চলুন স্বার্থপর মানুষদের মেজাজ সম্পর্কে কিছু ধারণা করি

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই ভালো আছেন।

বর্তমান সময়টা খুবই অদ্ভুত যাচ্ছে। মহামারী করোনায় ছেয়ে গেছে সর্বএ।এই মহামারীই আমাদের সবাইকে স্বার্থপরতা মানুষকে কতটুকু নিচে নেয়ে যেতে পারে তা আঙ্গুল দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছে। কারণ মানুষ এখন অপরের থেকে নিজের চিন্তায় বেশি ব্যস্ত।পরিবারের আপন লোকেরাই থাকছেনা পাশে অন্য কারো উদাহরণ টানা সেখানে বেমানান নয় কি?

চলুন স্বার্থপর মানুষদের মেজাজ সম্পর্কে কিছু ধারণা করি – দয়া করে কেউ সিরিয়াসলি নিবেন না। 

এই পৃথিবীতে চারদিকে স্বার্থপর মানুষ ছেয়ে গেছে। এখন আর কেউ কারো বিপদে এগিয়ে আসে না সবাই নিজের স্বার্থটাই বুঝে।

স্বার্থপরতার এক উৎকৃষ্ঠ উদাহরণ আমরা এই মহামারীতে দেখেছি সবচেয়ে বেশি।কারণ এই করোনাই আমাদের আঙুল দেখিয়ে দিয়েছে এই সমাজে, পরিবারে কেউ কারো আপন নয়।পরিবারের একজনের করোনা হয়েছে বলে তাকে গেইটের বাইরে রেখে আসতে দেখেছি।আবার সেই সাথে যখন সেই ব্যক্তিটির আবার করোনা হয়েছে তখন প্লাজমার জন্য আগের সেই আক্রান্ত ব্যক্তির কাছে হাত পাততে দেখিছি।তাই বলা যায় স্বার্থপর মানুষের স্বভাব বড়ই বিচিত্র জিনিস।চলুন জেনে আসি সেই সকল স্বার্থপর মানুষদের সম্পর্কেঃ

১.স্বার্থপর মানুষগুলো খুব বেশি আত্নকেন্দ্রীক হয়। এরা নিজেরা ছাড়া কারো চিন্তা করেই না।

২.স্বার্থপর মানুষেরা কখনোই কারো উপকার করে না।

৩.স্বার্থপর মানুষেরা মূহুর্তের মধ্যেই আপনার রং বদলায়।

৪. স্বার্থপর মানুষেরা কখনো কারো আপনজন হতে পারে না। এরা না হয়ে পরিবারের আপনজন, না হতে পারে দেশের আপন।

৫.এদের মনে সবসময় হিংসা কাজ করে।

৬.এরা সবসময় নিজে ভালো থাকার প্রতি খেয়াল থাকে।সমাজে কে কেমন আছেন,কিভাবে তাদের এই অবস্থা হলো সেইসব নিয়ে তাদের কোন চিন্তাই মাথায় থাকে না।

এতক্ষন আলোচনা করলাম এদের অভ্যাস নিয়ে এখন আসি চলুন দেখে আসি এরা কেমন মেজাজের হয়ঃ

১.এরা খুব শান্ত মেজাজের অধিকারী হয়। কারণ শান্ত থেকেই এরা নিজের স্বার্থ আদায় করে নেয়।

২.এরা শুধু নিজের চিন্তা করে বিধায় সেই পরিস্থিতিতে এরা পড়ুক না কেন কখনো এরা অন্যের ব্যাপারে ভাবে না।

৩.এরা এমন এক মেজাজ যে অন্য কেউ সাহায্য চাইলেও তাকে যেমন ফিরিয়ে দেয় না আবার তার উপকারও করে না।

৪.এরা কোন কথা মুখের উপরই অগ্রাহ্য করে দেয়।

৫.এরা নিজেদের এগিয়ে রাখতে চায় সবকিছুতে।তাই এরা বন্ধু থেকে শত্রু হতে কোন সময় নেয় না।

এমন আরও নানান মেজাজের হয়ে থাকে সমাজের নামধারী স্বার্থপর মানুষজন।এদের কাছে প্রতিকথায় স্বার্থ ছাড়া অন্য কোন কথা নেই৷ তাই যদি পারেন এই সকল মানুষ থেকে যথা সম্ভব দূরে থাকবেন।নিজে ভালো থাকবেন ঠিক তেমনি নিজের পরিবারকেও ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে।

ঘরে থাকুন
সুস্থ থাকুন

Related Posts

10 Comments

মন্তব্য করুন