“কিভাবে সাহসী হওয়া যায়”

সাহসী হতে কে না চায়।সবাই ভাবে যে কোনা বর জায়গায় গিয়ে অনেক মানুষের সামনে দাঁড়িয়ে কিছু বলার।কিন্তু আসলেই কি তা সবাই পারে।আসলেও সবাই তা পারে না কারন সবার মধ্যেই সেই শক্তিটা নেই।ঐটা নিজেকেই নিজে তৈরি করে নিতে হয়।কিন্তু আজ আমি আপনাদেরকে এই সাহসী সম্পর্কেই এক জনের ঘটনা বলব আশা করি সবাই মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন আপনাদের সাহসের ক্ষেত্রে কাজে লাগবে।এক জন লোক ছিল সে যে কারো সাথে কথা বলতে অনেক ভয় পেত।যখন তার সামনে কোন লোক আসতো তখন তার মুখ দিয়ে কোন কথা বের হতো হত না সে অনেক ভয় পেত।কোনো বর অনুষ্ঠানে বক্তব্য দিতে বললে সে ভয় পেত তার মুখ দিয়ে কোনো কথা বের হতো না এবং তার শরীরের বেশ কিছু অংশ কাপতে থাকত।সবাই তাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করত আর তিনি মুখ বুজে সব সহ্য করে নিত।কিন্তু এই ভাবে আর কত দিন তিনি রাগ অভিমান জেদে সে শপথ করল যে আমি এই বিশ্বের সবার চেয়ে অনেক বেশি সাহসী হবো।তার কথা অনুযায়ী সে তার চেষ্টা চালিয়ে যায় সে অনেক গুলো গাছ সামনে রেখে স্টেজ সাজিয়ে সেই গাছ গুলোর সাথে বক্তব্য দিতে শুরু করে আর এভাবেই ধীরে ধীরে সে সবার সাথে কথা বলতে থাকে।আর তারপর সে অনেক দূরে দূরে যেয়ে স্টেজ এ উঠে বক্তব্য দেওয়া শুরু করে।এবং আস্তে আস্তে সে দেখা গেল সবার চেয়ে ভালো বক্তব্য দেওয়া শিখে গেল।আর তারপর কোথাও বক্তব্য হলে সবাই তাকে আগে ডেকে নিয়ে যেত আর এভাবেই সে সারা বিশ্বের মধ্যে অনেক নাম করা হয়ে যায় এবং সে সারা বিশ্বের মধ্যে অনেক সাহসী হয়ে উঠে।আর এই ছিল তার জীবনের সাহসী হওয়ার বাস্তব একটি উদাহরণ।আমরা কিন্তু ধরতে আমাদের দেশে শুধু আমাদের দেশে না বিশ্বের অনেকেই ওই লোকটার মতো আছি কিন্তু আমাদের এই সমস্যা গুলো কিন্তু চাইলেই সমাধান করতে পারি।আমরা যারা সাহসী না তাদের কেউ কিছু বললেই মাথা নিচু করে থাকে।আর আমরা যদি এটি না করে তাদের চোখে চোখ রেখে কথা বলতে পারি তাহলে কিন্তু তারা এত সাহস পায় না।আর সাহসী হওয়াটা কিন্তু বেশি কঠিন কাজ না আমরা যদি একটু আমাদের মনটাকে শক্ত করে সবার সাথে কথা বলতে পারি তাহলেই কিন্তু আমরা আস্তে আস্তে অনেক সাহসী উঠতে পারি।তাছাড়াও আমরা চাইলে যেখানে অনেক বর বর অনুষ্ঠান সেখানে গিয়ে যদি আমরা একটু একটু কথা বলি তাহলে কিন্তু আমাদের মনের জোরটা অনেক বরে যাবে এবং আমরা খুব সহজেই অনেক বেশি সাহসী হয়ে উঠতে পারি।

Related Posts

9 Comments

মন্তব্য করুন