কৌতুক অভিনেতা টেলি সামাদ আর নেই।

 

কৌতুক অভিনেতা টেলি সামাদ আর নেই।

চলচিত্র জগতের একসময়ের জনবপ্রিয় ও শক্তি শালী কৌতুক অভিনেতা টেলি সামাদ-আসল নাম(আব্দুস সামাদ) শনিবার ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন – (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে উনার বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি সর্বশেষ ২০১৫ সালে “জিরো ডিগ্রী’ সিনেমায় অভিনয় করেন। অভিনয় জীবনে চার দশকে প্রায় ৬০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

মুন্সীগঞ্জে জেলার, সিরাজদিখান উপজেলার’ নয়াগাও গ্রামে ১৯৪৫ সালের ৮ জানুয়ারি  জন্মগ্রহন করেন তিনি। তার বড় ভাই ছিলেন খ্যাতনামা চারুশিল্পী আব্দুল হাই। আব্দুস সামাদ(টেলি সামাদ) ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের চারুকলা থেকে উচ্চতর শিক্ষা গ্রহন করেন।“কার বাউ” চলচ্চিত্রে কৌতুকাভিনয়ের মাধ্যমে ১৯৭৩ সালে চলচ্চিত্র জগতে প্রদার্পন করেন তিনি। “পায়ে চলার পথ” ও ‘নয়মনী’ ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা লাভ করেন তিনি। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ৫০ টির মত চলচ্চিত্রের গানে কন্ঠ দেন তিনি এবং ‘মনা পাগলা’ ছবির সংগীত পরিচালনা ও করেন তিনি।

২০১৫ সালে তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘জিরো ডিগ্রী’ চলচ্চিত্রটি মুক্তি পায়।

তার অভিনীত উল্লেখ্যযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে-

  • জিরো ডিগ্রী(২০১৫)সাল-অনিমেষ আইচ
  • কুমারী মা (২০১৩)সাল
  • সাথী হারা নাগিন (২০১১)সাল
  • মায়ের চোখ (২০১০)সাল
  • আমার স্বপ্ন আমার সংসার (২০১০)সাল
  • রিকসাওয়ালার ছেলে (২০১০)সাল
  • মন বসে না পড়ার টেবিলে (২০০৯)সাল
  • কাজের মানুষ (২০০৯)সাল
  • মায়ের হাতে বেহেস্তের চাবি (২০০৯)সাল
  • কে আমি (২০০৯)সাল – হাশেম
  • কেয়ামত থেকে কেয়ামত (১৯৯৩)সাল
  • মিস লোলিতা (১৯৮৫)সাল
  • নতুন বউ (১৯৮৩)সাল
  • মাটির ঘর (১৯৭৯)সাল
  • নাগরদোলা (১৯৭৯)সাল
  • গোলাপী এখন ট্রেনে (১৯৭৮)সাল – বঙ্গা
  • অশিক্ষিত (১৯৭৮)সাল – কালা
  • জয় পরাজয় (১৯৭৬)সাল
  • গুন্ডা (১৯৭৬)সাল – জব্বার
  • সুজন সখী (১৯৭৫)সাল – বগা
  • চাষীর মেয়ে (১৯৭৫)সাল
  • রঙিন রূপবান
  • ভাত দে

তিনি অভিনয় জীবনে অনেক জাতিয় ও চলচ্চিত্র পুরস্কার পান। তার অভিনীত ছবির মধ্যে অনেক ছবিই আছে যেখানে দর্শক চাহিদার দিক থেকে ছবির প্রধান চরিত্রের যায়গা দখল করে রেখেছিলেন জনিপ্রিয় এই অভিনেতা টেলি সামাদ। এই কৌউতুক অভিনয়ের জন্যই চলচ্চিত্র জগতে সবার প্রিয় পাত্র চিলেন তিনি। অভিনয় জগতে তিনি যেমন ছিলেন হাস্য রসে ভরা বাস্তব জীবনেও তার বিপরিত ছিলেন না তিনি। তার মতে, বাংলাদেশ টেলিভিশনের ক্যামেরাম্যান মোস্তফা মামুন তার ডাক নাম চিয়েছিলেন টেলিসামাদ। তার পর থেকেই তিনি এ নামেই পরিচিত হন, তার আসল নাম আব্দুস সামাদ। প্রথম অবস্থায় ছবিতে নায়কের অভিনয় করতে চাইলেও পরবর্তিতে কৌতুক অভিনেতা হিসেবে বেশি প্রচারনা পাওয়াই তিনি কোউতুক অভিনেতা হিসেবেই চলচ্চিত্র জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

২০১৭ সালে যুক্তরাষ্ট্রে বাইপাস সার্জারি করানো হয় তাকে । তিনি খাদ্য নালীতে সমস্যার পাশাপাশি বুকে ইনফেকশন ও ডায়াবেটিসে ভুগছিলেন। অবশেষে দির্ঘদিন অসুস্থ থাকার কারনে আজ ৬ এপ্রিল ২০১৯ দুপুরের দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে অসুস্থতাজনিত কারনে  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে উনার বয়স হয়েছিলো ৭৪ বছর।

Related Posts