খোলা চুল নিয়ে উক্তি

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই ?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনায় করি। খোলা চুল নিয়ে উক্তি

চুল সৌন্দর্যের  এক অলংকার স্বরূপ। রেশমি ঘন কালো চুলে মুগ্ধ হয়ে কত কবি সাহিত্যিক  যে গান ,কবিতা রচনা করেছেন তার কোনো ইয়ত্তা নেই। তাই চুল এক ধরনের সম্পদ। চুল নারীদের ক্ষেত্রে তাই অলংকার স্বরূপ। লম্বা চুলের কদর রয়েছে তাই যুগ  যুগ ধরে, কালে কালে রয়েছে।তাই চুল নিয়ে নারীদের চিন্তার শেষ নেই। কত যত্ন যে করে থাকে লম্বা চুলের জন্য তার ইয়ত্তা নেই। তাইতো এখনো মানুষ লম্বা চুলের পাগল।

তবে চুল এমন এক সৌন্দর্যের প্রতীক যা প্রতীকী অর্থে কখনোই বর্ণনা করা যাবে না।নারীর রুপ এবং সৌন্দর্যের এক অন্যতম অংশ হলো চুল।চুলের সৌন্দর্য তাই চুল জানে। চুল তাই বাধা নয় খোলায় সুন্দর। বাধা চুলে কখনো চুলের আসল সৌন্দর্য বুঝা যায় না। চুলের আসল সৌন্দর্য রয়েছে তাই খোলা চুলে।স্নিগ্ধ বাতাসে যখন চুল ঢেউ খেলে যায় তখন সেই সৌন্দর্যের কোনো হিসাব খুঁজে পাওয়া যায় না।

নারীর খোলা চুল নিয়ে তাই কবির কাব্বিকতার কোনো শেষ নেই। খোলা চুল নিয়ে তাই গুণীজনদের উক্তির শেষ নেই। খোলা চুল এ মুগ্ধ হয়নি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না।কেউ মুগ্ধ হতে রচনা করেছে কাব্য। কেউ কবিতা আর উক্তি।তাই নিচে খোলা চুল নিয়ে রচিত কিছু উক্তিসমূহ তুলে ধরা হলোঃ

উক্তি ১:
“হারানোর জন্য
তোমার খোলা চুল এবং চোখের কাজল যথেষ্ট”
উক্তি ২:

“কোনো এক পড়ন্ত বিকেলে বারান্দায় দাঁড়িয়ে
রেশমি কালো চুলের ঢেউ মুগ্ধ করে আমাকে “।

উক্তি ৩:

“খুলে দাও তুমি এই চুলের বাঁধন
অবাধ্য হয়ে না হয় সে বাতাসেই উড়ুক “।

উক্তি :৪
“ইচ্ছে হয় হাড়িয়ে যাই
ওই খোলা চুলের গভীরতায়”।

উক্তিঃ৫

“খোলা চুল তুমি বলে দাও
কেনো মুগ্ধ না হবে কেউ তোমার মায়ায়”।

সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হবো আপনাদের সামনে।ধন্যবাদ সবাইকে।

ঘরে থাকুন
সুস্থ থাকুন

Related Posts

13 Comments

মন্তব্য করুন