Please support me🙂

    Youtube Channel: https://www.youtube.com/channel/UCcrbrQxUzsavUjfXMgrsM6Q

    Facebook page:
    https://www.facebook.com/107324621876693/posts/113049517970870/?app=fbl

মন্তব্য করুন