চাকরির প্রস্তুতি, বিষয় কম্পিউটার শিক্ষা

আজকে আমরা আলোচনা করব সাধারণ জ্ঞান থেকে কম্পিউটার বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। চলুন শুরু করা যাক।

১। পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে?

উত্তরঃ এপসন, ১৯৮১

২। কম্পিউটারে কোনটি নেই?

উত্তরঃ বুদ্ধি বিবেচনা

৩। কম্পিউটার কে আবিষ্কার করেন?

উত্তরঃ হাওয়ার্ড এইকিন

৪। কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?

উত্তরঃ মাইক্রোসফট

৫। কম্পিউটার একটি-

উত্তরঃ হিসাবকারী যন্ত্র

৬। কম্পিউটার আবিষ্কারক হলেন-

উত্তরঃ

৭। কম্পিউটার এর জনক বলা হয় কাকে?

উত্তরঃ চার্লস ব্যাবেজ

৮। নিচের কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক?

উত্তরঃ পুনরাবৃত্তিমূলক কাজ

৯। বাংলাদেশে প্রস্তুত ল্যাপটপ কম্পিউটারের নাম কি?

উত্তরঃ দোয়েল

১০। প্রথম কম্পিউটার প্রোগ্রাম কে?

উত্তরঃ অ্যাডা অগাষ্টা

১২। ‘অ্যাবাকাস কী?

উত্তরঃ এক প্রকার গণনা যন্ত্র

১৩। কম্পিউটারের কাজের গতি কী দ্বারা প্রকাশ করা হয়?

উত্তরঃ ন্যানোসেকেন্ড

১৪। ন্যানো সেকেন্ড হলো-

উত্তর দেখুন এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ

১৫। একটি যোগ করতে কম্পিউটারের ৫০ ন্যানো সেকেন্ড সময় লাগলে সেকেন্ডে এটা কতটি যোগ করতে পারবে?

উত্তরঃ ২ কোটি

১৬। শূন্য সংখ্যার আদি ধারণা কাদের?

উত্তরঃ ভারতীয়

১৭। প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন-

উত্তরঃ চার্লস ব্যাবেজ

১৮। বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘরটি অবস্থিত-

উত্তরঃ যুক্তরাষ্ট্রে

১৯। বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার-

উত্তরঃ আইবিএম-১৬২০ সিরিজ

২০। বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালুর সন-

উত্তরঃ ১৯৯৬

২১। কম্পিউটারে ট্রানজিষ্টর আবিস্কৃত হয় কত সালে?

উত্তরঃ ১৯৪৮ সালে

২২। কম্পিউটারে কোনটি নেই?

উত্তরঃ বুদ্ধি

২৩। ‘ল্যাপটপ’ কি?

উত্তরঃ ছোট কম্পিউটার

২৪। ল্যাপটপ কখন প্রবর্তিত হয় এবং কোন কোম্পনি এটা তৈরি করে?

উত্তরঃ এপসন, ১৯৮১

২৫। এনালগ এবং ডিজিটাল কম্পিউটারের বৈশিষ্ট্যের সমন্বয় ঘটিয়ে তৈরি করা হয়েছে-

উত্তরঃ হাইব্রিড কম্পিউটার

২৬। প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়-

উত্তরঃ বায়ুশূন্য ভাল্ব

২৭। Which type of Computers are also called midrange computers?

উত্তরঃ Mini Computer

২৮। Older computers were-

উত্তরঃ Analog

২৯। Computer শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

উত্তরঃ গ্রিক

৩০। এক ন্যানো সেকেন্ড = কত?

উত্তরঃ এক সেকেন্ডের 100 কোটি ভাগের এক ভাগ

৩১। নিচের কোনটি কম্পিউটারের বৈশিষ্ট্য নয়?

উত্তরঃ বুদ্ধিমত্তা

৩২। অ্যাবাকাস কে ‘সারোবান’ বলা হয় কোন দেশে?

উত্তরঃ জাপান

৩৩। সর্বপ্রথম বাণিজ্যিক হস্তচালিত ক্যালকুলেটর এর নাম কি?

উত্তরঃ টমাস এরিথোমিটার

৩৪। কিসের জন্য প্রথম পাঞ্চ কার্ডের ব্যবহার শুরু হয়?

উত্তরঃ বস্ত্র শিল্পে নকশার জন্য

৩৫। কে সর্বপ্রথম পাঞ্চকার্ড ব্যবহার শুরু করেন?

উত্তরঃ জোসেফ মেরি

৩৬। প্রথম বৈদ্যুতিক কম্পিউটার কোনটি?

উত্তরঃ মার্ক-১

৩৭। প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার নিচের কোনটি?

উত্তরঃ এনিয়াক-১

৩৮। মাইক্রোকম্পিউটারের জনক কে?

উত্তরঃ হনরি এডওয়ার্ড রবার্ট

৩৯। মাইক্রোসফট কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯৭৫

৪০। গুগোল এর প্রধান কার্যালয় কোথায়?

উত্তরঃ ক্যালিফোর্নিয়া

৪১। বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয় কত সালে?

উত্তরঃ ১৯৬৪

৪২। বাংলাদেশ কম্পিউটার সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তরঃ ১৯৭৯

৪৩। বিশ্বের প্রথম গণনাকারী যন্ত্র কোনটি?

উত্তরঃ অ্যাবাকাস

৪৪। নিচের কোন মৌলটি কম্পিউটার চিপ তৈরির জন্য সর্বাধিক ব্যবহৃত হয়?

উত্তরঃ সিলিকন

৪৫। বিশ্ব বিখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএমকে কি বলা হয়?

উত্তরঃ বিগ ব্লু

৪৬। বিল গেটস-এর সাথে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তরঃ পল অ্যালেন

৪৭। গুগোল এর প্রকৃত নাম কোনটি?

উত্তরঃ ব্যাকরাব

৪৮। গঠন ও ক্রিয়া নীতির উপর ভিত্তি করে কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা যায়?

উত্তরঃ ৩

৪৯। সাধারণত আমরা যে সকল কম্পিউটার ব্যবহার করি সেটা কোন ধরনের কম্পিউটার?

উত্তরঃ ডিজিটাল কম্পিউটার

৫০। হাসপাতালে রোগীর রক্তচাপ, হৃদ যন্ত্রের ক্রিয়া ইত্যাদি মাপতে কোন ধরনের কম্পিউটার ব্যবহৃত হয়?

উত্তরঃ হাইব্রিড কম্পিউটার

৫১। আকার আয়তন, ইত্যাদির ভিত্তিতে ডিজিটাল কম্পিউটার কে কয় ভাগে ভাগ করা যায়?

উত্তরঃ ৪

৫২। বৈজ্ঞানিক গবেষণা, নভোযান, জঙ্গীবিমান ইত্যাদি কাজে কোন কম্পিউটার ব্যবহৃত হয়?

উত্তরঃ সুপার কম্পিউটার

৫৩। ল্যাপটপ কোন ধরনের কম্পিউটার?

উত্তরঃ মাইক্রো কম্পিউটার

৫৪। সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার কোনটি?

উত্তরঃ সুপার কম্পিউটার

৫৫। কোন ধরনের কম্পিউটারকে মধ্যম সারির কম্পিউটারও বলা হয়?

উত্তরঃ মিনি কম্পিউটার

৫৬। বাংলাদেশের তৈরি ল্যাপটপ-

উত্তরঃ দোয়েল

Related Posts

11 Comments

মন্তব্য করুন