কোথায় আমাদের দেশ প্রেম

আচ্ছালামুআলাইকুম, আশাকরি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।

আজকে যে বিষটি নিয়ে লিখবো তা বর্তমান পেহ্মাপট দেখেই লেখা।হায়রে আমাদের দেশ কোথায় গেলো ৭১ এর চেতনা। আমার আপনার ভাই,বাবা, দাদা কতো মা বোন এর জীবন এর বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি।

কথা গুলো কি জন্যে লেখা অনেকেই বুঝতে পেরেছেন। আর যারা বুঝতে পারেন নি তাদের জন্য একটু বিস্তারিত বলছি আপ্নারা চারপাশে একটু ভালো করে খেয়া করে দেখেন কতো রঙ বে রঙ এর পতাকা রাস্তা ঘাট, দোকান পাট এ ঝুলছে তা কিন্তু আমাদের দেশের পতাকা না। তা হচ্ছে ভিনদেশী পতাকা। কেন আমরা এই পতাকা টানিয়ে রাখবো?. ও হা আমরা বা আপ্নারা দল সাপোর্ট করেন তাই,ভালো দল সাপোর্ট করা। কিন্তু তা মনে মনে রাখলে কি সমস্যা তাতে কি আমার আপনার দল এর কোন সমস্যা হবে?  হবে না। অন্যদিকে অনেক আসহায় লোকের উপকারে আসবে আপনি যদি চান।আমরা বাংলাদেশ এর নাগরিক কই আমরাতো এতো টাকা পয়শা খরচ করে পতাকা টাঙাই না।এর মানে কি আমরা আমাদের দেশকে ভালোবাসি না? অবশ্যইই আমাদের দেশকে সবাই ভালোবাসি। তাই সবাইকে উদ্দেশ্য করে বলছি এত্তো টাকা পয়শা খরচ না করে ঐ টাকা একত্রিত করে আপনার এলাকার আসহায় লোককে দিন এতে সেই অসহায় গরিব লোকটি অনেক অনেক খুশি হবেন আর আল্লাহর কাছে আপনাদের নামে দোয়া করবেন।

আশা করি কথাগুলো সবাই বুঝেছেন,সুধু বুঝলে হবে না কাজে প্রয়োগ করতে হবে।তাহলেই দেশ প্রেম বাড়বে।

কেউ কথাগুলো খারা দৃস্টিতে দেখবেন না।

Related Posts

11 Comments

মন্তব্য করুন