কিভাবে ইউটিউবের জন্য থাম্বনেল বানাবেন খুব সহজে।

আসসালামুয়ালাইকুম বন্ধুরা,আশা করি আপ্নারা অনেক ভালো এবং সুস্থ্য আছেন।
বন্ধুরা আমরা সবাই ইউটিউবের ভিডিও  দেখে থাকি। ইউটিউবারেরা যেসব থাম্বনেল দিয়ে থাকে তা দেখে আমরা আকৃষ্ট হই,এবং ওই ভিডিও তে ক্লিক করি। আমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তারা  জানিনা কিভাবে ইউটিউবের ভিডিওর জন্য একটি ভালো থাম্বনেল  বানাতে হয়।
আজকে আমি আপনাদের সামনে দেখাব কিভাবে আপ্নারা আপনাদের ইউটিউবের জন্য থাম্বনেল বানাবেন।
তো আর কথা না বলে আজকের পোষ্টটি লেখা শুরু করা যাক।
প্রথমে নিচের  দেওয়া লিংকে ক্লিক করে একটি এপ্লিকেশন  ডাউনলোড করে নিন।
ডাউনলোড  করা হয়ে গেলে ইন্সটল  করে ওপেন দিবেন।
ওপেন দেওয়ার  পর আপনার সামনে একটি ইন্টারফেজ  আসবে।
আপনি থাম্বনেল  বানানোর জন্য প্লাস আইকনে ক্লিক করুন। এবার আপনাকে একটি সাইজ নিতে হবে সাইজ টি হচ্ছে  ১০৯২০*১০৮০ এই সাইজ দিবেন দেওয়ার  পর  আপনার সামনে ওই সাইজের পেজ আসবে।আপনার এখন কাজ হচ্ছে এখান আপনার ছবি ও লেখা দিয়ে কাস্টমাইজড করা।ছবি  ও লেখা আনার জন্য আপনি নিচের ডান দিকে প্লাস  আইকন দেখতে পারবেন
আপনি প্লাস আইকনে ক্লিক করবেন এবার আপনি লিখতে পারেন।আর ছবি আনার জন্য গ্ল্যায়ারি দেখতে পারবেন।এবার আপনার ইচ্ছা মত ছবি চুস করুন। এবার আপনি ইডিট করুন। আপ্নারা থাম্নেল বানানো  হয়ে গেলে গ্যালারী আইকন সিলেক্ট করে আপনার থাম্বনেল টি সেভ করতে পারেন।
ধন্যবাদ আপনাদের সবাইকে।

Related Posts