চলে আসলো ভিভোর নতুন মোবাইল ‘ভিভো ওয়াই৫০’

আসসালামু আলাইকুম বন্ধুরা,কেমন আছেন?আশাকরি সৃষ্টিকর্তার কৃপায় সবাই ভাল আছেন।আজকের পোস্টে আমি আপনাদেরকে জানাব ভিভোর নতুন মোবাইল ফোন সম্পর্কে।

স্বনামধন্য মোবাইল ব্র্যান্ড ভিভো নিয়ে আসলো নতুন মোবাইল ফোন ‘ভিভো ওয়াই৫০’।এই চীনা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানটি গত জুন মাসে এই ফোনটি নিয়ে আসে।এটি ভিভোর ‘ওয়াই’ সিরিজের সর্বশেষ সংযোজন।৮ জিবি র্যামসহ ভিভোর ‘ওয়াই৫০’ ফোনে যুক্ত করা হয়েছে পাঁচটি ক্যামেরা।বাংলাদেশের বাজারে এই স্মার্টফোনটি উন্মোচন করা হয় গত ১৮ জুন।এরপর টানা ৬ দিন প্রি-বুকিংয়ের পর গত ২৪ জুন বাজারে আসে স্মার্টফোনটি।প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে,ভিভো ওয়াই৫০ এর স্টোরেজ,ক্যামেরা ও ব্যাটারি অনেক বেশি উন্নত ও শক্তিশালী হলেও করোনার সময়টায় মাথায় রেখে এর মূল্য রাখা হয়েছে মধ্য ক্রয়সীমার মধ্যে।তাই বিক্রি শুরু হওয়ার প্রথম চারদিনের মাথায় গ্রাহকদের কাছ থেকে রেকর্ড পরিমাণ সাড়া পেয়েছে ভিভো ওয়াই ৫০।এই স্মার্টফোনটির ডিসপ্লে ৬.৫৩ ইঞ্চি এবং এতে আছে ৫০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি।ভিভো ওয়াই৫০ এর র্যাম ৮ জিবি ও রম ১২৮ জিবি।ছবির জন্য ওয়াই৫০ ফোনে আছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ।রিয়ার ক্যামেরাগুলো হলো ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর,৮ এমপির আলট্রা ওয়াইড সেন্সর,২ এমপির ম্যাক্রো লেন্স এবং ২ এমপির ডেপথ সেন্সর ক্যামেরা।এছাড়া সেলফি ক্যামেরায় আছে ১৬ এমপির হাই ডাইনামিক রেণ্জ ক্যামেরা সেন্সর।এই ফোনে আরো আছে আইভিউ ডিসপ্লে।ফোনের রেজ্যুলেশন ২৩৪০×১০৮০ পিক্সেল।এটির স্ক্রিন টু বডি রেশিও ৯০.৭ শতাংশ।স্ন্যাপড্রাগন ৬৬৫ এসওসি মোবাইল প্ল্যাটফর্ম দিয়ে স্মার্টফোনটি পরিচালিত হবে।৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি রমের বিশাল স্টোরেজে প্রচুর ডাটা জমা রাখতে পারবেন।এছাড়া কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপের জন্য বিভিন্নপ্রান্ত থেকে নানা অ্যাংগেলের এইচডি ছবি তুলতে পারবেন।৫০০০ এমএইচের শক্তিশালী ব্যাটারি এক চার্জে সারাদিন ফোন চালালেও শেষ হবে না।
ফোনটির উন্মোচন অনুষ্ঠানে ভিভো বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার তানজীব আহমেদ বলেন,বিশ্বের শীর্ষস্হানীয় উদ্ভাবন ও প্রযুক্তি প্রতিষ্টান হিসেবে আমরা তরুণ প্রজন্মের চাহিদার সাথে তাল মিলিয়ে চলি।বাংলাদেশে ভিভোর যাত্রা দুই দশকেরও বেশি সময় ধরে।এরই মাঝে ভিভো ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সর এবং পপ-আপ সেলফি ক্যামেরার মতো প্রযুক্তি বাজারে এনেছে।গ্রাহকদের কাছে পছন্দসই স্মার্টফোনের পাশাপাশি ফোনের দামটিও গুরুত্বপূর্ণ তা আমরা ভালোই বুঝি।তাই করোনাকালীন সময়ে ওয়াই৫০ এর মতো মিডরেন্জের ফোন বাজারে এনেছে ভিভো।বাংলাদেশে ভিভো ওয়াই৫০ এর দাম রাখা হয়েছে ২২ হাজার ৯৯০ টাকা।পাওয়া যাচ্ছে আইরিশ ব্লু ও পার্ল হোয়াইট রঙে।

আমার পোস্টটি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করুন।ধন্যবাদ।

Related Posts