খুব সহজে নিজেই একটি Calculator Software বানিয়ে ফেলুন

নমস্কার সবাইকে। আশাকরি ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি calculator software নিয়ে। ল্যাপটপ বা কম্পিউটারে যে ক্যালকুলেটর আছে আমরা তো সেটাই ব্যাবহার করেছি। আপনি যে খুব সহজেই একটি calculator software তৈরি করতে পারবেন।তা কি কখনো ভেবেছেন। হয়তো বা ভাবনে নি,যারা ভাবেন নি বা calculator software তৈরি করতে পারেন না, তাদের জন্য আজকে আমার এই টিউনটি।

 

প্রথমে বাম দিকের একেবারে নিচের কোনের start মেনুতে যান

এরপর Notepad লিখে সার্চ করুন, Notepad এ ক্লিক করুন।

এরপর নতুন একটা window আসবে অর্থাৎ notepad ওপেন হবে।

Notepad এ একটু কষ্টকরে এই লেখাগুলো লিখুন।

এরপর File menu থেকে Save এ ক্লিক করুন।

এরপর new window আসবে,সেখান থেকে File name এর জায়গায় Calculator.bat লিখে file টি সেফ করুন।

তারপর যেখানে file টি save করেছেন সেখানে গিয়ে ফাইলটি ওপেন করুন। ওপেন করার পর এইরকম আসবে।

আপনি এখন যোগ,বিয়োগ, গুণ, ভাগ করতে পারবেন।কিভাবে করবেন তা বলছি।
যেমন ধরুন আপনি ৩ এবং ৮ যোগ করবেন তাহলে আপনাকে প্রথমে ৩+৮ লিখে enter প্রেস করতে হবে তাহলে উওরটা নিচে এসে যাবে।

 

 

আমার টেকটিউনি সম্পর্কে মতামত দিতে কমেন্ট করুন। ভালো থাকবেন। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন।

Related Posts

8 Comments

মন্তব্য করুন