গ্রামীণফোন পকেট ওয়াইফাই রাউটার

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠকগণ কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলেই আপনাদের নির্দিষ্ট অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। সকলে যে যার অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই প্রত্যাশা করছি।

বর্তমানে চলছে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ। কথায় আছে “বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ।” বর্তমানে মানুষ এক সেকেন্ড ইন্টারনেট ছাড়া চলতে পারে না।ইন্টারনেট এর প্রভাব এখন তাই সর্বক্ষেত্রে।ক্লাস কিংবা অফিস,ব্যবসা কিংবা ট্রেনিং সব এখন ইন্টারনেট এর উপরে নির্ভর। ইন্টারনেট এর চাহিদা তাই বেড়ে চলছে।

এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে ইন্টারনেট আমাদের কিভাবে প্রভাব ফেলছে। নিচে কিছু দিক আলোচনা করা হলোঃ

১.আমরা কোথাও গিয়ে যদি রাস্তা হারিয়ে ফেলি তাহলে ইন্টারনেট ব্যবহার করে আমরা সঠিক পথ চিনতে পারবো।

২.আমরা শরীর খারাপ হলে ঘরে বসেই ডাক্তারের মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবো ইন্টারনেট এর কল্যাণে।

৩.ঘরে বসেই কেনাকাটা করতে পারছি ইন্টারনেট এর কল্যাণে।

<

৪.ঘরে বসে পত্রিকা পড়া থেকে শুরু করে খাবার অবধি অর্ডার করতে পারছি ইন্টারনেট এর কল্যাণে।

এমন আরও হাজারো কাজ আমরা সম্পন্ন করতে পারছি ইন্টারনেট এর কারণে।তাই ইন্টারনেট আমাদের প্রয়োজনীয়তা হয়ে উঠেছে।তাই অনেকে আজকাল ওয়াইফাই ব্যবহার করছে।কিন্তু ওয়াইফাই শুধুমাত্র একটি নির্দিষ্ট সীমা অবধি ইন্টারনেট কাভার দিয়ে থাকে।

আর গ্রাহকদের জন্য সেই কথা চিন্তা করে টেলিকমিউনিকেশন কোম্পানি গ্রামীণফোন তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে পকেট রাউটার।এটি একটি ফোরজি পকেট রাউটার।গ্রামীণফোনের এই ফোরজি পকেট রাউটারটি বাসা কিংবা অফিস, কিংবা সুপারশপে খুব আরামদায়কভাবে ব্যবহার করতে পারবেন।

চলুন তাহলে জেনে আসি কি কি সুবিদা বিদ্যমান রয়েছে এই পকেট রাউটারটিতেঃ

১.এই রাউটারটির ক্ষমতা এতটাই শক্তিশালী যে ১০ জন উচ্চগতি সম্পন্ন মোবাইল ব্যবহারকারীরা এই রাউটারটি ব্যবহার করতে পারবেন।

২.এটি একইসাথে ৩০০ এমবিপিএস ইন্টারনেট সেবা প্রদান করার ক্ষমতা রাখে।

৩.এটির ব্যাটারি সক্ষমতার কথা চিন্তা করলে একবার চার্জ করলে এই ব্যাটারি টাকা ৮ ঘন্টা ব্যবহার করতে পারবেন।

৪.যেকোনো স্থান থেকে ইন্টারনেট সরবরাহ করার ক্ষমতা রাখে এই রাউটার।

এই রাউটার এর বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ২৯৯৯ টাকা।এই ফোরজি পকেট রাউটারটির ওয়ারেন্টি হলো ২ বছর।তাই যারা সর্বাক্ষনিক ইন্টারনেট এর সাথে সংযোগ থাকতে চান তাদের জন্য এই পকেট রাউটারটি গ্রামীণফোনের পক্ষ থেকে এক বিরাট খুশির খবর।

আশা করি আজকের পোস্টটির মাধ্যমে আপনাদের গ্রামীণফোনের ফোরজি পকেট রাউটার সম্পর্কে ধারণা প্রদান করতে সক্ষম হয়েছি।ধন্যবাদ সাথে থাকার জন্য।

গ্রামীণফোন পকেট ওয়াইফাই রাউটার, গ্রামীণফোন পকেট  রাউটার, পকেট রাউটার কিভাবে কাজ করে

ঘরে থাকুন
সুস্থ থাকুন

Related Posts

10 Comments

মন্তব্য করুন