চাকরির জন্য সাধারণ জ্ঞান গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন

বিশ্বের নদ নদী
১/বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?
উওর –নীলনদ
২/নীলনদ কতটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ও কি কি??
উওর–১১টি;ইথিওপিয়,, সুদান,দক্ষিণ সুদান,মিশর রুয়ান্ডা, তানজানিয়, উগান্ডা, বুরুন্ডি, গণতান্ত্রিক কঙ্গো,প্রজাতন,, ইরিএিয়া  ও কোনিয়া।
৩/বিশ্বের বৃহত্তর নদী কোনটি?
উওর–আামাজন।
৪/বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর– ডি – রিভার।
৫/ দক্ষীন আমেরিকার দীর্ঘতম নদী কোনটি?
উত্তর– আমাজন।
৬/ এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর– ইয়াংসিকিয়াং।
৭/ ইউরোপের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর– ভলগা।
৮/ পৃথিবীতথা আাফ্রীকার দীর্ঘতম নদীর নাম কি?
উত্তর– নীল নদ।
৯/ আমাজন নদীর কয়টি উপনদী আছে?
উত্তর– ২০ টি।
১০/কোন নদী দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়?
উত্তর– আমাজন।
১১/ দানিয়ুব নদীর দৈর্ঘ্য কত?
উত্তর– ২৮৪২ কি, মি।
১২/ সিন্দু নদী  কোথায় অবস্থিত?
উত্তর–  পাকিস্তানে।
১৩/ টেমস নদীর দৈর্ঘ্য কত?
উত্তর– ৫৪৪  কি,মি।
১৪/ নদীর পানি প্রবাহের পরিমাণের একক কী?
উত্তর– কিউসেক।
১৫/ পৃথিবীর কোন নদীতে মাছ হয় না?
উত্তর– জর্ডান।
১৬/ চীনের দুঃখ নামে পরিচিত.?
উত্তর– হোয়াংহো
১৭/ কোন নদীটি সরাসরি আরব সাগরে পতিত হয়েছে?
উত্তর– সিন্দু
১৮/ পৃথিবীর কোন দেশে কোনো নদী নেই?
উত্তর–সৌদি আরব।
১৯/পশ্চিম তীর কোন নদীর তীরে অবস্থি?
উওর–জর্ডান।
২০/সুয়েজ  খাল খনন করেন  কে?
উওর–ফরাসি ইন্জিনিয়ার ফার্ডিনান্দ দ্য লিসেপস।
২১/সুয়েজ খাল সর্বশেষ কবে খুলে দেয়া হয়?
উওর–৫জুন ১৯৭৫।
২২/সুয়েজ খাল কোন সময়কাল পযর্ন্ত বন্ধ ছিল?
উওর–৫জুন ১৯৬৭-৫জুন ১৯৭৫।         
২৩/বনভূমি কেটে কোন খাল তৈরি করা হয়।
উত্তর– পানামা খাল।
২৪/পানামা খাল বয়ানহারকারী প্রদান দেশ কোনটি?
উত্তর- যুক্তরাষ্ট্র।
২৫/ পানামা খাল কোন মহাসাগরে যুক্ত হয়েছে?
উত্তর– আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর।
২৬/ পানামা খাল কোথায় অবস্থিত? 
উত্তর– মধ্য আমেরিকার দেশ পানামায়। 
২৭/ পানামা খাল কবে হস্তান্তর করা হয় ? 
উত্তর– ১৫ ডিসেম্বর ১৯৯৯। 
২৮/ বিশ্বের বৃহওম দীপের নাম কী? 
উত্তর– গ্রীনলয়ান্ড 
২৯/ গ্রিনল্যান্ড দ্বীপের মালিক কোন দেশ?
উত্তর– ডেনমার্ক। 
৩০/ গ্রিক শব্দ ওরোস এর অর্থ কি?
উত্তর– পর্বত 
৩১/ পর্বত প্রধানত কত প্রকার? 
উত্তর– ৪ প্রকার। 
৩২/ বিশ্বের সর্বোচ্চ পর্বতের নাম কি? 
উত্তর– মাউন্ট এভারেস্ট 
৩৩/ বিশ্বের বৃহত্তর মরুভূমির নাম কি?
উত্তর — সাহারা 
৩৪/ সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? 
৩৫/ আফ্রীকা। 
৩৬/ সাহারা কোন ধরনের মরুভূমি?
উত্তর– খুবি উষ্ণ 
৩৭/ সাহারা মরুভূমিকে কার দুঃখ বলা হয়? 
উওর– আফ্রীকার
৩৮/ লিবিয়ান মরুভূমির আয়তন কত৷? 
উত্তর– ২৫৯০০০ বর্গ কিলোমিটার। 
৩৯/ গোবি কি? 
উত্তর– একটি মরুভূমির নাম। 
৪০/ গ্রেট আমেরিকা কি? 
উত্তর– একটি মরুভূমি। 
৪১/ সবচেয়ে কম লোক বাস করে কোন মহাদেশে? 
উত্তর– ওশেনিয়া। 
৪২/ বিশ্বের সর্বোচ্চ জনবহুল দেশ কোনটি? 
উত্তর — চীন। 
৪৩/ জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি কোন মহাদেশেে? 
উত্তর– আফ্রিকা। 
৪৪/ জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন মহাদেশেে? 
উত্তর– ইউরোপ। 
৪৫/ বিশ্বে সবচেয়ে কম গড় আয়ূর দেশ কোনটি? 
উত্তর– সোয়াজিল্যান্ড
৪৬/  সর্বোচ্চ গড় আয়ূর দেশ কোনটি ? 
উত্তর– মোনাকো। 
৪৭/HDI এর  পূর্ন রূপ কি  ? 
উত্তর– Human Development Index.
৪৮/ মানব উন্নয়ন রিপোর্টের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর– মাহাবুবুল হক।
৪৯/ আদিবাসী শব্দের ইংরেজি অর্থ কি ?
উত্তর– Indigenous peoples,Native peoples,First peoples,Fourth world,First nation,Tribe.
৫০/ কস্যাক জাতি বাস করে কোথায়?
উত্তর– রাশিয়া
৫১/ পিথাগোরাস কে ছিলেন ?
উত্তর– দার্শনিক ও অংকশাস্রবিদ।
৫২/ পিথাগোরাস কবে কোথায় জন্মগ্রহণ করেন??
উত্তর– গ্রিসে ৫৭৯ অব্দে।
৫৩/ পিথাগোরাস কি প্রদান করেন?
উত্তর– বিভিন্ন গানিতিক সীত্র।
৫৪/ কে বলেছেন I to die, you to live –Which is better only god knows?
উত্তর– সক্রেটিস।
৫৫/ Virtue of knowledge তত্বের প্রবক্তা কে?
উত্তর — সক্রেটিস।
৫৬/ Know thyself উক্তি টি কার?
উত্তর–   সক্রেটিস।।
৫৭/ কোন সভ্যতা নদীর তীরে গরে ওঠেনি?
উত্তর– গ্রীক।
৫৮/ UNHCR এর পূর্ণ রূপ কি?
উত্তর– United Nations high commissioner for refugees
৫৯/ UNHCR কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর–১৪ ডিসেম্বর ১৯৫০।
৬০/ UNU এর পূর্ণরূপ কি?
                                                                                                                              

Related Posts

17 Comments

মন্তব্য করুন