কেন কম্পিউটার দুর্বল হয় ? কম্পিউটার কে super first করার সেরা টেকনিন । কোন software ছারা ।

আসসালামু আলাইকুম ! সকলের প্রতি সকলেই আমার সালাম নিবে (অমুসলিম বাদে)
windows operating  system বর্তমানে অনেক জনপ্রিয় বলতে পারেন । যদিও ইন্টারনেটে গেলে অনেক অপারেটিং সিস্টেম পাবেন । কিন্তু widows টাই বেশি পরিচিত সকলের কাছে । আমরা যখন নতুন একটা computer বাজার থেকে ক্রয় করি তখন আমরা দেখি আমাদের computer টা অনেক দ্রুত থাকে কিন্তু সময় যাওয়ার সাথে সাথে computer কিছুটা দুর্বল হয়ে পরে ।

এখন আমাকে অনেকেই হয়ত প্রশ্ন করতে পারেন যে , সেলিম ভাই আপনি এটা কি বললেন যে কিছুটা দুর্বল হয়ে পরে ? আমিতো দেখি আমি যদি ২ মাস আমার পিসি তে windows set up না করি তাহলে আমার পিসি চলতে চায়না এটা তাহলে কি ?

আমি উত্তরে আপনাকে এটা বলব যে আপনার ধারনা ঠিক নয় আমাদের পিসি দুর্বল হয়ে পরে না । আপনি বা আমরা আমদের পিসি এর সঠিক ভেবে যত্ন নেই না বলে আমাদের পিসি তে এমনটা হয় । যাহোক এভাবে কথা বললে অনেক কথা হয়ে যাবে শেষে দেখা যাবে আমরা আমাদের আসল কারটাই দেখাতে পারলাম না ।

এবার আসুন আমরা দেখি কিভেবে আমরা বা আপনারা আপনাদের বা আমাদের পিসি কে দুর্বল হওয়ার হাত থেকে বাচাতে পারি । আপনারা হয়ত অনেকেই জানেন যে আপরা যখন আমাদের পিসি ব্যবহার করি তখন আমাদের অজান্তেই অনেক অনেক temp ফাইল আমাদের পিসি তে জমা হতে থাকে যার ফলে আমাদের পিসি দুর্বল হয়ে পরে । যাহোক এবার আমরা জানব যে কিভাবে আমরা আমাদের পিসি কে temp file এর হাত থেকে যক্ষা করতে পারি ?

আপনি যদি এই ফাইল গুল না ডিলিট করেন তাহলে আপনার পিসি অনেকটাই দুর্বল হয়ে পরবে । আর এক সময় আমরা দেখব যে আমদের পিসি চলছেই না । আসলে এর থেকে রক্ষা পাওয়ার কি কোন উপায় নাই ? তাহলে এবার আসুন দেখি কিভেবে আপরা এই জালা থেকে জক্ষা পাব । এর জন্য আপনাদের নিচে যেমন বললাম সে রকম করতে হবে ।
প্রথমে , আপনার computer কে ফাস্ট করার জন্য windows+R প্রেস করতে হবে , তার পর আপনাদের সামনে এমন আসবে , যেমন টা আমনি ইমেজ এর মাঝে দেখতে পাচ্ছেন ।

computer কে করুণ super fist
computer কে করুণ super fist

২। তার পর আপনাদের ফাকা যায়গায় লিখতে হবে ” %Temp% ” তার পর ok প্রেস করতে হবে । নিচের মত। নিয়ে যেমন টা দেখানো হল–

computer কে করুণ super fist
computer কে করুণ super fist

৩। তার পর আপনাদের মাঝে নিচে যেমন টা দেখানো হলো তেমন দেখতে পাবেন । এখান থেকে আপনি ctrl+A প্রেস করেন ।

computer কে করুণ super first
computer কে করুণ super first

৪ । ctrl+ a প্রেস করার পর নিচের মত আসবে ।

computer কে করুণ super first
computer কে করুণ super first

আপনি আরো পরতে পারেন —– —

Temp mail কেন ব্যবহার করবেন? এর সুভিদা কি? Temp mail পাওয়ার সেরা সাইট নিয়ে আজকে কথা বলব ।

৫ । এর পর রাইট ক্লিক করে ডিলিট করে দিন ।

এরকম আসবে যেমন টা নিচে দেখানো হল –

computer কে করুণ super first
computer কে করুণ super first

৬ । এর পর skip লেখাতে ক্লিক করে দিন । যেমন উপরে দেখানো হয়েছে ।

৭ । তার পর ওখানে ক্লিক করেন । যেমন নিচে দেখানো হল –

computer কে করুণ super first
computer কে করুণ super first

৮ । এখান থেকে আপনি local low তে ক্লিক করেন নিচের মত ।

আপনি আরো পরতে পারেন —– —

যে ফাইল গুলো থাকার কারণে আমাদের পিসি তারা তারি দুর্বল হয়ে পরে , কিভাবে আপনার পিসি থেকে Duplicate Files গুলো ডিলিট করবেন ?

computer কে করুণ super first
computer কে করুণ super first

৯ । তার পর আপনার সামনে নিচের মত দেখতে পাবেন ।

computer কে করুণ super first
computer কে করুণ super first

সেখান থেকে আপনি microsoft লেখাতে ক্লিক করেন ।

১০ । তার পর আমনার সামনে নিচের মত আসবে নিচে দেখেন —

computer কে করুণ super first
computer কে করুণ super first

১১। ওখানে ক্লিক করার পর আপনার সামনে এমন আসবে নিচের মত — দেখে নিন । তার পর content এ ক্লিক করেন ।

computer কে করুণ super first
computer কে করুণ super first

১২ । তার পর নিচের মত আসবে , এখান থেকে আপনি ctrl+A প্রেস করে all select করে নিন ।

computer কে করুণ super first
computer কে করুণ super first

১৩ । তার পর আপনি Right click করেন নিচের মত আসবে সেখান থেকে আপনি ok ক্লিক করেন ।

computer কে করুণ super first
computer কে করুণ super first

১৪ । তার পর আপনি এটা কে ডিলিট করে দিন ।

computer কে করুণ super first
computer কে করুণ super first

১৫। এর পর back এ আসেন তার পর আমনি এমন দেখতে পাবেন , এটাও আগের টার মত ডিলিট করে দিন । যেমন টা উপরে আমি আপনাদের দেখালাম ।

 

computer কে করুণ super first
computer কে করুণ super first

পোস্ট টি কেমন লাগল জানাবেন কিন্তু ।

তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফিয।

Related Posts

17 Comments

মন্তব্য করুন