চুলের যত্নের কিছু টিপস।

নাড়ীর সৌন্দর্য হলো চুলে। চুল ছোট হোক বা বড়

হোক, নাড়ীর সৌন্দর্য হলো চুলেই। কিন্তু আমার

সারাদিন খুব ব্যস্ত থাকি, আর এই ব্যস্ততার মধ্যে

আমারা আমাদের চুলের যত্ন নিতে পারি না। চুলের যত্ন

নেয়ার দরকার। চুলের জন্য কিছু টিপস আছে যা

হয়তো আপনাদের খুব ভালো লাগবে,

<

১। যদি চুলে মেথি বেটে দেওয়া যায় তবে চুলের গোড়া

মজবুত হয়। সাথে চুলকে সিল্কি করে। এটা সপ্তাহে

একবার দিতে হবে।

২। ই – ক্যাপসুল, এলোভেরা, স্যম্পু একসঙ্গে মিশে

ধুয়ে ফেললে চুল ভালো থাকে এবং চুলকে সুন্দর করে।

৩। যারা গাছের মেহেদী ব্যবহার করেন এটা তাদের

জন্য, শুধু মেহেদী ব্যবহার করলে চুল খসখসে হয়।

তাই মেহেদীর সাথে মেথি, আমলকি ব্যবহার করার

চেষ্টা করবেন। এতে চুল খসখসে হয় না বরং চুল

সিল্কি ও মজবুত করে।

৪। চুলে সেম্পু ব্যবহার এর কমপক্ষে আধাঘণ্টা আগে

আপনার নিয়মিত ব্যবহৃত তেল ব্যবহার করা। এতে চুল

ভালো হয়।

৫। কন্ডসনার ব্যবহার করে পরবর্তীতে তা বাদ দিলে

চুল খসখসে হয়। আমার মতে কন্ডসনার ব্যবহার না

করা। ( এটা নিজের ইচ্ছে হলে করতে পারেন)।

৬। চুলের সবচেয়ে বড় সমস্যা হলো চুল ফেটে যাওয়া।

তাই চেষ্টা করবেন কিছু মাস অন্তত অন্তত চুলটা কে

অল্প করে কেটে নেওয়া। চুল নিজেরও কাটতে পারেন।

ইউটিউব এ চুল কাটার অনেক ভিডিও আছে। দেখে

নিতে পারেন। চুল কাটলে চুলের ফাটল কমে যায় এবং

চুলের বৃদ্ধি ভালোভাবে হয়।

৭। মেথি সারারাত ভিজিয়ে রেখে দেওয়া পানি চুলে

ব্যবহার করা যায়।

৮। চুলে সবসময় ভালভাবে শেম্পু করবেন।

আশা করি আমরা এই সব টিপস আপনাদের কাজে

আসবে।

সুস্থ থাকুন
ঘরে থাকুন
বাহিরে গেলে মাস্ক পরুন
বাহির হতে আসলে সাবান দিয়ে হাত ধুয়ে নিন।

Related Posts

14 Comments

মন্তব্য করুন