“গ্রাথোর” নিয়ে কবিতা ( পঞ্চম বা শেষ পর্ব )

সুপ্রিয় পাঠক পাঠিকা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। দীর্ঘদিন পর গ্রাথোর নিয়ে লেখা কবিতার পঞ্চম পর্ব বা বা শেষ পর্ব লিখতে আপনাদের সম্মুখে হাজির হলাম। বরাবরের মতো আজও আপনাদের কাছে আমার শেষ অনুরোধ থাকবে আমার লেখা কবিতা টি মনোযোগ দিয়ে পড়ার ও অনুধাবন করার। চলুন তাহলে শুরু করা যাক……

“গ্রাথোর তুমি আছো বলে আজ করছি উপার্জন
দিয়েছো তুমি হাজারো মান করে প্রিয়জন”
“মন-মাতানো চোখ- জুড়ানো নব‍্য হরেক লেখা
পাইছে সবাই বাস্তবতা পাইনি শুধু আমি একা”
” শিক্ষা পাতা গল্প সহ আছে কাব‍্যের সৃষ্টি
দেশের খবর বাদ কেন ভাই আছে তথ্যের বৃষ্টি “

” পায়রা যেমন ডানা মেলে নীল আকাশের কোলে
গ্রাথোর তেমন ভাইরাল হয়েছে সেরা প্লটফর্ম বলে”
“জমীন যেমন সৃষ্টি হলো সবার তরে ভাই
তেমনি সবার সুযোগ হলো গ্রাথোর ঠিকানায়”
“অজ্ঞ-বিজ্ঞ সবার তরে গ্রাথোর শুভেচ্ছা
জানবে তুমি লাগবে ভালো হরেক কিচ্ছা”
“আষাঢ় মাসে শ্রবাণ যেমন দেয় গো নাকো ধরা
গ্রাথোর তেমন তুলনাহীন সব সাইটের সেরা”

“গোলাপ যেমন গন্ধ ছড়ায় সব মানুষে সমান
গ্রাথোর তেমন উঠিয়ে ধরে সব লেখকের মান”
“সাগর যেমন ছুটে চলে নেইকো চলার শেষ
গ্রাথোর তেমন যাচ্ছে ছুটে, ফেলে ক্লান্তি লেশ”
“পদ্ম যেমন পানি ছাড়া শোভা পাই না তার
নব ছাড়া কপি লেখা এপ্রুভ হয় না আর”
মাছ যেমন পানি ছাড়া বেঁচে থাকে না ভাই
পাঠক তেমন গ্রাথোর ছাড়া কিছু বোঝে না তাই”

আকাশেতে দেখ রে ভাই দেখ রে কত তারা
সব তারাতে আছে দেখ গ্রাথোর হলো সেরা”
“নবীন-প্রবীন মিলে মিশে খেলছে বাক‍্য খেলা
সম্ভব শুধু গ্রাথোরে ভাই বসছে মিলনমেলা “
রাত্রি যেমন শেষ হয়ে যায় আধার কেটে ধরায়
গ্রাথোর তেমন ছুটছে দেখ সত‍্য ন‍্যায়ের পাড়ায়”
“শিশু যেমন শিখে সবই মাতৃ পরিবারে
গ্রাথোর তেমন ঠাঁই দিয়েছে বৈধ কারবারে”

“কপিরাইট পেল বিদায় পাই এই সাইটে ভাই
দেয় না প্রকাশ করতে কপি কর্তৃপক্ষ তাই”
মানুষ যেমন খুজে ফিরে খুজে শুধুই সুখ
গ্রাথোর তেমন জানাই সালাম নব‍্য নতুন মুখ”
গন‍্যমান‍্য লেখক দেখ করছে কলরব
গ্রাথোর বলেই দিচ্ছে সেবা, সম্ভব হল সব”
মায়ের কাছে সব শিশুরা থাকে নিরাপদে
সত‍্য-মিথ‍্যা বিভেদ হবে গ্রাথোর পরিষদে”
বাংলা যেমন সেরা রে ভাই, সেরা মোদের ভাষা
গ্রাথোর তেমন সেরা বলেই দিচ্ছে মোদের আশা”

“জীবন যুদ্ধে আছে সবার আছে কত অর্জন
গ্রাথোরে তেও আছে দেখ মিথ‍্যা ভুলের বর্জন”
“পুব আকাশে দেখ রে ভাই উঠছে ঊষার রবি
লিখছে দেখ কত লেখক লিখছে হরেক কবি”
“আদিম যুগের মানুষ যদি সভ‍্য হতে পারে
পারবে তুমিও লেখক হতে গ্রাথোর দরবারে “
“গ্রাথোর নিয়ে লেখা কবিতা করছি অবসান
জানি তুমি দিবে তুমি দেবে মোদের মান”

সুপ্রিয় পাঠক পাঠিকা ভাই ও বোনেরা, কেমন হলো শেষ পর্বটি?? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে প্রদান করার জন্য বিনীত অনুরোধ রাখছি। আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে অন্য কোন আর্টিকেলে।

আল্লাহ হাফেজ।।।

Related Posts

20 Comments

মন্তব্য করুন