চমকে দিন আপনার বন্ধুদের, এন্ড্রয়েড মোবাইলে স্ক্রিন পিনিং অপশনটি ব্যবহার করে।

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন।

আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যা সচরাচর সবাই জানে না।

তো চলুন শুরু করা যাক,

আমরা সবাই কমবেশি এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করি। অনেক সময় মোবাইল ব্যবহারের সময় আমরা জরুরি কাজে মোবাইল রেখে অন্য কোথাও যেতে হয়। তখন আমাদের মোবাইল অনেক অজানা প্রোগ্রামে ঢুকে যায় এবং সেটিংস উলটপালট হয়ে যায়।

তো স্ক্রিন পিন অপশনটি দিয়ে আপনি আপনার ফোনে বর্তমান স্ক্রিন পিন করে রেখে যেতে পারবেন। যা আপনি ছাড়া বা যারা যানে তারা ছাড়া অন্য কোন ভাবে আপনার ফোনে বর্তমান অপশন থেকে অন্য অপশনে কেউ ব্রাউজ করতে পারবেনা।

এই সেটিংস টি করতে হলে, প্রথমে আপনার মোবাইলের সেটিংস এ যান,

তারপর সিকিউরিটি অপশনে ক্লিক করুন, একেবারে নিচের দিকে দেখুন Screen Pinning এই লেখাটি দেখা যাচ্ছে।

এবার এই লেখাটিতে ক্লিক করে তারপর স্ক্রিন পিনিং অপশনটি চালু করুন দেখবেন নিচের দিকে কিছু লেখা আসবে এবং যে কোন বাটন হাইলাইট করা দেখাবে।

যদি এই পর্যন্ত আপনি আসতে পারেন, তাহলে আপনার কাজ প্রায় শেষ। এবার আপনার স্ক্রিন পিন হয়ে গেছে।

এবার আপনার স্ক্রিন পিনিং অপশনটি বন্ধ করার উপায় জানতে হবে। নইলে আপনার এই টিপস শিখে কোন কাজই হবে না।

আনলক করার উপায়ঃ

স্ক্রিন পিন করার সময় আপনার স্ক্রিনে নিচের দিকে যে লেখা এবং যে বাটনটি হাইলাইট করা ছিল শুধুমাত্র ঐ বাটন ক্লিক করে ধরে রাখতে হবে। (বিঃদ্রঃ- এখানে একটি অথবা দুইটি বাটন হাইলাইট করা থাকতে হবে। দুইটি বাটন হাইলাইট করা থাকলে উক্ত দুইটি বাটনই একসাথে ক্লিক করে ধরে রাখতে হবে। )

ব্যস আপনার স্ক্রিন আনলক হয়ে যাবে।

তাহলে আজকে এই পর্যন্ত, আশা করি আগামীতে অন্য কোন পোস্টে আবারো দেখা হবে।

আসসালামু আলাইকুম।

যে কোন সমস্যায় কল করুনঃ 01310953472

Related Posts