খাওয়ার সময় সালাম আদান প্রদান

খাওয়ার সময় সালাম আদান প্রদান ও প্রয়োজনীয় কথা বার্তা বলা যাবে কি.?

খাওয়ার সময় সালাম আদান প্রদান ও প্রয়োজনীয় কথা বালা যায়।যে সব কথা সাধারন অবস্থায় জায়েজ।তা খাবার খাওয়ার সময় ও জায়েজ।খাদ্য গ্রহনের সময় কোন কথা বা সালাম দেয়া যাবে না।মর্মে যে কথা সমাজে প্রচলিত আছে তার কোন  ভিত্তি নাই।

রাসূল (ছাঃ) খাদ্য গ্রহনের সময় প্র‍য়োজনীয় কথা বলেছেন।আবূ হুরায়রা (রাঃ) বলেন-একবার রাসূল (ছঃ) খাদ্য গ্রহন কালে বলেন আমি কিয়ামতের দিন সমগ্র জাতির সর্দার হবো।

তোমরা কি জানো আল্লাহ্‌ কিভাবে (কিয়ামতের দিন) একই সমতলে সমগ্র জাতিকে একত্তিত করবেন।(বুখারি হাদিস হা/৩৩৪০; মুসলিম হা/১৯৪)

জাবের (রাঃ) বলেন একদিন রাসূল (ছাঃ) সিরকা খেতে খেতে বলেন সিরকা কতোই না ভালো তরকারী। সিরকা কতই উত্তম তরকারী। (মুসলিম হা/২০৫২ মিশকাত হা/৪১৮৩।)

অত্র হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী বলেন খাবার গ্রহন কারিদের আকৃস্ট করার জন্য কথা বলা মুস্তাহাব।(সরহ মুসলিম ১৪/০৭)।

ইবনু ক্বাইয়িম বলেন নবি (ছাঃ) খাবারের সময় কথা বলতেন (যাদুল মায়াদ ২/৩৬৭)

তবে এর অর্থ এই নয় যে খাবারের সময় অহেতুক কথা বা গল্প করা যবে।যেমন আজকাল ভোজ সোভাগুলোতে হয়ে থাকে।বরং এ সময় আল্লাহ্‌ র শুকরিয়া আদায়ের মধ্যে থাকতে হবে।

Related Posts

12 Comments

মন্তব্য করুন