কি কি রয়েছে রেডমি নোট নাইন প্রো তে?

আজকে আমরা কথা বলবো সাওমির নতুন একটি স্মার্টফোন রেডমি নোট নাইন প্রো নিয়ে।

কিছুদিন আগেই দেশের বাজারে লঞ্চ করা হলো সাওমির স্মার্টফোন রেডমি নোট নাইন প্রো। অসাধারণ দেখতে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে বেশ কয়েকটি কালার ভেরিয়েন্টে। যার মধ্যে রয়েছে ট্রপিক্যাল গ্রিন, গ্লাসিয়ার হোয়াইট, ইন্টারস্টেলার গ্রে। ফোরজি সিস্টেমের এই ফোনটিতে রয়েছে ডুয়াল ন্যানো সিম। ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, রেডিও তো থাকছেই। এতে রয়েছে ইউএসবি ২.০ টাইপ সি চার্জিং সিস্টেম যার সাথে রয়েছে ৩৩ ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার মাধ্যমে ৩০ মিনিটে ৫০% পর্যন্ত চার্জ করা যাবে। ডিস্প্লের কথা বলতে গেলে এখানে রয়েছে ৬.৬৭ ইঞ্চির একটি ফুল এইচ ডি প্লাস আইপিএস এলসিডি ডিস্প্লে যার পি পি আই ডেন্সিটি হচ্ছে ৩৯৫ পিক্সেল। যাকে প্রটেকশন করছে করণিং গোরিলা গ্লাস ফাইভ। তবে এতে ওয়াটার রেজিস্ট্যান্স এর কোনো সিস্টেম নেই। ব্যাক ক্যামেরা হিসেবে রয়েছে ৬৪ মেগাপিক্সেল এর একটি মেইন শুটার, সাথে থাকছে ৮+২+২ মেগাপিক্সেলের আরো ৩ টি ক্যামেরা। যার মধ্যে রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যেটি অবশ্যই একটি দারুন জিনিস, এর জন্য একটি থাম্বস আপ, এছাড়া রয়েছে একটি ম্যাক্রো শুটার এবংং সাথে রয়েছে একটি ডেপথ সেন্সর। এতে ভিডিও রেকর্ডিং করা যাবে ফোরকে রেজুলেশনে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে ১৬ মেগাপিক্সেলের একটি ক্যামেরা যেটিতে ভিডিও করা যাবে ফুল এইচ ডি প্লাস রেজুলেশনে। এতে দেয়া হয়েছে লিথিয়াম পলিমারের ৫০২০ এম এ এইচ এর নন রিমোভেবল ব্যাটারি। এতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে এন্ড্রোয়েড টেন এবং ইউআই হিসেবে রয়েছে এম আই ইউ আই ১১। এতে চিপসেট হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি অক্টাকোর প্রসেসর যার সর্বোচ্চ ক্লোক স্পিড ২.২৩ গিগা হার্জ পর্যন্ত। এতে র‍্যাম হিসেবে রয়েছে ৬ জিবি। এর জিপিইউ হচ্ছে এডরেনো ৬১৮। এর স্টোরেজ হিসেবে রয়েছে ৬৪/১২৮ জিবি যার স্টোরেজ টাইপ ইউ এফ এস ২.১। এর সেন্সর হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এক্সেলারোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি এবং ই কম্পাস।
এর ডেডিকেটেড সিম স্লটও রয়েছে সেটিকে এক্সপান্ড করা যাবে আপ টু ৫১২ জিবি। ফিঙ্গার প্রিন্ট সেন্সরটি রয়েছে সাইড মাউন্টেড।
ফোনটি খুব একটা লাইট ওয়েট ও নয় আবার খুব ভারী ও নয়। এর ওজন হয়েছে ২০৯ গ্রাম। যেটি মানিয়ে নেয়ার মতো।
ফোনটির ব্যাক প্যানেল প্লাস্টিক এবং এর ফ্রেম হিসেবেও রয়েছে প্লাস্টিক বিল্ড। যেটি গ্লাসের হলে আরো ভালো হতো বলে আমার মনে হয়।

  1. ফোনটির ৬/৬৪ এর দাম রাখা হয়েছে ২৫৯৯৯ টাকা এবং
    ৬/১২৮ জিবি এর দাম রাখা হয়েছে ২৭৯৯৯ টাকা।

Related Posts